y

ভারতের টেলিকম বাজারে বিপ্লব এনেছিল আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স। আর জিও বাজারে আসার পর কোনঠাসা হয়ে পরে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মতো সংস্থাগুলি। টাটা বাজার থেকে ডোকোমো-কে তুলে নিতে বাধ্য হয়। মিশে যায় ভোডাফোন এবং আইডিয়ার মতো কোম্পানি। তৈরি হয় ভিআই।


কেন হয়েছে এমনটা? তার কারণ জিও-র অফার। এমন সব প্ল্যান আম্বানিরা বাজারে এনেছিল যাতে বদলে গিয়েছিল দেশের টেলিকম ব্যবসাই। গ্রাহকদের আকৃষ্ট করতে বাজারে একের পর এক নজরকাড়া অফার নিয়ে হাজির হয়েছে তারা। এখানে জিও-র তেমনই ৫ প্ল্যান নিয়ে আলোচনা করলাম আমরা।

১। ৩০০ টাকার বেশি রিচার্জ করলেই ক্যাশব্যাক – এই অফার বাজারে আসতেই হইচই পড়ে গিয়েছিল। রিলায়্যান্স জিও-তে ৩০০ টাকা বা তার উপরে রিচার্জ করলে মিলবে ৭৬ টাকার ক্যাশব্যাক অফার। তবে একটাই শর্ত। ওই রিচার্জ করতে হবে পেটিএমের মাধ্যমে। ২৪ ঘণ্টার মধ্যে পেটিএম অ্যাকাউন্টে চলে আসবে ওই টাকা।

২। অল ইন ওয়ান প্যাক – ১৯৯ টাকা থেকে শুরু করে ২,১৯৯ টাকা পর্যন্ত রয়েছে। তবে সবচেয়ে সস্তা অল ইন-ওয়ান প্ল্যান হল ১৯৯ টাকা। আগে, যার দাম ছিল ১৪৯ টাকা। ১৯৯ টাকার নতুন এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড জিও টু জিও ভয়েস কল এবং অন্য যেকোনো নেটওয়ার্কে ফোন করার জন্য ১০০০ মিনিট দেওয়া হয়েছে। এছাড়াও ২৪৯, ৩৪৯, ৩৯৯, ৪৪৪, ৫৫৫ এবং ৫৯৯ টাকার প্ল্যান ব্যবহার করতে পারেন গ্রাহকরা।

৩। জিও ফাইবার প্ল্যান – মাসিক মাত্র ৬৯৯ টাকায় টিভি, ইন্টারনেট, ল্যান্ডফোনের সঙ্গে দুদার্ন্ত ওয়েলকাম অফার। সঙ্গে বিনামূল্যে এইচডি টিভি-সেট টপ বক্স ও আরও অনেক কিছু। এর বার্ষিক প্ল্যানে মিলবে এর সঙ্গে মিলবে ৫০০০ টাকা মূল্যের জিও হোম গেটওয়ে এবং সাড়ে ৬ হাজার টাকার জিও ৪কে সেট টপ বক্স একদম বিনামূল্যে৷ এমনকি ২৪ ইঞ্চি এইচডি টিভি অথবা ৩২ ইঞ্চি এইচডি টিভি বা ৪৩ ইঞ্চি ৪কে টিভি-ও পেয়ে যেতে পারেন ফ্রি-তে৷

৪। মনসুন হাঙ্গামা অফার – এর আওতায় জিও ফোন ব্যবহারকারীদের কার্যত হাত খুলে, ঢালাও সুবিধা প্রদান করেছে রিলায়েন্স৷ এই বর্ষার মরশুমে নতুন জিও ফোন কিনলেই মিলবে ৬ মাসের জন্য বিনামূল্যে ভয়েস কল ও ইন্টারনেট ডাটা ব্যবহার করার সুযোগ৷ এরজন্য কেবল একবারই ৫৯৪ টাকা দিয়ে রিচার্জ করতে হবে ক্রেতাকে৷ এছাড়া এই অফারের আওতায় মাত্র ১০১ টাকার রিচার্জ করলেই মিলবে একমাসের জন্য প্রত্যহ ৬ জিবি অতিরিক্ত ইন্টারনেট ডেটা।

৫। ‘ধন ধনা ধন’ অফার – এখনও পর্যন্ত জিও-র এই অফারেই গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। ৩৯৯ টাকায় প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যেত। বৈধতা থাকত ৮৪ দিন। এটাই জিও-র সবচেয়ে যুগান্তকারী, সস্তা এবং জনপ্রিয় প্ল্যান।