আমরা আজ যেখানে এসে দাঁড়িয়েছি সেই সময়টা ভীষণ অদ্ভুত। একদিকে চলছে রোগের সঙ্গে লড়াই, অন্যদিকে চলছে ভালো থাকার হরেক চেষ্টা। এই মুহূর্তে সবচাইতে জরুরি পরিধেয় যে মুখের উপর বাঁধা মাস্ক, তা কিন্তু আমরা সবাইই জানি। মাস্ক ছাড়া এই মুহূর্তে ঘরের বাইরে পা দেওয়া ভীষন বিপজ্জনক। তবে যেটা জানি না, তা হল এই মাস্কের মধ্যেও রয়েছে আশ্চর্য নানান রকমফের। তাই বলব আজ দুনিয়ার অদ্ভুত দশটি মাস্কের কথা-
★ অদ্ভুত মাস্কের কথা উঠলে প্রথমেই বলে যায় পৃথিবীর সবচাইতে দামি মাস্কটির কথা। হ্যাঁ, চীনের এক ধনী ব্যবসায়ী ইজরায়েলের লাক্সারি ব্র্যান্ড ‘ইভেল’কে বরাত দিয়েছেন ৯৯টি লেয়ার সংযুক্ত প্ল্যাটিনাম আর হিরে বসানো এই মাস্কটি তৈরির জন্য।আর এর মূল্য হতে চলেছে দেড় মিলিয়ন ডলারেরও কিছু বেশি।
★ কেরলের এক ফটোগ্রাফার শুরু করেছেন মাস্কের উপর মুখের প্রিন্টের ব্যবস্থা। মাস্কে মুখ অর্ধেক ঢাকা, এই ব্যাপারটা অনেকেরই ভীষন না-পসন্দ। ফলে মাত্র পনের মিনিটেই তৈরি হচ্ছে সেই সব মাস্ক, যে মাস্কের উপরে যিনি সেটি পরছেন তাঁর মুখের সেই অর্ধেক অংশের ছবি প্রিন্ট করে রাখা থাকছে।
★করোনাভাইরাস প্রতিরোধের উদ্দেশ্যে প্রায় ৩ লাখ টাকা খরচ করে খাঁটি সোনা দিয়ে মাস্ক বানিয়েছেন পুনের পিম্পরি-চিঞ্চোয়াদের বাসিন্দা শঙ্কর কুরাদে। তাঁর মতে এটি রোগ প্রতিরোধে সবচাইতে সহায়ক হবে। অবশ্য এর পিছনে সোনার প্রতি তাঁর ভীষন আকর্ষনের দিকটাও দেখতে পাওয়া যায়।
★ দেখা পাওয়া গিয়েছে প্রাকৃতিক মাস্কেরও। কেউ কেউ চোখের ছিদ্র ছাড়া পুরো মুখই মাস্কে নিশ্ছিদ্র করে রাখতে চান। তাই চোখের ছিদ্র ছাড়া বাকি মুখ ঢাকা পড়েছে বাঁধাকপির খোসায়। ইয়োরোপের নানান দেশের বহু শহরে এমন মাস্ক পরিহিত মানুষের দেখা মিলছে।
★ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার এক তরুণকে দেখা গিয়েছে ভারি আশ্চর্য একটি মাস্ক পরা অবস্থায়। জলের পাত্রকেই মুখোশে রূপান্তরিত করেছেন তিনি। যাতে কোনওভাবেই সংক্রমনের সম্ভাবনা না থাকে। অবশ্য গোটা একটি স্বচ্ছ জলের পাত্র মুখে বসিয়ে কতক্ষণ তিনি থাকতে পারেন সে খোঁজ মেলেনি এখনো।
★মাসখানেক আগে ভার্চুয়ালি অনুষ্ঠিত হল এম টিভির মিউজিক অ্যাওয়ার্ড শো। তাতে বরাবরের মতন সমস্ত তারকারাই নিজের নিজের স্টাইলে মন মাতিয়েছেন। কিন্তু সবচাইতে আকর্ষক হয় ছিল লেডি গাগার মূল্যবান ন’টি ফ্যাশনেবল পোশাক, কারণ প্রত্যেকটি পোশাকের সঙ্গে ছিল সেই পোশাকের ফ্র্যাব্রিকেই তৈরি মানানসই মাস্ক। বলা বাহুল্য, রোগ প্রতিরোধের অন্যতম উপায়কে স্টাইল স্টেটমেন্ট করে তুলতে সেলিব্রিটিদের জুড়ি মেলা ভার।
★ করোনা রুখতে সার্জিক্যাল মাস্ক খুব কার্যকরী৷ ড্রপলেট মুখের বাইরেই আটকে দেয় এই মাস্ক৷ ফলে আশেপাশে হাঁচিকাশি হলেও সংক্রমনের ভয় থাকে না। কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে, এই মাস্ক কারও সঙ্গে শেয়ার করা যাবে না৷ কাচাও যাবে না৷ একবার ব্যবহার করেই ফেলে দেওয়া জরুরি৷
★ অদ্ভুতুড়ে মাস্কের খোঁজ করতে গিয়ে জানা গেছে অত্যাশ্চর্য একটি ঘটনার। ম্যানচেস্টার থেকে স্যালফোর্ডগামী এক গণপরিবহনে মাস্ক নিয়ে স্মরণীয় ঘটনার সাক্ষী হয়ে রইলেন যাত্রীরা। বাসের নির্দিষ্ট আসনে এক ব্যক্তি বসে থাকলেও তাঁর মুখে মাস্কের পরিবর্তে ছিল বড় একটি সাপ। আর ওই সাপটি দিয়েই তাঁর গোটা নাক মুখ ঢাকা ছিল বলে জানা গেছে বিবিসির প্রতিবেদনে। লোকটির গলায় ও মুখে জড়িয়ে ছিল সাপটি। সাপটি আবার তাঁর হাতের উপরও উঠে আসছিল মাঝে মাঝে। যদিও বাসে থাকা অন্যান্য যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।
★ যে সব মাস্ক এই মুহূর্তে রোগ প্রতিরোধে নিয়মিত ব্যবহার হচ্ছে তার মধ্যে জনপ্রিয় ও যথেষ্ট কার্যকর মাস্কগুলির মধ্যে রয়েছে প্রানা এয়ার মাস্ক। এই মাস্কটির মধ্যে ছয়টি স্তরে এয়ার ফিল্টার, একটি এন৯৫ ফিল্টার, বায়ু চলাচল করার জন্য ফ্যান ও সাদা ফিল্টারের একটি স্তর আছে। ফ্যানে রয়েছে রিচার্জেবল ব্যাটারি , যার ফলে ৫ ঘন্টারও বেশি সময় ধরে কাজ করে এটি। এছাড়াও এই মাস্কটির পরিশোধন ক্ষমতা প্রায় ৯৯.৯৫ শতাংশ।
★ মাস্কের চাহিদা মেটাতে বাড়িতেই অনেকে তৈরি করে নিচ্ছেন তিন স্তরের মাস্ক। ভারতবর্ষে এই ধরনের মাস্কের উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে সুতির কাপড়। গ্রীষ্মপ্রধান আমাদের দেশে এই ধরনের মাস্ক অনেকটাই আরামদায়ক এবং বারবার কেচে পরা সম্ভব হবার ফলে খরচ হয় অনেকটাই কম।
মাস্কের দশটি রকমফের নিয়ে এখানে যেটুকু যা বলা হল, তার বাইরেও নানা ধরনের মাস্ককে নিজের নিত্যসঙ্গী করে নিচ্ছেন পৃথিবীর নানা প্রান্তের মানুষ। রোগ প্রতিরোধ বা স্টাইল, যে কোনও প্রয়োজনেই–ভালো থাকার উপায়টুকু আমাদের বের করে নিতেই হয়।
তোমরা কেউ এর চেয়ে অদ্ভুত কোনও মুখবন্ধনী মানে মাস্কের খোঁজ পেয়েছ? বা নিজেরা ব্যবহার করেছ কি কিম্ভূত কোনও মাস্ক? তাহলে আমাদের ছবি তুলে পাঠাও কমেন্ট সেকশনে কিংবা আপলোড করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজেও। সবচাইতে ব্যতিক্রমী মাস্কের ছবি পবে বিশেষ একটি উপহার।