৩০ লক্ষের বেশি ফলোয়ার্সদের উরফি কখনো নিরাশ করেননি। পোশাক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার স্বভাব আর গেল না এই মেয়ের। তবে এই বারের পোশাক সবথেকে আলাদা এবং আরও বেশি আকর্ষণীয়।
গায়ে ২০ কেজি ওজনের কাঁচ জড়িয়ে চমকে দিলেন তার অনুরাগীদের। এমন পোশাক পরার কেউ চিন্তাও করতে পারে বলে ধারণা করা যায় না।
এর আগে নগ্ন শরীরে ফুলের সাজে তাক লাগিয়েছিলেন তিনি। প্লাস্টিক দিয়ে বানানো ড্রেসে সবার মুখে মুখে নিজেকে বদ্ধ করেছেন উরফি জাভেদ। তবে এবার হঠাৎ কাঁচের মধ্যে নিজেকে কেন আবদ্ধ করলেন তিনি? এক্ষেত্রে তো চোটও লাগতে পারে তার! এ বিষয়ে তিনি বলেন, ” এটা আসল কাঁচ নয়। ব্রলেট টপের ওপর কাঁচের মতো কাপড় দিয়ে তৈরি একটি মিনিড্রেস।”
চিরাচরিত ফ্যাশন ট্রেন্ডকে দুমড়ে মুছড়ে দিতে চান উরফি। আর সমস্ত সমালোচনাদের ছুঁড়ে ফেলে দিয়ে নজির গড়তে ব্যস্ত থাকেন তিনি। তাই সমালোচকদের কথায়
বিন্দুমাত্র পাত্তা দেন না তিনি। তিনি সবসময় এটাই বলেন যে যেটা পরতে তিনি স্বচ্ছন্দ্যবোধ করেন সেটাই তিনি পরেন।