লিপস্টিক পড়তে কোন মহিলাই না ভালোবাসে! অনেকের কাছে তো আবার লিপস্টিকের বড়োসড়ো সংগ্রহও দেখা যায়। প্রতিদিন কর্মক্ষেত্রে যাওয়ার সময় অথবা বিভিন্ন উৎসবে মহিলারা তাদের ঠোঁটকে রাঙিয়ে নেন নানা রঙের লিপস্টিক দিয়ে। তাই লিপস্টিকের চাহিদাও প্রচুর বাজারে। বর্তমানের বাজারে বিভিন্ন ধরনের লিপস্টিক পাওয়া যায় মানুষের চাহিদা অনুযায়ী। তা সে ম্যাট, সাটিন, গ্লসি কিংবা রেগুলার যাই হোক না কেন। বিভিন্ন ধরনের লিপস্টিকের মধ্যে বর্তমানে কিন্তু ম্যাট লিপস্টিকের জনপ্রিয়তা তুঙ্গে। এই ধরনের লিপস্টিক যেকোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে পড়ে যাওয়া যায়।

কেমন ভাবে উৎপত্তি হল এই লিপস্টিকের :-

শোনা যায় আজ থেকে প্রায় ৫০০০ বছর আগে সুমেরীয়দের মাধ্যমে প্রথম লিপস্টিক পড়ার প্রচলন হয়েছিল। তাঁরা বিভিন্ন রত্নপাথর চূর্ণ করে সেগুলি ব্যবহার করত, বিশেষ করে ঠোঁটে এবং চোখের চারিদিকে। এছাড়াও প্রাচীন ইজিপ্সিয়ানরা লিপস্টিক ব্যবহারে দ্বারা সামাজিক সম্মানকে বেশি গুরুত্ব দিত লিঙ্গবৈষম্যের পরিবর্তে। তাঁরা বিভিন্ন রঞ্জক পদার্থ বিশেষত লাল রঙের রঞ্জক তাদের নিজেদের ঠোঁটে ব্যবহার করত। এভাবেই ক্রমবিবর্তনের জেরে লিপস্টিকের উৎপত্তি ঘটে।

বিভিন্ন ধরনের লিপস্টিক এর মধ্যে অন্যতম লিপস্টিক হলো ম্যাট লিপস্টিক।
কি করে চিনবেন ম্যাট লিপস্টিক:—
ম্যাট লিপস্টিক ব্যবহারের ফলে মহিলাদের দেখতে লাগে বোল্ড এবং রঙিন। ম্যাট লিপস্টিকে মূলত ওয়াক্স ও সিলিকা বেশি পরিমাণে থাকে তেলের পরিবর্তে। এই লিপস্টিকে কোনো গ্লসি ভাব থাকেনা।

এবার দেখে নিই কোন সেরা ৫ টি ম্যাট লিপস্টিক অবশ্যই রাখতে হবে সংগ্রহের তালিকায়:-

ম্যাক ইম্প্যাশনড্ লিপস্টিক:– ইম্প্যাশনড্ হল উজ্জ্বল, মাঝারি-গাড় এবং গোলাপী-প্রবাল রংয়ের লিপস্টিক যা উষ্ণ আন্ডারটোনস এর জন্য। এটি ঠোঁটে হালকা ক্রিমযুক্ত অনুভূতি দেয়। এটির অস্বচ্ছ রঙের কভারেজ ছিল দারুন যা সমান এবং মসৃণভাবে প্রয়োগ হয়ে যায়। এই লিপস্টিক হালকা হালকা ক্রিমযুক্ত এবং ঠোঁটে হালকা হালকা অনুভূতি দেয় যা চারপাশে মসৃণভাবে প্রয়োগিত হয় তবে আঁকড়ে থাকে না।
স্থায়িত্ব: এটি সাড়ে ৫ ঘন্টা টানা ভালোভাবে পড়ে থাকা যায় এবং এটি হালকা আর্দ্রতাযুক্ত তবে খুব বেশি নয়।
দাম: ভারতীয় বাজারে ১৭০০ টাকার মতো।

mac impassioned lipstick review blog

কালারবার ভেলভেট ম্যাট লিপস্টিক:– কালারবার ভেলভেট ম্যাট লিপস্টিক অনন্য 2-ইন-1 ফর্মুলাযুক্ত ঠোঁটকে ক্রিমযুক্ত, তবুও ম্যাট ফিনিস দেয়। ভারতের মধ্যে এটি একটি অন্যতম পণ্য, যাতে অত্যধিক নমনীয় উপাদান রয়েছে যা ঠোঁটকে একটি নরম এবং কোমল চেহারা দেয় এবং ভিটামিন ই দিয়ে পুষ্ট রাখে ঠোঁটে প্রয়োগের সময়। এই ভেলভেট ম্যাট লিপস্টিকটি লিপ গ্লস এবং লিপ লাইনারের সাথেও প্রয়োগ করা যায়। এটি মূলত ক্রিমযুক্ত টেক্সচার এবং একটি ম্যাট সমাপ্তি দেয়। এটি একটি ছাপবিহীন লিপস্টিক।
স্থায়িত্ব: ৫ ঘন্টা অব্ধি টানা এটি পড়ে থাকা যায়।
দাম: ৩০০-৪০০ টাকা।

Colorbar+Velvet+Matte+Lipstick+in+Bare

ল্যাকমে অ্যাবসলিউট ম্যাট লিপকালার:– এই লিপস্টিকটি ১-২ মিনিটের মধ্যে একটি ম্যাট সমাপ্তিতে শুকিয়ে যায় এবং ঠোঁটে শুকনোভাব অনুভূত হয় না। এটির ভীষণ কড়া ধরনের গন্ধ আছে।
স্থায়িত্ব: এটি দীর্ঘস্থায়ী হয় তবে কয়েক ঘন্টা পরে এর স্বচ্ছতা কমে যায় এবং যা থাকে তা হল একটি দাগ।
দাম: ভারতীয় বাজারে ৭০০- ৮০০ টাকার মতো।

1000008302506 1000008302493 010 750

ডেবোরা মিলানো রেড:– ডেবোরা মিলানো রেড লিপস্টিক এমন একটি লিপস্টিক যা তাদের উদ্ভাবনী সূত্রটি নিয়ে গর্ববোধ করে। এটি মূলত হায়ালুরোনিক অ্যাসিড-ভিত্তিক “ফিলার” দিয়ে তৈরি। যা ঠোঁটকে নরমতম এবং আকর্ষণীয় পাউট করতে সাহায্য করে।
স্থায়িত্ব: এই লিপস্টিক ঠোঁটকে অতীব রঙিন, অসম্ভব আরামদায়ক এবং গভীরভাবে ময়শ্চারাইজ রাখে প্রায় ১০ ঘন্টা পর্যন্ত।
দাম: ৬০০-৭০০ টাকার মধ্যে।

www.deborahmilano.com 00103E3 03

এনওয়াইএক্স সফ্ট ম্যাট লিপ ক্রিম:– এনওয়াইএক্স প্রো মেকআপ সফ্ট ম্যাট লিপ ক্রিম একটি আরামদায়ক এবং অত্যন্ত রঞ্জকযুক্ত তরল লিপস্টিক। এটি ওজনহীন, টেকসই এবং অবিশ্বাস্যভাবে নরম, এই ম্যাট সূত্রটি কখনই ঠোঁট শুকায় না। এটি রঙিন প্লাস্টিকের টিউবে একটি নরম কোণযুক্ত অ্যাপ্লিকেটর সহ আসে। এটি দ্রুত ব্যবহার করার জন্য চারপাশে বহন করা অত্যন্ত সুবিধাজনক।
স্থায়িত্ব: এটি ৪-৫ ঘন্টা টানা ভালোভাবে পড়ে থাকা যায়।
দাম: ভারতীয় বাজারে ৪০০-৫০০ টাকার মতো।

71jMu5ezTXL. SL1500

তাহলে আর দেরি না করে অবশ্যই সংগ্রহ করে ফেলুন এই সেরা ৫ টি লিপস্টিক। সকলের সামনে নিজেকে মোহময়ী করে তুলুন লিপস্টিকের ছোঁয়ায়।

তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট

1 COMMENT