” গায়কি ছেড়ে রূপঙ্কর অভিনয়ে কেন? অভিনেতার পেটে লাথি মারতে “? – স্বস্তিকা

কেকে-র মৃত্যুর আগের রূপঙ্কর বাগচীর কিছু বাক্য কিছুতেই ভুলতে পারছেননা কেউ। সবাই একে একে সরব হচ্ছেন সেই উক্তিগুলোর বিরুদ্ধে। ” Who is KK? KK কে? আমাদের নিয়ে তো এতো মাতামাতি হয়না! আমরা সবাই কেকে র থেকে ভালো গাই “। একজন এত বড় ব্যক্তিত্বের বিরুদ্ধে এতো বড় বড় কথা, যার মধ্যে আবার অহংকারের স্পষ্ট নমুনা পাওয়া যাচ্ছে।

বুধবার এ বিষয়ে মুখ খুললেন নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি বললেন সব প্রতিবাদ ফেসবুক অবধিই সীমাবদ্ধ থাকলে শিল্পের নামে গুন্ডামি বেড়েই চলবে। আপনি তো খুব ভালোই গান। তাই গানকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। সে খুব ভালো কথা। কিন্তু তাহলে হঠাৎ অভিনয়ে কেনো নাম লেখালেন? আপনি না এলে আপনার জায়গায় কোনো ভালো অভিনেতা সুযোগ পেতেন।

রূপঙ্কর

এভাবে একাধিক পেশায় নাম লিখিয়ে অন্যের পেটে লাথি মারছেন! আপনার গান শোনার জন্য ভিড় হতে পারে কিন্তু আপনার অভিনয় দেখার জন্য কেনো লোক চ্যানেল সাবস্ক্রাইব করবেন? আর পরিচালক বা প্রযোজকদের উদ্দেশ্যে বলি, আপনারা একজন অভিনেতাকে ছেড়ে একজন গায়ককে কেনো সুযোগ দিচ্ছেন? আমাদের তো সবার স্বল্পমেয়াদি স্মৃতিশক্তি। দুদিন চেঁচামেচি করি আবার সব ভুলে যাই। কিন্তু আমি এই কথাগুলো কোনোদিন ভুলতে পারবনা। আপনার ঐ অত্যন্ত খারাপ অভিনয় গুলোকে নিয়ে তো কেউ খিল্লি করেনি, এবার থেকে আমি সেই কাজ করবো। ”

স্বস্তিকার এই বাক্যবাণ আগুনে ঘি এর মতো কাজ করেছে। সবাই তাঁর এই কথা গুলোয় একমত। প্রতিবাদের আগুন কমছে তো নাই উল্টে বেড়ে চলেছে দিনদিন এবং এরপর আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে ||