গোটা বাংলায় করোনার গ্রাফ নিম্নমুখী হতে শুরু করেছে। ২০২০-র জুলাই মাসের পর কলকাতা শহরে করোনার দৈনিক সংক্রমণ কমেছে প্রায় ২০০-র নিচে। করোনা সক্রিয়ের হারও কমেছে কলকাতায়। উত্তর ২৪ পরগনার পর কলকাতাতেও করোনা সক্রিয়ে সংখ্যা ২০০০-এ নেমে এসেছে।
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮১২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৯৯ । উত্তর ২৪ পরগনায় ২৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ কমছে ধীরে ধীরে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৯৮৪ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৩৭৩।এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৩৬৬০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৮১১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২২৮ জন।
তাছাড়া, দক্ষিণ ২৪ পরগনায় ৩৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৬২৩৮। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৪৮২৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৬ জন। হুগলিতে ৪৬ জন বেড়ে আক্রান্ত ২৮৭৩৩ জন।
এছাড়া আলিপুরদুয়ারে ৭৬৫৩, কোচবিহারে ১১৭১১, দার্জিলিংয়ে ১৭৯৪৫, কালিম্পংয়ে ২১৭৬, জলপাইগুড়িতে ১৪৪৩৪, উত্তর দিনাজপুরে ৬৪৮৩, দক্ষিণ দিনাজপুরে ৮১০০,বাঁকুড়ায় ১১৪৬৭, ঝাড়গ্রামে ২৯৮১, পশ্চিম মেদিনীপুরে ১৯৯৩৫, পূর্ব মেদিনীপুরে ২০২৫৫, মালদহে ১২৫২০, মুর্শিদাবাদে ১২০১১, নদিয়ায় ২১৯১৮, বীরভূমে ৯৭১৩, পুরুলিয়ায় ৭০০২, পূর্ব বর্ধমানে ১২৩৬৭, পশ্চিম বর্ধমানে ১৫৪৪৫ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।
প্রসঙ্গত, এখনো অবধি করোনা ভাইরাসে কলকাতায় মোট করোনা আক্রান্ত ১২৪৩৬১।
শুধু এদিনই কলকাতায় ১৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৯৮৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১১৯৩৪৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২০৩১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩২৯ জন। বর্তমানে, করোনার নতুন স্ট্রেন নিয়ে উদ্বেগ বেড়েছে। কলকাতা তে প্রায় ৪ জন ব্যক্তি এই করোনার দ্বিতীয় স্ট্রেন দ্বারা আক্রান্ত।
[…] […]
[…] ব্যাঙ্কের সামনে থেকে ঠিক সকাল ১১ টায় কৃষক সংহতি মঞ্চের নেতৃত্বে আন্দোলনকারী কৃষকদের […]