নিজস্ব সংবাদদাতা: বাংলার শিয়রে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোট নিয়ে রাজ্যে একপ্রকার যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার মধ্যেই সমস্ত রাজ্যবাসীর ‘দুয়ারে’ উন্নয়ন পৌঁছে দিতে বদ্ধপরিকর মমতা সরকার। ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া হয়েছে নবান্নের তরফে। আর এ বার থেকে শহরের রাস্তায় নামছে ভ্রাম্যমান শৌচালয়। শহরবাসীর অসুবিধার কথা মাথায় রেখে এই অভিনব পরিকল্পনা গ্রহণ করেছে কলকাতা পুরসভা।
আপাতত শহরের রাস্তায় ২৫টি ভ্রাম্যমান শৌচালয় পথে নামানোর পরিকল্পনা রয়েছে। তার পর ধাপে ধাপে এই শৌচালয়ের সংখ্যা আরও বাড়ানো হবে। কলকাতা পুরসভা সূত্রে গতকাল এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য, শহরের বিভিন্ন প্রান্তে প্রায় সাড়ে তিনশো সুলভ শৌচালয় রয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় সংখ্যায় সেগুলি অনেকটাই কম। এদিকে, জায়গার অভাবেও অনেক গুরুত্বপূর্ণ এলাকায় শৌচালয় তৈরি করা যায়নি। তাই সাধারণ নাগরিকের স্বার্থে শহরে শৌচালয় বাড়াতে এই জাতীয় ভ্রাম্যমান শৌচালয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে।
গতকাল পুরসভার তরফে জানানো হয়েছে, ছোট ছোট গাড়ি করে একটি আস্ত শৌচালয় ঘুরবে শহরের গুরুত্বপূর্ণ এলাকায়। বিশেষ করে যেই এলাকাগুলোতে বাজার রয়েছে, সে সব জায়গায় এগুলি সংখ্যায় বেশি থাকবে। প্রকৃতির ডাকে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েন বহু মানুষ। সে কারণে ভ্রাম্যমান শৌচালয় গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপর কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, “মানুষের সমস্যার কথা ভেবেই সরকারের এই ভ্রাম্যমান শৌচালয়ের চিন্তাভাবনা। যদি সাধারণ মানুষের স্বার্থে এগুলি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে পরে এর সংখ্যা আরও বাড়ানো হবে।” ভোটের মুখে হলেও অভিনব এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।