নিজস্ব সংবাদদাতা : লোহার শিকল বাঁধা পায়ে হেঁটে চলছে এক যুবক মালদহ প্রশাসনিক ভবন চত্বরে। বৃহস্পতিবার মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসার জন্য প্রশাসনিক ভবনে হাজির হয়েছিলেন এক বৃদ্ধ দম্পতি। কিন্তু ছেলের পায়ে শিকল বাঁধায় প্রশ্ন উঠেছে। পরিবারের দাবি এদিক-ওদিক পালিয়ে যাওয়ায় শিকল পড়ানো হয়েছে। বিষয়টি বিবেচনা করে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রশাসন।
মানিকচক থানার চৌকি মিরজাঁদপুর গ্রামপঞ্চয়েতের সাহেবগঞ্জের বাসিন্দা বুদ্দিন শেখ দিনমজুর। তার তিন ছেলে-মেয়ের মধ্যে কাসেদ শেখ মানসিক ভারসাম্যহীন।
সেদিন দুপুরে ছেলেকে নিয়ে প্রশাসনিক ভবনে হাজির হন বৃদ্ধ বুদ্দিন শেখ ও তার স্ত্রী কাফিরুন বিবি। বয়সের সাথে ছেলের অসুস্থতা নিয়ে চিন্তিত বৃদ্ধ বাবা-মা। আর্থিক অবস্থা ভালো না থাকায় চিকিৎসা করাতে পারেন নি। লকডাউনে আরও অচল হয়েছে চিকিৎসা। রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচিতে সমাধানের জন্যই প্রশাসনের দারস্থ বাবা-মা।
মালদহ জেলা পরিষদের সভাধিপতি তথা মানিকের বাসিন্দা গৌরচন্দ্র মন্ডল বলেন ” ওই যুবকের চিকিৎসার জন্য প্রশাসনিকভাবে সবরকম সহযোগিতা করা হবে। “