নিজস্ব সংবাদদাতা: চমকের পর চমক দিচ্ছে একুশের ভোট। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে যেন শুরু হয়ে গেছে অলিখিত এক প্রতিযোগিতা। টলিউড তারকাদের দলে টানতে আদাজল খেয়ে লেগে পড়েছে শাসকদল আর বিজেপি। যেন এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। বৃহস্পতিবার টলিউডের এই দড়ি টানাটানি খেলারই আর এক ঝলক দেখল রাজ্যবাসী।
গতকাল ডানলপের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দান করেছিলেন এক ঝাঁক টলিউড তারকা। রাজ চক্রবর্তী থেকে শুরু করে কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ ঘাসফুলের ছত্রতলে ছিলেন সকলেই। তৃণমূলের সেই মেগা যোগদানের পাল্টাই এদিন এল বিজেপির তরফ থেকে। গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। বৃহস্পতিবার হেস্টিংসের নির্বাচনী কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেন তিনি। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বস্তুত, বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানের দিকে তাকালে যে ঘনিষ্ঠ টলিউড যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তা ভোটের ইতিহাসে নজিরবিহীন বললেও অত্যুক্তি হয় না। বিনোদন জগত থেকে রাজনীতিতে পা দেওয়া নতুন নয়, কিন্তু এর আগে রাজনীতির আঙিনায় এত বহুল পরিমাণে তারকা সমাবেশ কবে দেখেছে বাংলা? ভোটের আগে যেন স্পষ্ট দুভাগে ভাগ হয়েছে টলিপাড়া, শিকেয় উঠেছে অভিনয়। একদল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তৃণমূলী রাজনীতিতে পা রাখছেন, আর অন্যদল তুলে নিচ্ছেন গেরুয়া পতাকা। যদিও এখনও লাল ঝান্ডার দিকে ঝুঁকে রয়েছেন কেউ কেউ, তবে সে সংখ্যাটা নিতান্তই হাতে গোনা।
সম্প্রতি সকলকে চমকে দিয়ে পদ্ম শিবিরে যোগ দেন অভিনেতা যশ দাশগুপ্ত। এছাড়াও পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, সুতপা সেন, অতনু রায়, অশোক ভদ্র, মল্লিকা বন্দ্যোপাধ্যায় প্রভৃতি বহু পরিচিত নামকেই দেখা গেছে গেরুয়া ছত্রতলে।