নিজিস্ব সংবাদদাতাঃ পৌষের শুরুতেই কলকাতায় শীত হাওয়া, তাপমাত্রা বেড়ে দাড়াল ১৮.৬ ডিগ্রি। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মোটামুটি কিছুদিন এই ভাবেই বাড়বে তাপমাত্রা, রাত্রে ও ভোরের দিকে কিছুটা হলেও পারদ নামার সম্ভাবনা থাকলেও বেলা বাড়লে বাড়বে অস্বস্তি। দিন কয়েকের মধ্যে পারদ নামবে না বলেই দাবি আবহাওয়া দফতরের। যদিও তাদের বক্তব্য পৌষ সংক্রান্তির আগে আবার শীত জাঁকিয়ে পড়বে বলে তারা মনে করছেন। এই বিষয়ে রাজ্যবাসী যথেষ্ট সন্দেহে রয়েছেন।
এই বছর মরশুম শুরুর আগে থেকেই শীত জমিয়ে ব্যাটিং করেছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর শীত বেশ আগেই পদার্পণ করে। তাই রাজ্যবাসীর ধারনা যে হয়তো আগে আসার দরুন এই বছর শীত তাড়াতাড়ি বিদায় নিয়েছে। তবে পৌষ সংক্রান্তির আগে এই ভাবে তাপমাত্রা বাড়ায় বেশ চিন্তিত রাজ্যবাসী। তবে কি পিঠে পুলির আগেই ফাল্গুনকে আগমন জানাতে হবে।
আলিপুর আবহাওয়া দফতর তাপমাত্রা বারার বিষয়ে দোষ দিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝাকে। আলিপুর আবহাওয়া দফতরের প্রধান ডঃ সঞ্জীব ব্যানারজী জানিয়েছেন, গত সপ্তাহ থেকে জম্মু-কাশ্মীরে শুরু হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে বঙ্গপোসাগরের পূবালী হাওয়ার সঙ্গে উত্তরের ঠাণ্ডা হাওয়ার সংঘাতের সৃস্টি হছে। যার ফলে পশ্চিমবঙ্গে ঠাণ্ডার প্রভাব কম পড়ছে। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলেই শুধুমাত্র কলকাতাই নয় অন্যান্য জেলারও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। তবে আবহাওয়া দফতর দাবী করেছে ঝঞ্ঝা কেটে যাওয়ার পরপরই শীত আবার পুরদমে ফিরে আসবে। রাজ্যবাসীও আশা করছে সংক্রান্তির আগেই যেন শীত ফিরে আসে।
[…] […]
[…] […]