নিজস্ব সংবাদদাতা: গত বছর দেশজুড়ে লকডাউন জারি হতেই বহু পরিযায়ী শ্রমিককে নিজের উদ্যোগে ঘরে ফেরানোর বন্দোবস্ত করেছিলেন তিনি। নিজের সংসদ কেন্দ্র ঘাটালেও খাবার পৌঁছনোর বন্দোবস্ত করেছিলেন। তারপর থেকে এখনও অবধি করোনা আবহে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রমাগত সাধারণ মানুষকে সতর্ক করে গিয়েছেন। এবছরও ভোটের প্রচারে গিয়ে সবার আগে সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। “আগে মানুষের জীবন তারপর ভোট”- প্রায় প্রত্যেক প্রচারের মঞ্চেই একথা বলেছিলেন তৃণমূল সাংসদ তথা তারকা অভিনেতা দীপক অধিকারী ওরফে, দেব। এবার কলকাতা শহরের করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে নিজের রেস্তোরাঁ থেকে খাবার সরবরাহ করছেন তিনি।
উল্লেখ্য, গত বছর থেকেই করোনা পরিস্থিতিতে মহারাষ্ট্র তথা গোটা দেশের জন্য বলিউড অভিনেতা সোনু সুদ দারুণ কাজ করছেন। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে রোগীদের জন্য বেড-অক্সিজেনের ব্যবস্থা করা, দুঃস্থদের হাতে খাবার পৌঁছে দেওয়া, কোনোকিছুই বাকি রাখছেন না সোনু। তবে তাঁর থেকে কোনও অংশে কম নন রাজ্যের তৃণমূল সাংসদ তথা টলিউড তারকা দেবও। করোনা পরিস্থিতিতে আক্রান্তদের জন্য বিনামূল্যে নিজের রেস্তোরাঁ থেকে খাবার সরবরাহ করছেন এই তারকা সাংসদ। প্রসঙ্গত, সোনু সুদের মতো দেবও গত বছর বহু পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরতে সহায়তা করেছেন।
সোমবার সোশ্যাল মিডিয়ায় তাঁর এই উদ্যোগের কথা জানিয়েছেন অভিনেতা দেব। একটি ছবি পোস্ট করে দেব লিখেছেন, “আমাদের টিম টলি টেলস (দেবের রেস্তোরাঁর নাম) এবং সর্দারনি পরমজিৎ কৌর মেডিক্যাল ট্রাস্ট মিলে আজ থেকে করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে খাবার দিচ্ছি। আজ আমরা ৫০টি মিল বিতরণ করছি। আগামী দিনে চাহিদা অনুযায়ী এর পরিমাণ আরও বাড়ানো হবে। আপনারা প্রয়োজন হলেই টলি টেলসের এই পরিষেবা নিতে পারেন।”
দেব গতকাল আরও জানিয়েছেন, যে দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত কোভিড রোগীদের জন্য এই খাবার টলি টেলসের খাবার বিতরণ কেন্দ্র থেকে নেওয়া যাবে। এই সীমিত সময়ের মধ্যে গেলেই দুপুরের খাবার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। আপতত ৫০টি করে দুপুরের খাবার দেওয়া শুরু হয়েছে এবং চাহিদা অনুযায়ী এই সংখ্যা আরও বাড়ানো হবে বলেই জানানো হয়েছে। সোমবার থেকেই এই উদ্যোগ শুরু করে দিয়েছেন তারকা সাংসদ।