সৌজন্যে technosports
জিও, এয়ারটেল এবং ভি এর মধ্যে কোন টেলিকম কোম্পনী কম খরচে দিচ্ছে মোবাইলের ইন্টারনেট ডেটা এবং ফ্রি ভয়েস কলযুক্ত প্ল্যানের সবচেয়ে আকর্ষনীয় অফার ? জানতে হলে পরে ফেলুন নীচের লেখাটি এবং নিজেই বেছেনিন আপনার প্রয়োজনীয় প্ল্যানটি ।

ওলো সই , ওলো সই , আমার ইচ্ছে করে তোদের মতন মনের কথা কই ……

– রবীন্দ্রনাথ ঠাকুর

বর্তমান যুগে ‘মনের কথা কই’ তে গেলে অথবা স্যোশাল মিডিয়ায় জানাতে গেলে সবচেয়ে বেশী যেটার প্রয়োজন সেটি হল মোবাইলে থাকা টক্ টাইম এবং ইন্টারনেট । আজ প্রযুক্তি বিজ্ঞানের ওপরে মানুষ এতটাই নির্ভরশীল যে ইন্টারনেট, মোবাইল ফোন ছারা মানুষের দৈনন্দিন জীবন হয়ে উঠবে বিপন্ন। তবে শুধুমাত্র কথা বলা কিংবা স্যোশাল মিডিয়ায় ছবি বা স্ট্যাটাস আপডেট করতেই নয় আজ এই করোনা পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোম এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা র জন্যও বিপুলভাবে ব্যাবহৃত হচ্ছে মোবাইলের ইন্টারনেট প্যাক এবং টক্ টাইম । তাই গ্রাহকদের কথা ভেবে এবং এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতবর্ষের তিনটে সেরা টেলিকম কোম্পানি জিও, এয়ারটেল এবং ভি (ভোডাফোন এবং আইডিয়া) বাজারে নিয়ে এসেছে এবং ভবিষ্যতেও নিয়ে আসতে চলেছে কম খরচে বিভিন্ন ডেটা এবং টক্ টাইম প্ল্যান । এই প্ল্যান গুলির মধ্যে কোনটি সেরা সেটাই আজকের এই প্রচ্ছদটির আলোচ্য বিষয় ।

Jio airtel Vodafone Idea 1200
সৌজন্যে thenewsminute: জিও, এয়ারটেল নাকি ভি, কাকে বেচে নেবেন ?

1. জিও 350 টাকার মধ্যের প্ল্যান গুলি কি কি?

রিল্যায়েন্সের জিওতে 350 টাকার মধ্যে 4 টি আলাদা আলাদা প্ল্যান আছে । প্রথমটি হল 249 টাকার প্যাক্ যেখানে 2 জিবি ইন্টারনেট প্রত্যেকদিন আপনাকে দেওয়া হবে, মোট 56 জিবি ডেটা আপনি 28 দিনের জন্য ব্যাবহার করতে পারবেন। এছারা জিও নেটওয়ার্কে সীমাহীন কল্ করা যাবে তবে জিও ব্যাতীত অন্য নেটওয়ার্কে কলের জন্য 1000 মিনিট ফ্রি কল্ এবং 100 ফ্রি এস এম এস র সুবিধা এই প্ল্যানটিতে পাওয়া যাবে । জিও র যেকোনো মূল্যের প্ল্যানের সাথেই পাওয়া যাবে জিও অ্যাপটির ফ্রি সাবস্ক্রিপশন । দ্বিতীয় প্যাক্ টি 199 টাকার, এই প্ল্যানটিতে বাকি সব একই শুধুমাত্র এখানে মোট ডেটা পাওয়া যাবে 42 জিবি 28 দিনের জন্য অর্থাৎ 1.5 জিবি প্রত্যেকদিন । তৃতীয় প্ল্যানটি আরেকটু সস্তা, 149 টাকায় পেয়ে যাবেন মোট 24 জিবি ডেটা 24 দিনের জন্য অর্থাৎ 1জিবি প্রত্যেকদিন । তবে এক্ষেত্রে জিও ব্যাতীত অন্য নেটওয়ার্কে কলের জন্য বিনামূল্যে কথা বলার সময়সীমা থাকবে 300 মিনিট । এই তিনটি ছারা চতুর্থ প্ল্যানটি হল 349 টাকার । এখানে 3 জিবি ডেটা প্রত্যেকদিন অর্থাৎ 28 দিনে মোট 84 জিবি ডেটা গ্রাহক ব্যাবহার করতে পারবে এবং অন্য নেটওয়ার্কে কলের জন্য বিনামূল্যে কথা বলার সময়সীমা পাওয়া যাবে 1000 মিনিট । এই প্ল্যানটি যারা ওয়ার্ক ফ্রম হোম কিংবা যেসব ছাত্রছাত্রী বাড়ী থেকে পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষ উপযোগী ।

reliance jio 1587113280
সৌজন্যে indiatvnews: সাধারন মানুষের কথা ভেবে জিও এনেছে 350 টাকার মধ্যে কিছু আকর্ষনীয় প্ল্যান

2. এয়ারটেলের 350 টাকার মধ্যের প্ল্যান গুলি কি কি?

350 টাকার মধ্যে এয়ারটেল আপনাকে অনেকগুলি বিকল্প প্ল্যান দিচ্ছে । এয়ারটেলের প্ল্যান গুলি অতি সহজেই সাধারন মানুষের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হবে । কয়েকটি প্ল্যানের সাথে শুধুমাত্র ইন্টারনেট কিংবা আনলিমিটেড টক্ টাইম ছারাও এয়ারটেল দিচ্ছে কিছু OTT প্ল্যাট ফর্মের মাসিক ফ্রি সাবস্ক্রিপশন এবং আরো কিছু ধমাকেদার অফার । সেই অফার গুলি এক নজরে দেখে নেওয়া যাক নীচের টেবিলটিতে ।

প্ল্যানRs. 349Rs. 298Rs. 289Rs. 279Rs. 249Rs. 219Rs. 199Rs. 179Rs. 149Rs. 129Rs. 19
ইন্টারনেট ডেটা2 জিবি2 জিবি1.5 জিবি1.5 জিবি1.5 জিবি1 জিবি1 জিবি2 জিবি2 জিবি1 জিবি200 এম বি
বৈধতা28 দিন28 দিন28 দিন28 দিন28 দিন28 দিন24 দিন28 দিন28 দিন24 দিন2 দিন
টক্ টাইমআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেড
এস এম এস100 প্রতিদিন100 প্রতিদিন100 প্রতিদিন100 প্রতিদিন100 প্রতিদিন100 প্রতিদিন100 প্রতিদিন300 প্রতিদিন300 প্রতিদিন300 প্রতিদিন
অ্যামাজন প্রাইম মেম্বারশীপ28 দিন
এয়ারটেল এক্সট্রিম মেম্বারশীপ28 দিন28 দিন28 দিন28 দিন28 দিন28 দিন24 দিন28 দিন28 দিন24 দিন
জি 5 মেম্বারশীপ28 দিন
Wynk মিউজিকআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেড
হ্যালোটিউনআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেডআনলিমিটেড
FASTag ক্যাস্ ব্যাক্150 টাকা150 টাকা150 টাকা150 টাকা
জীবন বীমা4 লাখ (HDFC)2 লাখ ( Bharti Axa)
সাউ অ্যাকাডেমি সাবস্ক্রিপশন1 বছর1 বছর1 বছর1 বছর1 বছর
350 টাকার মধ্যে এয়ারটেল আকর্ষনীয় প্ল্যান সমূহ

এক্ষেত্রে বোঝাই যাচ্ছে এয়ারটেল উপোভোক্তারা সস্তায় শুধুমাত্র 350 টাকার মধ্যে অনায়াসই পেয়ে যাচ্ছেন আকর্ষনীয় সব ডেটা প্যাক্ এবং টক্ টাইম র বিভিন্ন প্ল্যান । জিও থেকে এয়ারটেল এই দৌরে অনেকটাই এগিয়ে কিন্তু জিও কারন জিও র নেটওয়ার্ক অনেক বেশী ভালো হওয়ার দরুন এত অফার সত্তেও বেশীরভাগ ইউজার বেচে নিচ্ছেন জিও । তবে ধীরে ধীরে এয়ারটেল টাওয়ারের সংখ্যা বৃদ্ধি করে আরো ভালো নেটওয়ার্ক সুবিধা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

Airtel
সৌজন্যে Quartz : জিও র থেকে কি এয়ারটেল ভালো !

3. ভি (ভোডাফোন আইডিয়া) 350 টাকার মধ্যের প্ল্যান গুলি কি কি?

এবার আসা যাক ভি এর কথায় । 2018 তে ভোডাফোন এবং আইডিয়া সম্পূর্নরুপে সংযুক্ত হয়, অবশেষে 2020 সালের সেপ্টেম্বর মাসে তারা যৌথভাবে ভি নেটওয়ার্কটি বাজারে আনা হয় ।

সৌজন্যে Youtube

ভি ওয়ার্ক ফ্রম হোম কর্মচারীদের কথা মাথায় রেখে প্রথমদিকে 351 টাকার একটি প্ল্যান বাজারে নিয়ে আসে যার ভ্যালিডিটি 56 দিন রাখা হয় এবং 100 জিবি ডেটা গ্রাহক কে দেওয়া হয় । তবে এই প্ল্যানটিতে কোনো কলিং বেনিফিট দেওয়া হয়নি । এই প্ল্যানটি কিছু বাছাই করা সার্কেলেই কার্যকরি ছিল । এরপর ভি 350 টাকার মধ্যে আরও অনেক প্ল্যান বাজারে নিয়ে এসেছে । কম খরচে ভি ও আপনাকে দিচ্ছে আনলিমিটেড টক্ টাইম স্পোর্ট প্যাক্, স্টার টক্ প্যাক্, গেম প্যাক্, ওয়ার্ক ফ্রম হোম অফার আরো কিছু কম্বো অফার ।

Vi
সৌজন্যে mspimages

এখন এটাই দেখার ভি এয়ারটেল এবং জিও র মধ্যে আপনি কোনটা বেছে নেবেন । কোন নেটওয়ার্কটি আপনার পচ্ছন্দের সেটা অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট বক্সে ।

আরো পড়ুন:

https://banglakhabor.in/2020/11/12/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b7%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/