ঘৃতুমারী গাছ ক্যাকটাস প্রজাতির তবে গুণাগুণ কিন্তু অনেক হয়ত আমরা অনেকেই জানিনা কিন্তু সত্যি যে গুণের মান এর অনেকখানি। আমরা অনেকেই এই গাছ বাড়িতে রাখি কিন্তু এর ব্যাবহার হয়তো করি না। আচ্ছা চলুন জেনে নিই ঘৃতুমারীর কিছু অসাধারণ গুণাগুণ রূপচর্চার দিক থেকে।
- অ্যালোভেরা জেল আমাদের ত্বক চকচকে করে
- অ্যালোভেরা নিয়মিত মুখে লাগালে মুখের যেকোনো দাগ কমে যায়
- অ্যালোভেরা জেল ব্রন, ফুসকুড়ি ইত্যাদি কমাতে সাহায্য করে
- অ্যালোভেরা জেল নিয়মিত আমাদের ত্বকে লাগান হলে ত্বকের যে কোনো জ্বালা ভাব বা লাল ভাব কেটে যায়
- অ্যালোভেরা জেল ত্বক ঠান্ডা রাখে
- অ্যালোভেরা জেল রোজ লাগান গেলে ত্বক রিংকল এবং ফাইন লাইনস কমে যায়
- আলেভেরা জেল ত্বকের জৌলুস ধরে রাখে
- অ্যালোভেরা জেল অসাধারণ মঈশ্চরাইজারের কাজ করে
- অ্যালোভেরা জেল চুলে লাগালে চুল গ্লোসি হয় এবং স্বাস্থ্যকর হয়
- অ্যালোভেরা ফেস প্যাক দারুন কাজ করে আর মুখের ত্বকের জীবন ফিরিয়ে দেয়
তবে আসুন জেনে নিই অ্যালোভেরা জেল বাড়িতে সহজেই কি ভাবে বানাবো :
কি কি লাগবে?
- অ্যালোভেরা পাতা
- ছুরি
- চামচ
- একটি পরিষ্কার পাত্র
- একটি খালি ঢাকনা দেওয়া সিসি বা কৌটো
কি করতে হবে?
প্রথমে ছুরি ভালো করে ধুয়ে ইয়ে পরিণত অ্যালোভেরা বা ঘৃতকমারীর পাতা সাবধানে গোড়া থেকে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন একটি পাতার জন্য পুরো গাছটি নিস্ত না হলে যায়। এরপর পাতাটা ভালো ভাবে ধুয়ে নিতে হবে। এখন ছুরি দিয়ে পাতার দুই দিকে থাকা কাঁটা গুলোকে সাবধানে কেটে নিতে হবে এবং খেয়ল রাখতে হবে যেন কত হতে না ফোটে। এবার পাতাটি মাঝ বরাবর ভিতর দিয়ে যেখানে জেল থাকে দুই ভাগ করে নিতে হবে। এখন আমাদের কাছে থাকলো দুইটি পাতার অংশ। এইবার একটি চামচ নিয়ে ওই পাতার দুটো অংশেই যে জেল টা আছে ত চামচ এর সাহায্যে তুলে নিতে হবে। এবার দেখা যাবে কিছু সবুজ রস ও রয়েছে তবে এই সবুজ রসটা আমরা সরিয়ে দেবো। এই একই পদ্ধতিতে সম্পূর্ণ পাতা থেকে জেল বার করে নেবো বা আমাদের যতটা দরকার ততটা জেল আমরা বের করে নেবো। এরপর সেই জেল আমরা সানিটাইজ ঢাকনি দেওয়া সিসি বা কৌটোর মধ্যে রেখে দেবো। এখন আমাদের অ্যালোভেরা জেল রেডি মাখার জন্য। সে আমরা ক্রীম এ বা মাস্ক এর সাহায্যে মুখে বা হাতে অথবা শুধু জেল ও আমরা চাইলে লাগাতেই পারি। এছাড়া চুলেও আমরা অ্যালোভেরা গেল লাগাতেই পারি।
তবে আমাদের মনে রাখতে হবে যে যেহেতু আমরা এই অ্যালোভেরা জেল এ কোনো প্রিসেরভের ইউজ করি নি তাই এটি সাত দিন বা সপ্তাও খানেক বা দশ দিন চলতে পারে অবশ্যই ত ফ্রিজে রাখতে হবে। তবে আমরা যদি প্রিসেরভার ইউজ করি দোকানের অ্যালোভেরা জেল এর মত তাহলে এই জেল অনেক অনেক দিন চলবে কিন্তু, কেমিক্যাল না ইউজ করাই ভালো তাতে ত্বকে বা চুলে কোনো রকম সমস্যা দেখা দেবে না।
[…] আমরা অনেক সময় ঘর পরিষ্কার করার সময় সুগন্ধিযুক্ত লিকুইড ব্যবহার করি। কিন্তু এটাই যদি […]