এক দিকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অন্য দিকে ১০০ দিনের কাজের টাকা না পাওয়া, এই দু’য়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সাধারণ মানুষের। গত ডিসেম্বর থেকে কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না বলে অভিযোগ রাজ্য সরকারের। এরই প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর নির্দেশে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস।
৯ জুন আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা না দেওয়া ও প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করা হয়। আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের উপস্তিতিতে দত্তপুকুর ২নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে থেকে চালতাবেড়িয়া আমতলা পর্যন্ত মিছিল হয়। কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে দীর্ঘ ৪ কিলোমিটার মিছিলটি করা হয়। বিধায়ক রফিকুর রহমান ছাড়াও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বারাসাত ১নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রবিউল ইসলাম, দত্তপুকুর ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রণজিৎ সাধুখাঁ, দত্তপুকুর ২নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান মান্তু সাহা সহ অনান্য তৃণমূল নেতৃত্ব।
প্রতিবাদ মিছিল প্রসঙ্গে মান্তু সাহা বলেন,“গরীব অসহায় মানুষ যারা ১০০ দিনের কাজ করে তারা ৮ মাস ধরে টাকা পাচ্ছে না। কেন্দ্র সরকার সাধারণ মানুষের পরিশ্রমের টাকা না দিয়ে উপরন্তু একের পর এক পেট্রোপন্যের দাম বাড়াচ্ছে। মানুষ আজ অসহায়। কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের কথা ভাবছে না। তালিবানি সরকার চালাচ্ছে। যা ইচ্ছে তাই করছে। দিদি(মমতা ব্যানার্জী) নির্দেশ দিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, প্রয়োজনে দিদি যদি বলে আমরা সাধারণ মানুষের ন্যায্য দাবী আদায়ের জন্য লোকসভা ঘেরাও করে প্রতিবাদ জানাবো।
”রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে ‘রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা’ এবং মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি চলছে। ৯ জুন দত্তপুকুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল প্রসঙ্গে আমডাঙ্গার বিজেপি সভাপতি জয়দেব পাল বলেন, “ ১০০ দিনের কাজের টাকার হিসাব রাজ্য সরকার দিতে পারছে না বলেই কেন্দ্রর এই সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস গরীব মানুষের ১০০ দিনের কাজের টাকাতেও ‘কাটমানি’ নিচ্ছে। সামনে পঞ্চয়েত ভোট তাই লোক দেখানো মিছিল করছে।
মানুষকে ভুল বোঝাচ্ছে। মমতা ব্যানার্জী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নীচু তলার নেতা-কর্মীরা সকলেই নাটক আর মিথ্যার উপর দাড়িয়ে আছে। আর মূল্য বৃদ্ধির কথা বলে মানুষকে বোকা বানাচ্ছে। মূল্য বৃদ্ধির কথা বলে আন্দোলন করার নৈতিক অধিকার তৃণমূল কংগ্রেসের নেই। নিজেরা (তৃণমূল কংগ্রেস) নিজেদের বিরুদ্ধে পথে নেমেছে। কেন্দ্র সরকার যেখানে পেট্রোলের দাম কমিয়েছে, রান্নার গ্যাসে ভর্তুকি দিচ্ছে সেখানে রাজ্য হাত গুটিয়ে নিয়েছে। মানুষকে ভুল বোঝাতে নাটক করছে।”