একটা মানুষের পক্ষে একটানা কতক্ষণ গান গেয়ে যাওয়া সম্ভব? ১ ঘন্টা? ২ ঘন্টা? বেশ খুব বেশি হলে ৩ ঘন্টা? কিন্তু একবারও না থেমে তার বেশি সময় ধরে গান গেয়ে যাওয়া আপাত অর্থেই অসম্ভব। কিন্তু এই আপাত অসম্ভব কাজটিই এবার করে দেখাল দুবাইয়ের এক ভারতীয় কিশোরী। এক টানা সাড়ে ৬ ঘন্টা ধরে গান গেয়ে বিশ্ব রেকর্ড করল সে।

দেশ
she the people. Tv

গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া এই কিশোরীর নাম সুচেতা সতীশ। সে ভারতীয় বংশোদ্ভূত হলেও তার বাস দুবাইতে। মাত্র ১৩ বছর বয়সেই টানা ৬ ঘন্টা ১৫ মিনিট ধরে গান গেয়ে সে জিতে নিয়েছে ১০০ গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড’ (100 Global Child Prodigy Award)। সেই সঙ্গে বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে দেশের মুখ।

তবে সুচেতা সতীশের চমক শুধুমাত্র দীর্ঘ সময় ধরে গান গাওয়াতেই সীমাবদ্ধ নেই। দেশ বিদেশের মোট ১২০টি ভাষায় গান গেয়ে সে ছুঁয়ে ফেলেছে অন্য এক অবিশ্বাস্য রেকর্ড। এক সঙ্গে এতগুলি ভাষায় এক টানা গান গেয়ে যাওয়া সত্যিই অভাবনীয়। তার এই কীর্তির জন্য তাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।

10 00 26 images
she the people. Tv

সূত্রের খবর, ভারতীয় কিশোরী সুচেতা সতীশের সুরেলা কন্ঠে মুগ্ধ দুবাইয়ের মানুষ। ইতিমধ্যে সঙ্গীতশিল্পী হিসেবে সে দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ১৩ বছরের সুচেতা। এমনকি তার গানের একটি অ্যালবামও মুক্তি পেতে চলেছে দুবাইয়ে। দক্ষিণ ভারতীয় তারকাদের উপস্থিতিতে জমজমাট সেই অ্যালবামই সুচেতা সতীশের জীবনের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিজের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে উচ্ছ্বাস চাপা থাকে না সুচেতার গলায়। সে সংবাদমাধ্যমের কাছে জানায়, বছর খানেক আগেই নাকি শিশুশিল্পী হিসেবে সবচেয়ে বেশি সময় ধরে গান গাওয়ার বিশ্ব রেকর্ডটি করেছিল সে। এখন তাতেই যুক্ত হয়েছে সবচেয়ে বেশি ভাষায় গান গাওয়ার রেকর্ড। এক বছর আগে দুবাইয়ের ইন্ডিয়ান কনসুলেট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ১০২টি ভাষায় টানা ৬ ঘন্টা ১৫ মিনিট ধরে সে গান গেয়েছিল, জানা গেছে সূত্রের খবরে।

10 00 16 images
TNPSC Gatewayy

সুচেতা সতীশের প্রকাশিত গানের অ্যালবামটির নাম ‘আল হাবিবি’। এই অ্যালবামের ভিডিওতে মালয়ালম তারকাদের দেখা যাবে বলে জানিয়েছে সুচেতা। দুবাইতে শ্যুটিং করতে আসা তারকাদের সঙ্গে যোগাযোগ করে এই অ্যালবাম তৈরির জন্য তাঁদের অনুরোধ করেছিল সে, জানা গেছে তেমনটাই।

10 00 08 images
the hans india

কোনো একটি দিকে মনোনিবেশ করলে অনেক ক্ষেত্রেই বাকি দিকগুলি অবহেলিত হয়ে পড়ে।কিন্তু দুবাইয়ের ভারতীয় কিশোরী সুচেতা সতীশের জন্য সে কথা খাটে না। গানের পাশাপাশি দিব্যি সে চালিয়ে যাচ্ছে পড়াশোনা। সঙ্গীত সাধনা, সাফল্য, তার পড়াশোনাতে কোনোরকম ব্যাঘাত ঘটাতে পারে নি।

প্রসঙ্গত, ১০০ গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ডটি শুধুমাত্র গানের ক্ষেত্রেই দেওয়া হয় না। এর তালিকায় আছে আঁকা, নাচ, অভিনয়, মডেলিং সহ আরো একাধিক প্রতিভার স্বীকৃতি। প্রায় প্রতি বছরই বিভিন্ন ক্ষেত্রে সেরাদের বাছাই করা হয় এই অ্যাওয়ার্ডের মাধ্যমে।

1 COMMENT

  1. […] অবস্থান বিক্ষোভ করতে চলেছে পড়ুয়ারা। ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি ই… অন্যতম সদস্য ও প্রেসিডেন্সি […]