কলকাতার পাশেই পাওয়া গেল তেল মানে পেট্রোলিয়াম | ৪৭ কিলোমিটারের মধ্যে উত্তর চব্বিশ পরগনার অশোক নগরে | হ্যাঁ, কথাটা সত্যি | কথাটা শুনে অনেকেই হয়ত ভুরু কোঁচকাবেন । কারন পশ্চিম বঙ্গে তেল অনুসন্ধান চলছে ৫০ বছর হয়ে গেল । কিন্তু প্রত্যেকবারই আশা জাগিয়ে নিরাশ হতে হয়েছে ও এন জি সি মানে Oil and Natural Gas Commission Limited কে | এবার কিন্তু ব্যাপারটা একটু অন্য রকম | তেল শধু যে পাওয়া গেছে তাই নয় সেই তেল নিষ্কাশন করা commercially viable মানে বানিজ্যিক ভাবে সম্ভব | এ কথা বলেছেন স্বয়ং পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ।
তেলের বানিজ্যিক নিষ্কাশন কি
ব্যাপারটা একটু বুঝিয়ে বলি | তেল শুধু পাওয়া গেলেই হলো না | সেই তেল এত বেশি পরিমানে পাওয়া চাই যে অনেকদিন ধরে অনেকটা পরিমান তেল সহজে সেই কূপ গুলি থেকে তোলা যাবে | এক্ষেত্রে তেল নিষ্কাশন খুবই লাভ দায়ক | ফলে এই প্রজেক্টে অনেকেই ঢালতে আগ্রহী হবেন ও তেল শিল্প গড়ে তোলা যাবে | একেই বলা হচ্ছে commercial viability বানিজ্যিক সার্থকতা । অশোক নগরে তেল পাওয়া গেছিল ২০১৮ তেই । কিন্তু তা commercially viable তা এত দিনে জানা গেল ।
কত তেল আছে অশোক নগরে?
বিভিন্ন সূত্রে জানা গেছে প্রতিদিন এই খনি থেকে ১ লক্ষ কিউবিক লিটার তেল প্রতিদিন উৎপাদন করা যাবে। সেই সঙ্গে পাওয়া যাবে কিউবিক ফিটে সম পরিমান প্রাকৃতিক গ্যাস (Natural Gas) । অশোক নগরের তেল আরো ভাল করে বিশ্লেষণের জন্য ইন্ডিয়ান অয়েল এর হলদিয়া রিফাইনারি তে পাঠানো হয়েছে । এটাই শেষ নয় । বিশেষজ্ঞ দের ধারনা কাছাকাছি রানিগঞ্জ অঞ্চলে বিশাল পরিমান (১.৫ ট্রিলিয়ন বা ১.৫ লক্ষ কোটি কিউবিক ফিট) শেল গ্যাসের ভান্ডার আছে। Essar Oil ও Great Eastern Energy খুব শীঘ্রই এখানে শুরু করবেন গ্যাস অনুসন্ধানের কাজ ।
এর কি মুল্য ?
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস অত্যন্ত প্রয়োজনীয় জ্বালানি যা শিল্পে ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় । ভারতকে অনেক টাকা বিদেশী মুদ্রা খরচ করে বাইরে থেকে আমদানি করতে হয় । সুতরাং এর মুল্য অপরিসীম । আসাম ছাড়া পূর্ব বা উত্তর-পূর্ব ভারতে আর কোন তেলের খনি নেই ।
এতে কি লাভ হবে ?
বলা হচ্ছে এই আর্থিক বছরের মধ্যেই এই খনি থেকে তেলের উৎপাদন সম্ভব হবে । তেল কে ঘিরে গড়ে ওঠবার সম্ভাবনা বড়সড় শিল্পের । তাতে দেশের ও পশ্চিমবঙ্গের আর্থিক লাভ যেমন হবে তেমনি তৈরি হবে অনেক নতুন চাকরির সুযোগ । আর একটা বড় শিল্প গড়ে উঠলেই তাকে ঘিরে গড়ে ওঠে অনেক ছোটোখাটো শিল্প যাতে আরো অনেকে কর্ম সংস্থানের সুযোগ পাবেন । আরব দেশ গুলিতে তেল পাবার পর কয়েক দশকে সেসব দেশ ধনী দেশে পরিনত হয়, কারন বিশ্বে তেল খুব মহার্ঘ্য জিনিষ । যদিও ইদানিং সৌর শক্তির বেশি ব্যবহারের ফলে তেলের চাহিদা অল্প কিছু কমতির দিকে ।
তবে যাই হোক, ভারত কে এখন দরকারের প্রায় আশি শতাংশ তেল বিদেশ থেকে আমদানী করতে হয় । তাই তেল পাওয়ার গুরুত্ব যে খুব বেশী সে বিষয়ে কোনো সন্দেহ নেই । যদি সব ঠিক ঠাক চলে তাহলে কয়েক বছরেই হয়ত সুদিনের মুখ দেখতে পারে কলকাতা তথা পশ্চিমবঙ্গ ।
আরো পড়ুন : বাইডেন প্রেসিডেন্ট হওয়ায় ভারতের কি কি লাভ