আগামী সপ্তাহে বিয়ে করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য

অনেকের মন ভেঙ্গে অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছেন নিউ জেনেরেশনের হার্টথ্রব অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। গত এক বছর ধরে তাঁর বিয়ে নিয়ে টলি পাড়ায় নানা গুঞ্জন শোনা যাচ্ছিল । তবে পাত্রীটি কে তা ছিল রহস্যে। অবশেষে জানা গিয়েছে দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামী কে তিনি বিয়ে করতে চলেছেন।

বিয়ে করতে চলেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, পাত্রীকে চেনেন? রইলো তার ছবি!
Sangbad 24online

আগামী ২৬ নভেম্বর নির্ধারিত হয়েছে বিয়ের দিন। যদিও এখন ও পর্যন্ত অনির্বাণ নিজে এই বিষয়ে মুখ খোলেননি। জানা যাচ্ছে, পাত্রী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মধুরিমা গোস্বামী।পদ্মশ্রীখ্যাত  মুকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামীর মেয়ে। তিনি নিজেও একজন স্বনামধন্যা নাট্যশিল্পী ।

খোঁজ মিলল অনির্বাণ ভট্টাচার্যের রিয়েল লাইফ নায়িকার
Rplus

নাটকের সূত্র ধরেই মধুরিমা ও অনির্বানের পরিচয় ঘটে । বহু নাটকে তাঁরা একসঙ্গে কাজ করেছেন । পাশাপাশি তারা একসঙ্গে বেশ কিছু নাট‌ক-প্রযোজনায়ও করেছেন। আগামী ২৬ নভেম্বর আইনি নিয়ম মেনে বিবাহ আবদ্ধ হতে চলেছেন তারা। সল্টলেকে ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে ছোট্ট এবং ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে অনির্বাণ-মধুরিমার শুভ পরিণয়।