ই-স্কুটারকে সকল গ্রাহকদের কাছে আকর্ষনীয় করার উদ্দ্যশ্যে বৈদুতিক পরিবহন নির্মাতা আর্থার নিয়ে এল বায়ব্যাকের এক দুর্দান্ত স্কিম। মঙ্গলবার আর্থার এন্যার্জি 450X মডেলের জন্য একটি আশ্বায়িত বায়ব্যাক পোগ্রাম লঞ্চ করলেন। স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন বেশ কিছু বিষয়। সাবস্ক্রিপশন পরিকল্পনা সংশোধন করছেন, আর্থার 450+ এর দাম ৯০০০ টাকা কমিয়ে ১৩৯,৯৯০ করা হয়েছে, ও 450X এর তিন বছরের শেষে ৮৫,০০০ টাকার বাইব্যাকের উপর গ্যারান্টি প্রদান কেরছেন।
দিওয়ালির আগে এই ঘোষণা একপ্রকার দিওয়ালির বাম্পার উপহার হিসেবেই দেখছে দু-চাকা চালিত প্রেমিকরা। এই বছর জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল আর্থার 450X এবং সেটি বিতরনের সময় নির্ধারনও হয়ে গিয়েছিল কিন্তু কোভিডের দোউরাত্মেই সব কিছু থমকে গেছিল। যার ফলে তাঁদের ব্যবসাকে বিপুল সংখ্যক ক্ষতির সম্মুখীন হতে হয়।
আর্থার আনার্জির সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তরুন মেহেতা বলেন, মহামারীর কারনে নতুন অংশিদারী পাওয়া সহজ সাধ্য ছিল না। ব্যাটারি অদলবদল নিয়ে সরকারি বিষয়গুলো বুঝতে হবে। আমারা বাজরের পরিস্থিতির উপর নির্ভর করে ২০২১-২০২২ এ সম্পুর্ন বিষয়টিকে ফিরিয়ে আনার চেষ্টা করছি।
তিনি বলেন, 450+ এর মূল্যের ঘাটতি ঘটলেও ফিচারের কোন পরিবর্তন ঘটে নি, গাড়ির গতি , পারফরমেন্স সমস্ত কিছু আগের মতোই আছে, মাইলেজও ৩০,০০০ কিলমিটারের মধ্যে রয়েছে। বায়ব্যাক প্রোগ্রামটি দেশের ইভি বিভাগে একদম নতুনত্ব, ফলে ভারতে ইভি গ্রহন যে তরান্বিত হবে তা বোঝার অবকাশ থাকে না।
carandbike
প্রসঙ্গত, তিনি আরও জানান এই বৈদ্যুতিন স্কুটারগুলি অত্যন্ত আকর্ষনীয় এবং বছরের পর বছর ধরে এটি দুর্দান্ত মূল্যবান হতে চলেছে। আরও নতুন নতুন বৈশিষ্টের সংযোজন ঘটানো হবে এতে। আমাদের পরিকল্পনায় এখনও অবধি চারটি স্বতন্ত্র প্যাকেজ রয়েছে। গ্রাহকরা নিজের পছন্দ অনুযায়ী ব্যবহারের ভিত্তিতে সেটি বেঁছে নিতে পারবে।
বুকিং পদ্ধতি
মেহেতা বলেছেন যারা ইতিমধ্যে যে সকল গ্রাহক প্রি-বুকিং করেছেন তাঁদের জন্য একটি উইন্ডো খোলা হবে যাতে তার মাধ্যমে পেমেন্টের বিষয়টি সম্পূর্ন করতে পারেন। এবং এই বছরের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে বিতরন করবেন যাতে গ্রাহকদের কাছে দিওয়ালির শ্রেষ্ঠ উপহার হিসেবে পৌঁছে দিতে পারেন।
উপলব্ধ শহর
ইভি প্রস্তুতকারক সংস্থা ঘোষণা করেছেন ১০ টি শহরের গ্রাহকদের জন্য এটি উপলব্ধ হবে। চেন্নাই, কলকাতা, দিল্লি সহ আহমেদাবাদ, কোচি, হায়দ্রাবাদ, পুনে, মুম্বাই, বেঙ্গালুরু ও কয়াম্বাটুরের গ্রাহকদের কাছে এই ই-স্কুটারের উপলব্ধতা থাকবে।
চার্জিং অবকাঠামো
আর্থার এনার্জি জানিয়েছে তারা চার্জিং অবকাঠামোর দিকে বিশেষ গুরুত্ব দেবে। ১৩৫-১৪০ পাবলিক পয়েন্ট আর্থার গ্রিড যুক্ত করবে। এবং আগামী বছরের মার্চ অবধি সেটি বিনামূল্যে অফার করবে।
arther energy