News is of the people, for the people, by the people”.

সাংবাদিকতার অর্থ সঠিক সংবাদ কে নিরপেক্ষতার সাথে সাধারণ মানুষের কাছে প্রেরন করা। যার সম্পূর্ন দায়িত্ব বর্তায় সংবাদদাতার উপর। যারা দিবা-রাত্রি রোদ, জল, ঝড় উপেক্ষা করে  সংবাদের কেন্দ্রবিন্দুতে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করে তারা হলেন সংবাদদাতা। আর যাদের টেলিভিশনের পর্দায় নিউজরুমে অনবরত সঞ্চালনায় দায়িত্বে দেখা যায় তারা হলেন নিউজ আঙ্ক্যার। বর্তমান যুগে নিউজ অ্যাঙ্কার ও নিউজ রিপোর্টারের মধ্যে কোন পার্থক্য করা সম্ভব নয়। তারা প্রতেকেই সমানভাবে নিজেদের কর্তব্য পালনে প্রতিজ্ঞাবদ্ধ থাকে। নিউজ অ্যাঙ্কার নিজেই সংবাদ রিডার, সংবাদ উপস্থাপক, সংবাদ কাস্টার হিসেবে দ্বায়িত্ব পালন করেন। কিন্তু একজন ভালো নিউজ অ্যাঙ্কার হতে  বিশেষ কিছু গুনের অধিকারী হওয়া অত্যাবশ্যকীয়, কারন নিউজ আঙ্ক্যরের উপর নির্ভর করে সে কিভাবে সকলের সম্মুখে সংবাদ পরিবেশন করবে। আর এক্ষেত্রে কোন সামান্য ভুল বিশাল বড় ক্ষতির আঁকার ধারন করতে পারে।

দ্বায়িত্বশীল নিউজ অ্যাঙ্কার হওয়ার  প্রধান ৫ শর্ত

১)যোগাযোগ স্তর বৃদ্ধি করা –

নিউজ আঙ্কারের কাজই হল কথা বলা, সংবাদ দেওয়া, তথ্য প্রদান করা, জাপন করা। সেক্ষেত্রে যত বেশী যোগাযোগ মাধ্যম বৃদ্ধি পাবে তত বেশী সংবাদ সংগ্রহের রাস্তা উন্মুক্ত হবে। এমন ভাবে কথা বলতে হবে যাতে সে অপরপ্রান্তের ব্যক্তি বাধ্য হয়ে জবাব দিতে, সঠিক তথ্য প্রদান করতে।  

২)সকল বিষয়ক জ্ঞান থাকা আবশ্যকীয় –

নিউজ অ্যাঙ্কার মানে অনেকেই ভাবে প্রমটার দেখে বলা যায়, কিন্তু ধারনাটি সম্পূর্ন ভুল ওভিত্তিহীন। নিজস্ব জ্ঞান না থকলে নিউজ অ্যাঙ্কার হওয়া সম্ভব না।  একজন নিইজ অ্যাঙ্ক্যার হতে গেলে দেশ থেকে বিদেশ , রাজনীতি থেকে শুরু করে বিনোদন সর্ব বিষয়ে সমান জ্ঞান থাকা বাঞ্চনীয়। কারন সাংবাদিক নিজ নিজ বিট পছন্দ করে তার পরিপেক্ষিতে সংবাদ সংগ্রহ করতে  পারে কিন্তু নিউজ অ্যাঙ্কারের ক্ষেত্রে সেটি সম্ভব না তাকে সকল বিষয়ে আলোচনা করতে হয়। তাই শিক্ষিত হওয়া এবং সকল ঘটনা সমন্ধে ওয়াকিবহল হলেই নিউজ অ্যাঙ্ক্যার হওয়া যায়।

৩) চলনভঙ্গীমা ও গঠনের মধ্যে স্মার্টনেস ফুটিয়ে তোলা-

অ্যাঙ্ক্যার হতে গেলে শুধু জ্ঞান অর্জন করলাম তাহলেই হবে না । তার মধ্যে যদি আরষ্ঠত , জড়তা থাকে সে কোনদিন ভালো নিউজ অ্যাঙ্কার হতে পারবে না। তার কথা বলার মধ্যে থাকতে হবে গাম্ভীর্য। সঠিক ভাবে যদি কথা নাই বলতে পারে তাহলে কমিউনিকেশনের গ্রাফ নিম্নমুখী হয়ে তলানিতে এসে ঠেকবে। তাই স্মার্ট হওয়া, আড়ষ্টতা দূর করা  জরুরি।  সাজ পোশাকে মাধুর্যতা বজায় রাখতে হবে, শারীরিক ভঙ্গিমা ও চলন বলনের মাধ্যমেও দক্ষতা জাহির করতে হবে।  

৪)সকল ভাষার উপর দক্ষতা –

 ভাষাজ্ঞানের উপর দক্ষতা অর্জন করতে হবে। এমন অনেক সময় হতেই পারে এমন  একজন ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিতে গেল সে অন্য কোন ভাষায় কথা বলতে সাচ্ছন্যবোধ করছে সে ক্ষেত্রে নিইজ অ্যাঙ্কারকে সাক্ষাতদাতার ভাষাতেই কথা বলতে হবে। যদি নিউজ আঙ্কারের সেই ভাষা সমন্ধে জ্ঞান না থাকে তাহলে হয়তো ঘটনা সম্পর্কিত অনেক গুরুত্বপুর্ন তথ্য হাতছারা হতে পারে, যা একযন সাংবাদিকের  তরফ থেকে  কাম্য  নয়।

৫) উপস্থিত বুদ্ধির সহিত পরিস্থিতি সামাল দেওয়া-

নিউজ অ্যাঙ্কার হতে গেলে যে কোন আকস্মিক পরিস্থিতিকে মোকাবিলা করতে জানতে হবে, হটাৎ করে চলে আসা কোন বড় ব্রেকিং নিউজ কিভাবে প্রতিস্থাপন করবে তা তার নখদর্পনে থাকতে হবে, অথবা কোন প্যানল ডিসকাশানে  সময় এমন কোন আপত্তিজনক ঘটনা ঘটল যা  চ্যানেলের জন্য অত্যন্ত ক্ষতিদায়ক, তাকে সেই মুহুর্তে দাঁড়িয়ে গোটা বিষয়কে ঠাণ্ডা মাথায়, চিন্তামুক্ত হয়ে, উপস্থিত বুদ্ধি দিয়ে সামাল দিতে হবে, তার কপালে যেন চিন্তার ভাজ না থাকে।

এই সকল বিষয় খেয়াল রেখেই দক্ষ নিউজ অ্যাঙ্কার হয়ে ওঠা যায়। নিউজ অ্যাঙ্কার আছে বলেই আজ বিশ্বজগতে ঘটে যাওয়া সমস্ত খবর আমারা পেয়ে থাকি। প্রতিনিয়ত তারা তাঁদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আর তাঁদের এই দক্ষতার পিছনে রয়েছে এই সকল বিশেষ গুন। যা অবলম্বন করে তারা  উচ্চমানের নিউজ আঙ্কারের জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে।