নিজস্ব সংবাদদাতা: গত ১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া।প্রথম পর্যায়ে দেশের সমস্ত প্রথম শ্রেণীর করোনা যোদ্ধাদের বিনামূল্যে টিকা দিয়েছে ভারত সরকার। তবে পরবর্তী পর্যায়ে এসে এবার টিকার নির্দিষ্ট দাম ধার্য করা হল কেন্দ্রের তরফে।
আগামীকাল অর্থাৎ ১ মার্চ থেকে দেশ জুড়ে শুরু হবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণ প্রক্রিয়া। বেসরকারি হাসপাতাল গুলিতে গিয়ে প্রবীন নাগরিকদের টিকার প্রথম ডোজ নেওয়ার জন্য ২৫০ টাকা দাম দিতে হবে, এদিন বিবৃতির মাধ্যমে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রের ওই বিবৃতিতে জানানো হয়েছে, “সরকার ৬০ বছরের উর্দ্ধে যে কোনো ব্যক্তি এবং কোভিডের উপসর্গযুক্ত ৪৫ বছরের উর্দ্ধে ব্যক্তিদের জন্য করোনা টিকার প্রতি ডোজের দাম নির্দিষ্ট করে দিয়েছে, যেগুলি এবার থেকে বেসরকারি হাসপাতালেও পাওয়া যাবে। প্রতি ডোজের জন্য ২৫০ টাকা দাম ধার্য করা হয়েছে।”
বস্তুত, এযাবৎ কেবলমাত্র চিকিৎসক স্বাস্থ্যকর্মী পুলিশকর্মীর মতো প্রথম সারির করোনা যোদ্ধারাই টিকা নিতে পারছিলেন। তাঁদের টিকা দেওয়া হচ্ছিল সম্পূর্ণ বিনামূল্যে। সম্প্রতি দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ভোট কর্মীদেরও নিখরচায় করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। তবে এবার থেকে টিকার জন্য বেসরকারি হাসপাতাল গুলিতে টাকা দিতে হবে, এমনটাই জানিয়েছে সরকার। যেহেতু করোনা টিকার দুটি ডোজ নেওয়া প্রয়োজন, ফলে বেসরকারি হাসপাতালে টিকার জন্য খরচ করতে হবে মোট ৫০০ টাকা।
অবশ্য করোনা টিকার জন্য নির্ধারিত এই দাম কেবল বেসরকারি হাসপাতালের জন্যই প্রযোজ্য। যাঁরা সরকারি হাসপাতাল থেকে টিকা নিতে চান তাঁরা সম্পূর্ণ বিনামূল্যেই পাবেন পরিষেবা। কেন্দ্র জানিয়েছে টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে দেশ জুড়ে অন্তত ১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি হাসপাতালে টিকা দেওয়ার কাজ চলবে। ন্যূনতম প্রক্রিয়া ব্যয় তুলতেই বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে মূল্য নির্ধারিত হয়েছে, জানিয়েছেন এইমস (AIIMS) প্রধান রণদীপ গুলেরিয়া।