প্রায় তিন দশক ব্যাপী বিদ্যমান বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায় ঘোষণা হতে চলেছে আজ লখনউ এর বিশেষ সিবিআই আদালতে।
বাবরি মসজিদ ধ্বংস আর শুধুমাত্র ঘটনা বিশ্বাস নয় ভারতীয় রাজনীতির চালিকাশক্তির অন্যতম কেন্দ্র বিন্দু।
১৯৯২ সালের ৫ ডিসেম্বর অর্থাৎ মসজিদ ধ্বংসের আগেরদিনের লখনউ এর ঝান্ডেওয়ালা ময়দানে করসেবকদের স্বতস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে শুরু করে আজকের লখনউ-এর সিবিআই আদালতে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতীর মতন সেদিনের প্রথম শ্রেণীর নেতৃত্বের মসজিদ ভাঙ্গার ষড়যন্ত্রে যোগদান এবং উস্কানি ও প্ররোচনা যোগানোর অভিযোগের বিচার_এরই মাঝে কেটে গিয়েছে ২৮ টা বছর।
বাবরি ধ্বংসের মামলায় মোট ৪৯ অভিযুক্তের মধ্যে অশোক সিংহল,বাল ঠাকরে এবং অন্যান্য আরো ১৭ জন ইতিমধ্যে প্রয়াত। বাকি অভিযুক্তদের হয়ে আজ প্রতিনিধিত্ব করছেন আইনজীবী কে কে মিশ্র। যদিও নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে ভর্তি উমা ভারতী। এই অতিমারির আবহে নিজেদের বার্ধক্যজনিত সমস্যার কারণে সশরীরে উপস্থিত না থেকে ভিডিও কনফারেন্সে হাজিরা দেওয়ার কথা জানিয়েছেন লালকৃষ্ণ আডবাণী ও মুরলীমনোহর যোশী।একই ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অভিযুক্ত কল্যাণ সিংহ।
সকাল সাড়ে দশটা পর্যন্ত ৩২ জন অভিযুক্ত এরমধ্যে ১৮ জন আদালতে পৌঁছান। উপস্থিত হয়েছেন অন্যতম অভিযুক্ত সাধ্বী ঋতাম্ভরা ও সাক্ষী মহারাজ।নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ আদালত চত্বর। নিয়ন্ত্রিত করা হয়েছে যানবাহনের চলাচল। রায় ঘোষণার অপেক্ষায় গোটা দেশ।