নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশন ভোট নির্ঘন্ট প্রকাশের পর বেশ খানিকটা সময় নিয়ে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টলিউড তারকাদের ভিড়ে এবার সেখানে তৃণমূলের হেভিওয়েট নেতাদেরকেও বাদ পড়তে দেখা গেছে। আর বলা বাহুল্য, এই বঞ্চনা ভালো চোখে দেখেননি এতদিনকার ঘাসফুলের সারথিরা। বাকিদের মতো প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন আরাবুল ইসলামও।
কিন্তু যতই দলে তাঁর ‘প্রয়োজন‘ ফুরোক, বাকিদের মতো দলবদল করছেন না ভাঙরের প্রতাপশালী তৃণমূল নেতা আরাবুল ইসলাম। অন্তত তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রের খবরে আপাতত জানা যাচ্ছে তেমনটাই। কিন্তু দিন কয়েক আগেও ভোটের টিকিট না পাওয়ায় যে প্রতিক্রিয়া সংবাদমাধ্যমের সামনে দিয়েছিলেন তিনি, তাতে আরাবুল ইসলামের বিজেপিতে যোগদান একপ্রকার নিশ্চিত বলেই মনে হয়েছিল। কেন স্রোতে গা ভাসাচ্ছেন না ভাঙরের ঘাসফুল নেতা? মত বদলের কারণটা স্পষ্ট নয় একেবারেই।
সূত্রের খবরে জানা গেছে, আপাতত দলবদল তো করছেনই না, বরং ভাঙরের নবঘোষিত তৃণমূল প্রার্থী রেজাউলের হয়ে প্রচারেও নামতে পারেন তিনি। রাতারাতি এই ভোলবদলের আগে এই আরাবুল ইসলামই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভোটের টিকিট না পাওয়ায় দলনেত্রীর বিরুদ্ধে উগরে দিয়েছিলেন ক্ষোভ। ফেসবুক পেজ থেকে আরাবুল লেখেন, ‘দলে আমার প্রয়োজন ফুরল।’ এমনকি সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিমানে কান্নায় বুজে এসেছিল তাঁর গলা। বিক্ষোভ দেখিয়েছিলেন আরাবুল ঘনিষ্ঠ শাসকদলের কর্মী সমর্থকরাও।
শোনা যাচ্ছে, আরাবুল ইসলামের ক্ষোভ প্রকাশের পর তাঁর মানভঞ্জনের জন্য তাঁকে কলকাতায় ডেকে পাঠিয়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে কেউ মুখ না খুললেও এই সাক্ষাতের পরেই আরাবুল ইসলামের মত বদল হয়েছে বলে মনে করা হচ্ছে।