তিনি ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট নেতা এবং বর্তমানে ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী) দলের পলিটব্যুরোর সদস্য , বামফ্রন্টের উত্তরসূরী ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের সৌম্যদর্শন চেহারা ও পাঞ্জাবি পরিহিত এক অসাধারণ ব্যক্তিত্বের তীব্র সমালোচনায় সবসময় সরগরম থাকত মহাকরণ। মুখে সিগারেট, তীক্ষ্ণ বাক্যবাণ, পাশাপাশি আর্থ- সামাজিক পরিস্থিতি থেকে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন বিষয়ে তাঁর জ্ঞানকে সবাই সম্মান ও করতেন।সম্প্রতি,১ ই মার্চ উনি ৭৭ বছরে পা দিলেন।১৯৪৪ সালের ঠিক এই দিন তাতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন।কিন্তু এখন কোন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য ?? তার শারীরিক অবস্থা কেমন?
দক্ষিণ কলকাতার ১,৫৯এ পাম অ্যাভিনিউ। চার রাস্তার মোড়ের এই সাদা নীল সরকারি আবাসনে থাকেন ‘কমরেড’ বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপরের ফ্ল্যাটেই থাকেন এই কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। রাজনীতির মূল স্রোত থেকে অনেক দিন আগেই বেরিয়ে গেছেন তিনি।বামফ্রন্টের আমলে রাজ্যজুড়ে যে প্রচন্ড অর্থনৈতিক স্থবিরতা তৈরি হয়েছিল তাকে একটা ভারসাম্যের মধ্যে আনতে উদ্যোগী হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিঙ্গুর জমি আন্দোলন থেকে শুরু করে নন্দীগ্রাম আন্দোলন ইত্যাদি সবই ঘটেছিল বুদ্ধদেবের মুখ্যমন্ত্রীত্বের জমানাতেই। যদিও এই সিঙ্গুর, নন্দীগ্রামের বিষয় গুলোই পশ্চিমবঙ্গের বুকে বামফ্রন্টের দীর্ঘ ৩৩ বছরের শাসনেট অবসান ঘটায়। যার ফলস্বরূপ ২০১১ সালে পশ্চিমবঙ্গের বাম শাসমের বিদায় ঘটে এবং সেইসঙ্গে মুখ্যমন্ত্রীত্ব হারান বুদ্ধদেব ভট্টাচার্য। তবুও বাংলার রাজ্য রাজনীতির এক অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ হয়ে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই বুদ্ধদেব ভট্টাচার্য এখন কেমন আছেন?এই প্রশ্ন বারবারই সবার মনে আসে। দীর্ঘ রোগ-ভোগের কারণে এবং বয়সের জন্য বুদ্ধদেবের আনাগোনা শুধুমাত্র তার পাম অ্যাভিনিউ-এর বাড়ির অন্দরেই সীমাবদ্ধ। এর জন্য আলিমুদ্দিনেও এখন আর যেতে পারেন না সিপিএম-এর এই একনিষ্ঠ কর্মী। আলিমুদ্দিন থেকে প্রায়ই অনেক ফোনই আসে তার বাড়িতে। এর মধ্যে অধিকাংশটাই থাকে রাজ্যে বাম আন্দোলন কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সেই সম্পর্কে। সকলেই বুদ্ধদেব বাবুর দেখানো পথের আশায় থাকেন।তবে, সম্প্রতি গুরুতর শ্বাসকষ্টের সমস্যার জন্য তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন তিনি সিওপিডি–র সমস্যায় ভুগছেন।জানা গেছে যে , বর্তমানের আবহাওয়ার পরিবর্তনের ফলেই অসুস্থ হয়ে পড়েন তিনি।প্রসঙ্গত, থেকেই বুদ্ধদেববাবুর আংশিক শ্বাসকষ্ট শুরু হয়। দিন গরম, রাতে ঠান্ডা— এই আবহাওয়া খানিকটা দুর্বল হয়ে পড়েছেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই ছিলেন ৭৬ বছর বয়সী বাম নেতা। ২৪ ঘণ্টা চিকিৎসক ফুয়াদ হালিমের পর্যবেক্ষণে ছিলেন তিনি। পরে বাড়াবাড়ি হওয়ায় বুধবার তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন : https://www.banglakhabor.in/পাবজি-এর-ফেরত-কবে-কিভাবে-আ/amp/