সুন্দরের কোন নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া কখনো সম্ভব নয়। একজনের চোখে যা অত্যন্ত সুন্দর অন্য একজনের চোখে তা অত্যন্ত সাধারণ বলে মনে হতে পারে, তাই সৌন্দর্যের সঠিক ব্যাখ্যা কখনোই সম্ভব নয়। ঠিক সেইরকম ভাবেই আমাদের ভারতীয় সুন্দরী ক্রীড়াবিদদের মধ্যে কে কার থেকে বেশি সুন্দরী তা ব্যাখ্যা করা বা আলোচনা করা যথেষ্ট কঠিন একটি বিষয়। কেননা প্রত্যেককেই নিজের নিজের জায়গায় যথেষ্ট পারদর্শী ও সুন্দর ব্যক্তিত্বের অধিকারী। তবে চলুন দেখে নেয়া যাক সেই দশজন সুন্দরী মহিলা ক্রীড়াবিদদের যারা নিজের নিজের ব্যক্তিত্বের ও পারদর্শিতার মাধ্যমে সমগ্র বিশ্ব জগতকে মাতিয়ে রেখেছেন।
১. প্রাচী তেহলান
ভারতের অন্যতম সুন্দরী ক্রীড়াবিদদের মধ্যে প্রাচী একজন। প্রাচী কেবলমাত্র নিজের খেলার মাধ্যমেই নয় সৌন্দর্যতা দিয়েও দর্শকদের মুগ্ধ করেছে। প্রাচী একজন ভারতীয় নেট বল এবং বাস্কেটবল খেলোয়াড়। ২০১০ সালে প্রাচী কমনওয়েলথ গেমসে তার দলের অধিনায়কত্ব করেছিলেন। তারই অধিনায়কত্বে ২০১১ সালে সাউথ এশিয়ান গেমসে ভারতের প্রথম বাস্কেটবল টিম হিসেবে তার দল মেডেল জেতে। শুধুমাত্র খেলার জগতই নয় এই সুন্দরী অভিনয় জগতেও নিজের জায়গা করে নিতে সক্ষম সে। তার সৌন্দর্য ও খেলার গুণে মুগ্ধ হয়ে দর্শক তাকে “কুইন অফ দা কোর্ট” অর্থাৎ “বাস্কেটবল সাম্রাজ্যের রানী” হিসেবে সম্মানিত করেন।
২. তানিয়া সচদেব
বুদ্ধি ও সৌন্দর্যের যদি কোথাও কোন সংমিশ্রণ ঘটে থাকে তবে সেটি তানিয়া সচদেব। তানিয়া সচদেব ভারতের অন্যতম একজন সুন্দরী দাবা খেলোয়াড়। একদিকে সুন্দরী ও অন্যদিকে বুদ্ধিতেই বাজিমাত। এই সুন্দরী বরাবরই নিজের বুদ্ধির পরিচয় তার খেলার মাধ্যমে দিয়ে গিয়েছেন। ছোট থেকেই তানিয়া দাবা খেলার প্রতি আকৃষ্ট ছিলেন। ধীরে ধীরে তার এই আকর্ষণ ভালবাসায় পরিনত হল। খেলার প্রতি তার ভালোবাসাই তাকে এক অনান্য পর্যায়ে পৌঁছে দিল। ২০০৯ সালে তানিয়ার অসামান্য কৃতিত্বের জন্য তাকে ভারত সরকার অর্জুন পুরস্কার দিয়ে সম্মানিত করে। ২০০৮, ২০০৯, ২০১২, ২০১৪ প্রত্যেকটি বছরের মহিলা দাবা অলিম্পিক প্রতিযোগিতায় তানিয়া নিজের বুদ্ধির পরিচয় দিয়ে তিনটি সিলভার মেডেল ও একটি ব্রোঞ্জের মেডেল ভারতের ঝুলিতে তুলে দেন। শুধুমাত্র বুদ্ধির জেরেই নয় নিজের সৌন্দর্যের মাধ্যমেও তিনি বহু মানুষের হৃদয় কে বশীভূত করেছেন। একেই তো বলা হয় সৌন্দর্য ও বুদ্ধির মেলবন্ধন।
৩. স্মৃতি মান্দানা
ভারতীয় মহিলা ক্রিকেট দলের এক অন্যতম খেলোয়াড় স্মৃতি মানদানা। স্মৃতি এমন একজন ব্যক্তিত্ব যিনি তার খেলার পারদর্শিতার সাথে সাথে নিজের সৌন্দর্যতাকেও সঠিক ভাবে বজায় রেখেছেন। স্মৃতির প্রথম সাক্ষাৎকারেই তার সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে যায় সমগ্র দেশ। তার ঐ মিষ্টি হাসির মায়া দেখে বহু অনুরাগীদের জন্য স্মৃতি হয়ে ওঠেন জাতীয় ক্রাশ।স্মৃতি শুধুমাত্র নিজের সৌন্দর্য্য দিয়েই অনুরাগীদের মন কাড়েননি তিনি তাঁর অসামান্য খেলার প্রদর্শনে সমগ্র বিশ্বকে ভাবতে বাধ্য করে দিয়েছেন যে তিনি শুধুমাত্র জাতীয় ক্রাশ হতে আসেননি, তার জায়গা অন্য কোথাও। তার অসামান্য কৃতিত্বের জন্য ২০১৪ সালের বিসিসিআই তাকে বেস্ট ওম্যান ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে ঘোষণা করেন। এখনও অব্দি মনে করা হচ্ছে এই সুন্দরী ক্রিকেটার সামনে আরো অনেক নতুন নতুন নাম সৃষ্টি করবেন তার অসামান্য প্রতিভার মাধ্যমে।
৪. প্রিয়া পুনিয়া
ভারতীয় মহিলা ক্রিকেট দলের আরেক অন্যতম সুন্দরী খেলোয়াড় হলেন প্রিয়া পুনিয়া। ইন্ডিয়া টিমে যোগদান করার আগেই প্রিয়ার অনুরাগীর সংখ্যা বেশী বৈকি কম নয়। । তার এই সহজ সরল রূপই ভাইরাল হওয়ার প্রধান কারন শুধু কি তাই এই নিষ্পাপ লুকের যাদুতে সে মন কেড়েছে শত অনুরাগীদের । ২০১৯ সালে প্রিয়া ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে খেলা শুরু করেন। ধরে নেয়া যেতেই পারে আগামী বছরগুলোতে এই সুন্দরী অন্য রূপ নিয়ে দর্শকদের সামনে ধরা দেবেন। প্রিয়ার এই সহজ-সরল লুকিই প্রিয়াকে করে তুলেছে সারা বিশ্বের সুন্দরী মহিলা ক্রিকেটের মধ্যে একজন।
৫. আলিশা আব্দুল্লাহ
আলিশা আব্দুল্লাহ ভারতের প্রথম মহিলা যিনি নিজেকে এক অনন্য সম্মানে ভূষিত করেছে। আলিশা প্রথম মহিলা কার রেসার হিসেবে নিজের নাম খোদাই করেছে ভারতীয় ইতিহাসে । চ্যাম্পিয়নের তকমাও লাগিয়েছে নিজের নামের আগে। শুধু গাড়ি চালাতেই নয় নিজের সৌন্দর্য দিয়ে সমস্ত অনুরাগীদের মনকে চালাতেও তিনি যথেষ্ট পারদর্শী। নিজের সৌন্দর্যতা ও পারদর্শিতার সাথে তিনি বহু মানুষের হৃদয় আকর্ষণ করতে সক্ষম। ন্যাশনাল রোড চ্যাম্পিয়নশিপ, ইয়ং অ্যাচিভার আওয়ার্ড প্রভৃতি বিভিন্ন বিভিন্ন পুরষ্কার নিজের নামে করেছেন আলিশা।
৬. সানিয়া মির্জা
ইনি এমন একজন বিখ্যাত টেনিস খেলোয়াড় যাকে এক নামে সমগ্র বিশ্ব চেনে। একাধারে অসামান্য টেনিস প্রতিভা অন্যদিকে সুন্দর মিষ্টি হাসি দিয়ে তিনি বহু পুরুষের হৃদয়ে বাস করে। শুধু তাঁর অসামান্য কৃতিত্বই নয় তার সৌন্দর্যতাও দর্শকদের মন কাড়তে সক্ষম। তিনি তার খেলার ক্যারিয়ারে ছয় বার গ্র্যান্ড স্ল্যাম পুরস্কার জিতেছেন। তিনি ভারতের এমন একজন প্রতিভা যাকে সমগ্র বিশ্ব খেলার ইতিহাসে মনে করে রেখেছে।
৭. দীপিকা পল্লিকাল কার্তিক
দীপিকা হলেন এক সুন্দরী খেলোয়াড়দের মধ্যে অন্যতম। তিনি শুধুমাত্র তার খেলার প্রতিভাই নয় তার সৌন্দর্যতা দিয়েও দর্শকদের মন কেড়েছে। কমনওয়েলথ গেমসে গোল্ড সিলভার, এশিয়ান গেমসে সিলভার ব্রোঞ্জ মেডেল পেয়েছেন তার খেলার পারদর্শিতার জন্য। খেলার সাথে সাথেই নিজের সৌন্দর্যতেও সে কিন্তু হিট।
৮. সাইনা নেহওয়াল
অলিম্পিক বিজয়ী সাইনা নেহওয়াল ভারতের আরেকজন সুন্দরী মহিলা ক্রীড়াবিদ। সাইনা নিজের খেলার মাধ্যমে সমগ্র বিশ্বে নিজের পরিচয় বানাতে সক্ষম হয়েছেন। তিনবার অলিম্পিকে নিজের জায়গা তৈরি করেছিলেন এবং দ্বিতীয়বার একটি ব্রোঞ্জ মেডেল জেতেন। সাইনা শুধুমাত্র খেলাই নয় নিজের সহজ সুন্দর চেহারা দিয়ে নিজের সুন্দর ব্যক্তিত্বকেও বরাবর প্রমাণ করেছেন। । তিনি প্রমাণ করেছেন মেকাপের জোর থেকে একটি সুন্দর হাসির জোর বেশী সক্ষম মানুষের মন কেড়ে নিতে ।
৯. আশ্বিনি পন্নপ্পা
ভারতের এক অন্যতম ব্যাডমিন্টন প্লেয়ার আশ্বিনি পন্নপ্পা। আশ্বিনি নিজের খেলার মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে গোল্ড ও বহু মেডেল সে নিজের নামে করতে পেরেছেন। খেলার পাশাপাশি অশ্বিনী নিজের সহজ সরল শিশু সুলভ ব্যক্তিত্ব ও সৌন্দর্য নিয়ে সমগ্র বিশ্বের মানুষকে আকর্ষণ করেছেন। তাকে বহু জায়গায় বলতে শোনা গেছে তিনি তার খেলায় মনোযোগ দেয়ার জন্য নিজের লুক সম্পর্কে বেশি সচেতন হতে পারেননি। অথচ তার এই সহজ-সরল লুকই তাকে কে জনপ্রিয় করে তুলেছে।
১০. সনিকা কালিরামান
সুস্বাস্থ্য ও সৌন্দর্যের রুপধারী সনিকা কালিরামান যিনি পেশায় রেসলিং চ্যাম্পিয়ন। যেমন তার দেহের জোর তেমন তার রূপের ছটা যা ভোলা কোন পুরুষ মানুষের ক্ষেত্রে সম্ভব নয়। সনিকাই ভারতের প্রথম মহিলা রেসলার যিনি ২০০১ সালে ভারত কেশরী দঙ্গল খেতাব জেতেন। সনিকা তার সৌন্দর্য্য ও ব্যক্তিত্বের জোরে একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেন। তাই সুন্দরীদের তালিকা থেকে তাকে বাদ দেওয়া এক কথায় অসম্ভব।
[…] আরও পড়ুনঃ […]