– ও দাদা হাওড়া স্টেশন যাবেন
– হ্যাঁ দিদিভাই যাব ৫০০ টাকা লাগবে
– না মিটারে জা উঠবে সেটাই দেব
– না মিটার খারাপ, গেলে বিনা মিটারে যেতে হবে।
এই ধরনের কথোপকথনের মধ্যে কম বেশী সকলকেই অতিক্রম করতে হয়, শুধু তাই নয় ট্যাক্সি চালকদের বারবাড়ন্তে একপ্রকার মানুষের প্রান যখন অষ্ঠাগত তখনই ওলা, উবের ক্যাবের আগমন ঘটে। এই ধরনের অ্যাপ মানুষের জীবনে যে কতটা সুবিধা বয়ে নিয়ে এসেছে তা বর্তমানে কেউই অস্বীকার যেতে পারবে না।
কিন্তু মুদ্রার একদিক হেড হলে স্বাভাবিক রূপে ওপর দিক টেল হবে । অর্থাৎ যেমন সুবিধা ঠিক তেমনই খানিকটা অসুবিধা । অনেকেই বর্তমান যুগের টেকনলজির সাথে সাক্ষ্যতা নেই, স্মার্ট ফোনের ব্যবহার সম্বন্ধে তেমন সড়গড় নয়, আবার অনেকে ভীত মনগ্রস্থ হয় যেমন যদি বুক করতে গিয়ে যদি কিছু ভুল হয়, যদি সঠিকগন্তব্য স্থলে না পৌঁছাতে পারি, যদি সঠিক ঠিকানা না দিতে পারি, যদি টাকা বেশী চায়, এই জাতীয় প্রচুর প্রশ্ন কিছু মানুষের মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে।
আর এই ভয়ের দুরুন তারা ওলা উবের ব্যবহার থেকে বিরত থাকে। তাই আজ আপনাদের ধাপে ধাপে বলব যে কিভাবে আপনি বিনা ভয়ে , বিনা দ্বিধায় ওলা উবের জাতীয় ক্যাব বুক করবেন। এটি অত্যন্ত সহজ উপায়, যে কোন সময় যে কোন স্থান থেকে আপনি বুক করতে পারেন আর অতি সহজেই চিন্তামুক্ত হয়ে গন্ত্যব্যস্থালে পৌছে যেতে পারবেন।
জানেন কি ওলা কিংবা উবের ক্যাব বুক করার সহজ উপায়?
মাত্র এই 5 টি ধাপ আর এই ধাপ পেড়লেই গাড়ি আপনার নিকটে উপস্থিত হবে
প্রথম ধাপ
প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে উবের বা ওলা ক্যাব অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করুন। কিভাবে করবেন?
- প্লে স্টোর এ সার্চ অপশনে গিয়ে অ্যাপের নাম লিখুন
- সঠিক অ্যাপটি এলে সেটির উপর ক্লিক করলে অ্যাপটি খুলে যাবে
- ইনস্টল অপশনে ক্লিক করুন
- ইনস্টলেশন সম্পুর্ন হয়ে গেলেই ফোনের হোম স্ক্রিনে অ্যাপের আইকনটি ফুটে উঠবে।
দ্বিতীয় ধাপ
- হোম স্ক্রিনে গিয়ে ক্যাবের অ্যাপ টি ওপেন করুন
- ওপেন করার পর আপনার দেশের নাম জানতে চাইবে সেই অনুযায়ী আপনি নিজের দেশ নির্বাচন করুন
- এরপর আপনার ফোন নাম্বার এন্ট্রি করতে বলা হবে। মনে রাখবেন আপনার ফোনে যেই নাম্বারটা সর্বক্ষন পরিষেবার মধ্যে রয়েছে সেটি দিতে হবে।
- তারপর আসবে পেমেন্ট মেথর্ড । সব রকম সুবিধা আছে, ক্যাশ আন্ড ডেলিভারি, পে-টি এম, ক্রেডিট আন্ড ডেভিড কার্ড , ইউ পি আই এই চারটি অপশন আছে, আপনি যেটা মনে করবেন সেটা বেছে নেবেন।
- ব্যাশ তৈরি আপনার ক্যাবের সব কারুকার্য
তৃতীয় ধাপ
- প্রথমে যেখানে আছেন অর্থাৎ‘pick up location’ ঠিকানা দিন।
- এরপর ‘ where to ‘ অর্থাৎ যেখানে যেতে চাইছেন সেই জায়গার ঠিকানা দিন।
- আপনে আপই লোকেশন জেনারেট হয়ে যাবে অর্থাৎ আপনি যেখানে যেতে চান সেই জায়গাটি আপনার স্ক্রিনে ফুটে উঠবে।
চতুর্থ ধাপ
- ‘pick up location’ ও ‘ where to ‘ সিলেক্ট করা হয়ে গেলে আপনার ফোনের স্ক্রিনে ক্যাবের বিভিন্ন অপশন দেওয়া থাকে, আপনি কোন গাড়িটি নির্বাচন করবেন। লোকসংখ্যার ভিত্তিতে ক্যাব পাওয়া যাবে, আবার বিভিন্ন ক্যটাগরিতে ক্যাব ভাগ করা আছে, আপনি নিজের পছন্দ অনুযায়ী নির্বাচন করুন তারপর ‘CONFIRM UBERGO’ বটনে প্রেস করুন।
- ‘CONFIRM UBERGO’ অপশন সিলেক্ট করার পড় আসবে ‘CONFIRM PICKUP’ অপশন অর্থাৎ আপনাকে যেখান থেকে পিক আপ করা হবে সেটি সঠিক কিনা। যদি আপনি মনে করেন সেটি সঠিক তালে কনফর্ম করবেন।
- তারপর আপনার স্ক্রিনে ‘Finding your ride’ লেখাটি ফুটে উঠবে অর্থাৎ সেই মুহুর্তে কোন গাড়ি পর্যাপ্ত আছে কিনা ।
- এরপর গাড়ির হদিশ পেলে আপনার গাড়ি কোথায় আছে কোন লোকেশনে বর্তমান সেটির পুঙ্খানুপুঙ্খ আপনাকে জানিয়ে দেবে।
- এবং সাথে কে গাড়ি চালাবে, ক্যাব চালকের নাম, গাড়ির নাম, ক্যাব চালকের ফোন নম্বর, নম্বর, কত রেটিংস পেয়েছে, মোট কত গাড়ি চালিয়েছে সব লেখা থাকবে সেখানে।
পঞ্চম ধাপ
- ব্যাস হয়ে গেল আপনার উবের বা ওলা ক্যাব বুক।
- আবার ক্যাব চালককে ফোন করে যেনে নিন সে কোথায় আছে, কতক্ষন লাগবে।
- ক্যাবে ওঠার পর যতক্ষন না গন্তব্যস্থলে পৌছাচ্ছেন, সেই গন্ত্যব্যস্থলের যাওয়ার রাস্তার ম্যাপ আপনি অনায়াসে ফোনে দেখতে পারবেন।
- আর পোঁছানোর আগেই আপনি জেনে নিতে পারবেন কত টাকা দিতে হবে সেই রাইডের জন্য।
****আর হ্যাঁ যে গোটা রাস্তা আপনাকে সুরক্ষা দিল, পরিষেবা দল তার সমন্ধে রেটিংস দিতে ভুলবেন না।***
আরও সহজে বোঝার জন্য রইল ভিডিও
কি ? হল তো সহজ এবার ক্যাব বুকিং। আবার আর ব্যস্ততার সময় ট্যাক্সির সাথে ঝামেলা করতে হবেনা। সোজা ফোন বার করুন আর ক্যাব বুক করুন। আর যারা একটু ইলেক্টলিক্স ফোবিয়া আছে বা বয়ঃজেষ্ঠ মানুষ আছেন যারা ফোন বা কোন অ্যাপ ব্যবহারে দক্ষ নয় তাদের আর অসুবিধা রইল না। এবার থেকে ক্যাব বুক করতে গেলে আর পরনির্ভশীল হয়ে থাকতে হবে না। নিজেই হাসতে হাসতে গাড়ি বুক করতে পারবেন। তার জন্য কিন্তু প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে হবে। আর হ্যাঁ শুধু তাই নয়, আপনার মতো আরও মানুষ আছে যারা আরেন না তাই নিজে জানার সাথে সাথে অন্যদের জানার সুযোগ করে দিন লেখাটি তাঁদের শেয়ার করে।
[…] আরও পড়ুন… https://banglakhabor.in/2020/11/14/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%89%e0%a6%ac%… […]