রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার বিনোদন জগৎয়ের তারকা প্রার্থীদের ঢল। এবার আর শুধু তৃণমূলেই নয় অনেক টলিউড তারকাকে প্রার্থী করেছে বিজেপিও। তৃণমূলের হয়ে ভোটে নেমেছেন সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, কাঞ্চন মৈত্র, সায়নী ঘোষ, চিরঞ্জিৎ চক্রবর্তী, সায়ন্তিকা ব্যানার্জি, কৌশানী মুখার্জি, লাভলি মৈত্র, অদিতি মুন্সি-র মত তারকারা। আবার বিজেপি থেকে প্রার্থী হয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি, তনুশ্রী, পায়েল সরকার, পার্নো মিত্র, যশ দাশগুপ্ত, হিরণ, রুদ্রনীল, অঞ্জনা বসু-র মত তারকারা প্রার্থী হয়েছেন। লকেট চ্যাটার্জি, বাবুল সুপ্রিয়র মত তারকারা সাংসদ হয়েও বিধায়ক হওয়ার ভোটে দাঁড়িয়েছেন।
আসুন দেখে নেওয়া যাক, টলিউডের তারকাদের প্রার্থীদের সম্পত্তির হালহকিকত:
শ্রাবন্তী চট্টোপাধ্যায় (বেহালা পশ্চিম, বিজেপি): সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৩৩ লক্ষ টাকা। ৬ বিঘা জমি রয়েছে। বাড়ি, গাড়ি তো রয়েইছে। সঞ্চিত সোনা ৭ কেজি, যার বাজারমূল্য ৩০ লক্ষ টাকার মত।
সোহম চক্রবর্তী (চণ্ডীপুর, তৃণমূল): সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৬০ লক্ষ টাকা। ঋণ কোটি টাকারও বেশি। তিনটি গাড়ি রয়েছে, যার মধ্যে একটি রেঞ্জ রোভার।
আরও পড়ুন: দ্বিতীয় দফার ৩০ টি কেন্দ্রে কেউ একচেটিয়া আধিপত্য বিস্তার করতে পারবে না, বিশেষজ্ঞদের পূর্বাভাস তাই
সায়ন্তিকা (বাঁকুড়া, তৃণমূল): হাতে নগদ টাকা আছে মাত্র ৪৩ হাজার ১২৭। সেখানে তাঁর ঋণ প্রায় ৪০ লক্ষ টাকা। মোট ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সায়ন্তিকার। এর মধ্যে তিনটি যৌথ অ্যাকাউন্ট। ব্যাঙ্ক, গাড়ি মিলিয়ে কোটির গণ্ডি পেরতে পারেনি। উল্টে সঞ্চয় এবং ব্যাঙ্কের কাছে তাঁর ঋণের পরিমাণ প্রায় সমান।
যশ দাশগুপ্ত (চণ্ডীতলা, বিজেপি): আসল নাম দেবাশীষ দাশগুপ্ত। ৬৭ লক্ষ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি টাকার বেশি। BMW-গাড়ির মালিক। সঙ্গে আরও একটি গাড়ি রয়েছে।
চিরঞ্জিৎ চক্রবর্তী (বারাসত, তৃণমূল): সম্পত্তির অস্থাবর পরিমাণ প্রায় ৪৫ লক্ষ টাকা।
কাঞ্চন মল্লিক (উত্তরপাড়া, তৃণমূল) : সম্পত্তির পরিমাণ ৯০ লক্ষ টাকা।
পার্নো মিত্র (বরানগর, বিজেপি): স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা, অস্থাবর সম্পত্তি ১৪ লক্ষ টাকার মত।
তনুশ্রী চক্রবর্তী (শ্যামপুর, বিজেপি): অস্থাবর সম্পত্তি ৪১ লক্ষ টাকা, যার মধ্যে রয়েছে ১৬ লক্ষ টাকা দামের একটি গাড়ি।
পায়েল (বেহালা পূর্ব, বিজেপি): মোট সম্পত্তি ২ কোটি টাকার মত। অডি গাড়ির মালকিন। গয়না ও অন্যান্য সম্পত্তি রয়েছে ৭১ লক্ষ টাকার মত।
অঞ্জনা বসু (সোনারপুর দক্ষিণ, বিজেপি): মোট সম্পত্তি ১ কোটি ১৭ লক্ষ টাকা। অস্থাবর সম্পত্তির মূল্য ৪৬ লক্ষ টাকা।
হিরণ (খড়গপুর সদর, বিজেপি): অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮৬ লক্ষ টাকা। তাঁর ফ্ল্যাটের মূল্য ৫০ লক্ষ টাকার মত। দুটি ফৌজদারি মামলা আছে।
অদিতি মুন্সি (রাজরহাট গোপালপুর, তৃণমূল): ৩২ লক্ষ টাকার গাড়ি আছে, তবে নিজস্ব বাড়ি নেই। অস্থাবর পরিমাণ প্রায় ৭৬ লক্ষ টাকা।