নিজস্ব প্রতিবেদন : করোনার প্রভাব পড়েছে চলচ্চিত্র জগতেও। ফলস্বরূপ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানও হবে ভার্চুয়ালি।
এবারে আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাসমারোহে উদ্বোধন নয়। ৮ ই জানুয়ারি নবান্নের সভাঘর থেকে ২৬ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার ২ রা জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য সাংবাদিক বৈঠক আয়োজিত হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরুপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, অভিনেত্রী পাওলি দাম, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক তথা উৎসব সভাপতি রাজ চক্রবর্তী, নন্দনের সি.ই.ও মিত্র চট্টোপাধ্যায়।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধন মানেই একঝাঁক তারকার ভিড়। তাদের দেখতেই ভিড় জমান বহু মানুষ। এবারে সেদিকেও রাশ টানতে হয়েছে । সবটাই হবে ভার্চুয়ালি, মহামারীর কারণে সব অনুষ্ঠানই বাতিল হয়েছে।
আসবেন না অতিথিরা, শুধুমাত্র সত্যজিৎ স্মারক বক্তৃতায় থাকবেন অনুভব সিনহা। বিষয় সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন মেইনি ইন্ডিয়ান সিনেমা।
করোনার কারণে এবারে হলের সংখ্যাও কমানো হয়েছে। শিশির মঞ্চ, নন্দন, রবীন্দ্র সদন সহ মাত্র ৬ টি প্রেক্ষাগৃহে দেখানো হবে চলচ্চিত্র উৎসবের সিনেমাগুলি। ৫০ শতাংশ দর্শক নিয়ে দেখানো হবে ছবিগুলি। এবার চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি ইতালি। এবারে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘অপুর সংসার’। চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার আসর থেকে সেরা ছবিকে দেওয়া হবে রয়্যাল বেঙ্গল ট্রফির সাথে ৫১ লক্ষ টাকার পুরষ্কার।
২০২০ তে আমারা হারিয়েছি বহু কিংবদন্তীকে। এবারে চলচ্চিত্র উৎসবে প্রয়াত কিংবদন্তীদের সম্মান জানানো হবে। এবছর চলচ্চিত্র উৎসবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৯ টি ছবি ও অন্যান্য প্রয়াত অভিনেতাদের ১ টি করে ছবি দেখানো হবে। এছাড়াও ভানু বন্দ্যোপাধ্যায়, রবিশঙ্কর, হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে তথ্যচিত্র দেখানো হবে। এনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গগনেন্দ্র প্রদর্শশালায় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তাই এবারের চলচ্চিত্র অনুষ্ঠান থেকে অন্য বারের থেকে আলাদা হবে তা আর বুঝতে অসুবিধা নেই।
[…] কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(KIFF)… […]