পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল এক বিজেপি কর্মীর দেহ। বীরভূমের মল্লপুর থানার অন্তর্গত বারোতুরি এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে বিজেপি কর্মী পূর্ণচন্দ্র নাগের দেহ। গ্রামবাসীরা জানান, হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। বিজেপি এই খুনের জন্য তৃণমূলকে দায়ী করেছে। এমন পরিস্থিতিতে ফের রাজনৈতিক উত্তেজনার পরিবেশ তৈরি হতে পারে রাজ্যে।
রাজনৈতিক শত্রুতা তো শুধু মনমানিল্যের পর্যায় পর্যন্ত স্থগিত থাকেনা। তার রেশ জীবিত হলে, বাড়তে থাকে নিভৃতে। একটা দেশলাই কাঠির আগুন পরিণত হয় দাবানলে। তারপর হাতাহাতি, খুনোখুনি হয়ে যায় একঘেয়ে। কিরকম একটা পশুর মতো হয়ে যায় মানুষের মনোবৃত্তি। রাজনৈতিক আর ধার্মিক অশান্তি যেমন সবচেয়ে বেশী অপ্রীতিকর এবং অযৌক্তিক তেমনই সবচেয়ে বেশী ভয়ংকর এবং নৃশংস। তাই সাধারণ মানুষের এই ভীতির আশঙ্কা খুব একটা অস্বাভাবিক নয়।