রাজ্যের চতুর্থ দফার ভোটে একেবারে নজরকাড়া কেন্দ্র,হাইপ্রোফাইল প্রার্থীদের ভাগ্যপরীক্ষা চলছে। আসুন দেখে নেওয়া যাক যে চতুর্থ দফায় হওয়া পাঁচ কেন্দ্রের দিকে সবার নজর
১) সিঙ্গুর:
অন্য জমির লড়াই। গুরু বনাম শিষ্য। যে গুরু-শিষ্যর লড়াই মমতা ব্যানার্জিকে সিঙ্গুর আন্দোলনে দারুণ সাহায্য করেছিল। সেই দুজনেই এবার যুযুধান দু পক্ষ। তৃণমূল ছেড়ে এলাকার চারবারের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবার বিজেপির হয়ে লড়ছেন, আর তৃণমূলের হয়ে লড়ছেন বেচারাম মান্না। একেবারে প্রেস্টিজ ফাইট।
২) টালিগঞ্জ:
মুখোমুখি দুই মন্ত্রী। লড়াইয়ে আছেন টলিউডের সেলেব প্রার্থীও। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এই কেন্দ্রে দাঁড়িয়েছেন এলাকায় জনপ্রিয়-দাপুটে বিধায়ক-রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। জোর লড়াই।
আরও পড়ুন: কত সম্পত্তির মালিক মদন মিত্র! শুনলে চমকে যাবেন
৩) ডোমজুড়:
ভোটের ঠিক আগে শুভেন্দু অধিকারীর কায়দায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি। এই অঞ্চলের দাপুটে বিধায়ক তিনি। গত বিধানসভা ভোটে রেকর্ড ভোটে জিতেছিলেন। ফুল বদলে এবার জয়ের ধারা অব্যাহত রাখতে পারেন কি না সেটাই দেখার।
৪) চণ্ডীতলা:
একদিকে এলাকারর বিধায়কর তৃণমূলের স্বাতী খন্দকর। অন্যদিকে, সিপিএমের মুখ মহম্মদ সেলিম। বিজেপির প্রার্তী আবার টলিউড হিরো যশ দাশগুপ্ত। খুব হাইপ্রোফাইল আসন। জোর টক্কর হবে।
৫) সেলেবদের আসনে:
সেলেবরা যখন প্রার্থী তখন সবারই নজর থাকে। চতুর্থ দফার ভোটে অনেক সেলেব প্রার্থী। বাবুল সুপ্রিয় (টালিগঞ্জ) থেকে লকেট চ্যাটার্জি (চুঁচড়া)। শ্রাবন্তী চ্যাটার্জি (বেহালা পশ্চিম), অঞ্জনা বসু (সোনারপুর দক্ষিণ) থেকে পায়েল সরকার (বেহালা পূর্ব)। মনোজ তিওয়ারি (শিবপুর) থেকে কাঞ্চন (উত্তরপাড়া)-যশ দাশগুপ্ত (চণ্ডীপুর)-র মত সেলেবদের ভাগ্য পরীক্ষা হতে চলেছে চতুর্থ দফায়।
সেলেবদের পাশাপাশি রাজ্যের বড় নেতামন্ত্রীদেরও ভাগ্যপরীক্ষা হতে চলেছে চতুর্থ দফায়। যার মধ্যে আছেন- পার্থ চ্যাটার্জি (বেহালা পশ্চিম), অরূপ বিশ্বাস (টালিগঞ্জ), রবীন্দ্রনাথ ঘোষ (নাটাবাড়ি), বেচারাম মান্না (সিঙ্গুর), উদয়ন গুহ (দিনহাটা) নিশীথ প্রামাণিক (দিনহাটা), সুজন চক্রবর্তী (যাদবপুর), মহম্মদ সেলিম (চণ্ডীতলা), রাজীব ব্যানার্জি (ডোমজুড়), রবীন্দ্রনাথ ভট্টাচার্য (সিঙ্গুর)। নজরকাড়া কেন্দ্র হিসেবে থাকছে সিঙ্গুর, টালিগঞ্জ, ডোমজুড়। সব মিলিয়ে হেভিওয়েট নেতা-মন্ত্রী, সেলেব প্রার্থী, নজরকাড়া কেন্দ্র সবই বেশি অনেক সংখ্যায় থাকছে চতুর্থ দফায়।
যে সব জায়গায় আজ চতুর্থ দফায় ভোট:
উত্তরবঙ্গ (১৪ আসনে)
কোচবিহার (৯টি) -মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।
আলিপুরদুয়ার (৫টি): কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।
দক্ষিণবঙ্গ (৩০টি আসনে) –
দক্ষিণ ২৪ পরগণা (১১ কেন্দ্রে): সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ।
হাওড়া (৮ কেন্দ্রে): বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, ডোমজুড়,
হুগলি (১০ কেন্দ্রে): উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা।