ফের করোনা ভাইরাস চিন্তা বাড়াচ্ছে। আবার ফিরছে আশঙ্কার মেঘ। গত ২৪ ঘণ্টায় নয়া আক্রান্তের সংখ্যা ৪৭ হাজারে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত। আক্রান্তের সংখ্যার বাড়ার পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় করোনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৮৩ শতাংশই দেশের মাত্র ৬টা রাজ্য থেকে। করোনা যাতে ফের দেশজুড়ে থাবা বসাতে না পারে তাই কেন্দ্র সরকার বেশ সতর্ক। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৫৪ জন। সক্রিয় কেসের সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার।
আরও পড়ুন: হাসপাতাল থেকেই ভোট দিলেন করোনা রোগীরা
গতকালই করোনা নিয়ে নতুন নির্দেশিকা দিয়েছে কেন্দ্র সরকার। টিকাকরণে আরও গতি আনতে কিছু নতুন কৌশল নেওয়া হয়েছে। বেশ কিছু রাজ্যে টিকাকরণের ধীর গতি নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছে কেন্দ্র। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই কেন্দ্র জানাল, ১৮ রাজ্যে করোনার নতুন অবতারের সন্ধান মিলেছে। এই নতুন অবতারে দু’বার মিউটেশন ঘটেছে।
লকডাউনের বছর ঘুরে গেল, তবু মহামারী কমার লক্ষ্মণ নেই। নয় মাস টানা ঘরবন্দী থাকার পর, নিম্নগামী হয়েছিল কোভিড গ্রাফ। তবে ফেব্রুয়ারি থেকেই ফের বাড়ছে গ্রাফ। নতুন করে মহারাষ্ট্রের কিছু জায়গায় লকডাউন ঘোষণা করা হয়েছে। গুজরাট, পঞ্জাবেও পরিস্থিতি নতুন করে খারাপের দিকে যাচ্ছে।
এক নজরে দেখে নেওয়া যাক দেশের কোনও ৬টি রাজ্যে মৃত্যুর ৮৩ শতাংশ কেস হয়েছে—
১) মহারাষ্ট্র (১৩২ জন মৃত): মহারাষ্ট্রের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এমনিতে গত বছর করোনায় মহারাষ্ট্রের খারাপ সবচেয়ে খারাপ ছিল। তবে অক্টোবরের
২) পঞ্জাব (৫৩ জন)
৩) চণ্ডীগড় (২০ জন)
৪) কেরালা (১০ জন)
৫) তামিলনাড়ু (৯ জন)
৬) কর্ণাটক (৫ জন)