নরম ও গোলাপি ঠোঁট পেতে প্রায় সবাই চায়।তার জন্য আমরা নানান রকম জিনিস ঠোঁটে লাগাই । লিপ বাম থেকে শুরু করে আরও কত কি ! তাছাড়া একটু অল্প বয়সী প্রায় সব মেয়েদেরই ভীষণ পছন্দের রং হল গোলাপি । ফলে গোলাপি লিপবাম, লিপস্টিক কত কিছুই না ব্যবহার করে থাকি আমরা। এদিকে বেশিমাত্রায় লিপস্টিক লাগালে ঠোঁটে চালচে ছোপ আসে। এছাড়াও শুকিয়ে যায় ঠোঁটের উপর চামড়া । অনেকের ক্ষেত্রে চামড়া ফেটে যায়। রক্তও পড়ে। তাই যতটা সম্ভব বাজার চলতি প্রোডাক্ট এড়িয়ে চলাই ভালো তাই না ! কিন্তু নানান বিজ্ঞাপন থেকে ভীষণ ভাবে প্রভাবিত হয়ে যাচ্ছেন কি ? কিন্তু আগে থেকেই বলে রাখি যে যতই প্রাকৃতিক উপাদান ব্যবহারের কথা বলা হোক না কেন, সব প্রোডাক্টেই কিন্তু ব্যবহার করা হয় রাসায়নিক পদার্থ। তাই আপনার ঠোঁট ভালো রাখতে প্রতিদিন শুতে যাওয়ার আগে ঠোঁটে মধু লাগাতে পারেন। কিংবা মাখনও লাগাতে পারেন। তবে এর আগে আমন্ড কিংবা অলিভ অয়েল তুলোতে নিয়ে ঠোঁট পরিষ্কার করে নিন। আর যাদের ঠোঁট ফাটার সমস্যা রয়েছে তাঁদের প্রতিদিন বেশি করে ভিটামিন ই খাওয়া দরকার। এবার অনেকেই ঠোঁটে কালচে দাগ পরে যায় নানান ভুলভাল প্রোডাক্ট ব্যবহারের জন্যে তাই তাদের জন্য রইল ঠোঁটের এই কালচে দাগ দুর করার উপায় :

ঠোঁট

ঠোঁটের কালচে দাগ দূর করার উপায় :

* ১ টেবিল চামচ গোলাপজলের সঙ্গে ১ চা-চামচ মধু মিশিয়ে পেস্ট আকারে ব্যবহার করুন। ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

* পাকা কলা ও সমপরিমাণ টক দই মিশিয়ে ঠোঁটে ব্যবহার করলে কালচে দাগ সহজেই দূর হবে।* এগুলো ছাড়াও লেবু, আলু কিংবা আমন্ড অয়েল ব্যবহারেও কালচে দাগ দূর করা যায়।

* ত্বকের যেকোনো কালচে দাগ দূর করতে শসার রস খুবই উপকারী। এ ক্ষেত্রে ২ টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ চা-চামচ গ্লিসারিন মিশিয়ে স্ক্রাবিং করতে পারেন৷

এবার আসি ঠোঁটের শুষ্কতা দূর করতে গেলে কি করবেন :

* প্রথমেই বলে রাখি প্রচুর পরিমাণে জল পান করুন। এতে ঠোঁটের কোমল ভাব বজায় থাকবে।

* ঠোঁটের শুষ্কতা রোধে পেট্রোলিয়াম জেলি, লিপবাম কিংবা কোল্ড ক্রিম ব্যবহার করতে পারেন। বিশেষ করে রাতে ঘুমানোর আগে লিপজেল ব্যবহারে বেশি উপকারিতা পাওয়া যায়। এ ছাড়া প্রাকৃতিক উপাদান হিসেবে নারিকেল তেল, অলিভ অয়েল কিংবা ক্যাস্টর অয়েলও খুব উপকারী।

* অনেকেরই দাঁত দিয়ে ঠোঁট কিংবা নখ কাঁটার অভ্যাস থাকে৷ এটি খুবই ক্ষতিকর। কেননা এতে ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা শুকিয়ে যায়।

* ভালো ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করুন। যাঁদের শুষ্কতার সমস্যা বেশি, তাঁদের ক্ষেত্রে ম্যাট বা ড্রাই লিপস্টিক বা লিপগ্লস ব্যবহার না করাই ভালো। আর লিপস্টিক দীর্ঘক্ষণ রাখার পর মেকআপ কিট দিয়ে তুলে ফেলুন।

* রোদ থেকে সুরক্ষার জন্য সানস্ক্রিনসমৃদ্ধ লিপবাম ব্যবহার করতে পারেন। কেনার সময় জেনে নিন কতক্ষণ এর কার্যকারিতা থাকে।

IMG 20210213 WA0006

* ত্বক পরিষ্কার করার সময় খেয়াল রাখুন যাতে ফেসওয়াশ কিংবা সাবান আপনার ঠোঁটে লেগে না থাকে। এগুলো ঠোঁটের কোমল ভাব নষ্ট করে।

লিপ স্ক্রাব :

লিপ বাম লাগানোর আগে ঠোঁট স্ক্রাব করে নেয়টা জরুরি। এতে করে ঠোঁটের ডেড সেলস দূর হবে এবং ঠোঁট স্মুদ হবে। তাই বোনাস হিসেবে থাকছে একটা লিপ স্ক্রাবের রেসিপি। ঘরেই এটা যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন।

উপকরণ –

১. ব্রাউন সুগার বা সী সল্ট

২. গ্লিসারিন

৩. রোজ ওয়াটার

যেভাবে লিপ স্ক্রাবটি তৈরি এবং ব্যবহার করবেন-

১) প্রথমে ছোট একটা বাটিতে ১ চা চামচ ব্রাউন সুগার বা সী সল্ট নিয়ে নিন। এর মধ্যে ২ ফোঁটা গ্লিসারিন এবং ২ ফোঁটা রোজ ওয়াটার নিয়ে মিক্স করে নিন।

২) লিপ স্ক্রাবটি নিয়ে খুব জেন্টলি অথবা আলতো ভাবে ঠোঁটে ১-২ মিনিট ভালো করে ম্যাসাজ করুন। এরপর ওয়ার্ম ওয়াটার দিয়ে ধুয়ে ফেলুন এবং ঠোঁট মুছে নিন। সপ্তাহে ৩ দিন এটি ব্যবহার করবেন। ব্যাস উপরুক্ত টোটকা গুলো মনে রাখলেই পেয়ে যাবেন গোলাপী ও নরম ঠোঁট।