রাজ্যে তৃতীয় দফার ভোটে বিভিন্ন প্রান্ত থেকে এল ছোট-বড় অশান্তির অভিযোগ। তিন জেলার ৩১টি আসনের ভোটে সংবাদমাধ্যম জুড়ে অন্তত দশটা অশান্তির খবর দেখানো হল। ৩১টি আসনের মধ্যে ৬-৭টি আসনে অশান্তি ছাড়া বাকি জায়গায় ভোট নির্বিঘ্নেই সম্পন্ন হল। হুগলি জেলাতেই অসান্তির ঘটনা সবচেয়ে বেশি ঘটল। উলুবেড়িয়ায় তৃণমূল কর্মীর বাড়ি থেকে ইভিএম উদ্ধারের ঘটনা দিয়ে তৃতীয় দফার ভোটের শুরু হয়। আরামবাগে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ-য়ের ওপর আক্রমণের ছবি ধরা পড়ল ক্যামেরা। যে সুজাতা মণ্ডল ভোটের আগে তাঁর স্বামী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও পদ্ম শিবির ছেড়ে দিদির দলে যোগ দেন।
উলুবেড়িয়ায় হাসপাতালে আক্রান্ত কর্মীকে দেখতে গিয়ে চড় খেলেন তারকা প্রার্থী পাপিয়া অধিকারী। সকালে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে ময়দানে নামা তারেকশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তও আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন। গোঘাটে তৃণমূলের বুথ সভাপতি মারা গেলেন। অভিযোহ বিজেপি কর্মীরা তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন।
আরও পড়ুন: অন্য ছবি! একসঙ্গে রান্না করলেন তৃণমূল-বিজেপির কর্মীরা, মেনু কী?
আসুন এক নজরে দেখে নেওয়া যাক, তৃতীয় দফায় ভোটে অশান্তির হাল হকিকত
গোঘাটে নিহত তৃণমূল বুথ সভাপতি, ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে
গোঘাটে তৃণমূলের বুথ সভাপতি সুনীল রায় (৭২) ভোট দিয়ে ফেরার সময় মারা গেলেন। অভিযোগ বিজেপি কর্মীরা তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। গুরুতর আঘাত পেয়ে গোঘাটের ফলুই এলাকায় মারা যান তিনি।
আরামবাগে আরান্ডি-১ গ্রাম পঞ্চায়েতের মহল্লাপাড়ায় ২৬৩ নম্বর বুথে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁ ও তাঁর এজেন্ট আক্রান্ত। মেরে সুজাতা মণ্ডল খাঁয়ের পোলিং এজেন্টের মাথাও ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
দিনভর উত্তপ্ত তারকেশ্বর। একদিকে পোলিং এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ। অভিযোগ পেয়ে বুথে পৌঁছলে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান। দিনের শেষে মাথা ফাটল তাঁর এজেন্টের।
উলুবেড়িয়া হাসপাতালে বিজেপির তারকা প্রার্থী পাপিয়া অধিকারীকে চড় মারার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল। আক্রান্ত কর্মীকে দেখতে গিয়েছিলেন উলবেড়িয়া দক্ষিণের প্রার্থী পাপিয়া অধিকারী। হাসপাতালে তাঁকে প্রথমে ধাক্কা, তারপর চড় মারা হয় বলে অভিযোগ।
বোমা-গুলির ভয়ে ধানক্ষেতে স্ত্রী, মেয়ে, অভিযোগ বিষ্ণুপুরের বিজেপি বুথ সভাপতির
ফলতার বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে ইভিএম উদ্ধার, সাসপেন্ড এসআই