দিল্লীর নির্ভয়া কান্ডের প্রতিচ্ছবি ফুটে উটল যোগী রাজ্যে। হাথরসে ১৯ বছরের দলিত তরুণীকে গণধর্ষন করে পাশবিক, নৃশংস অত্যাচার চালিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেছিল উচ্চবর্নের ৪ ব্যক্তি। যার জেরে উতপ্ত আজ গোটা দেশ সহ কলকাতা। যোগীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদে মুখর হল কলকাতার রাস্তা।
দীর্ঘ ১৫ দিন ধরে নিজের জীবনের সাথে পাঞ্জা লড়ছিল হাথরসের ১৯ বছরের মনিষা। মাঠে মায়ের কাজের সাহায্য করতে গিয়ে অপহৃত ও গণধর্ষনের শিকার হতে হয় তাকে । তবুও বেঁচে থাকার ক্ষীন আশাকে সম্বল করে ক্ষতবিক্ষত শরীর, ক্ষতিগ্রস্থ শিরদাঁড়া, অসাড় দুই হাত ও পা, নিয়েও লড়াই চালালেও গতকাল রাতে জীবনযুদ্ধের ময়দানে মাটি আঁকড়ে টিকে থাকতে পারল না সে। পারবেই বা কি করে তার জিবটাই তো কেটে দিয়েছে ওই ৪ মানুষরূপী জন্তু । কাল রাত ১টা নাগাট দিল্লির সফদর জং হাসপাতালের বিছানায় শুয়ে চির বিদায় জানাল পৃথিবীকে।
যোগীর রাজ্যে দিনের পর দিন ঘটে যাওয়া মেয়েদের প্রতি অত্যাচার ও মনীষার বিচার চেয়ে উতপ্ত হয়ে উঠল কলকাতা। আর কতদিন চলবে এই পাশবিকতা, দলিত তরুণীর গণধর্ষন ও হত্যাকান্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে আজ কলকাতার বিক্ষিপ্ত জায়গায় আদিত্যনাথের কুশ পুতুল জ্বালিয়ে প্রতিবাদের মিছিলে নেমেছে এআইডিসো, এআইডিও ও এআইএমএসএস। তাঁদের সকলের দাবী এখন একটাই সুবিচার পাক সেই ১৯ বছরের মেয়েটি ও তার পরিবার।