বিশ্বব্যাপী অতিমারি করোনার আক্রমণের সাথে ভারতবাসী ৬ মাস যুদ্ধ করছে|দীর্ঘ ৬৯ দিন টানা লকডাউনের সাক্ষী থেকেছে ভারতবাসী|এই লড়াইয়ে ভারতবর্ষের অর্থনীতি আজ ভীষণ বিপন্ন|তাই গত দুমাস ধরে আনলক পর্ব শুরু হয়েছে|এই আবহে আগামী পয়লা অক্টোবর থেকে ভারতবর্ষ জুড়ে শুরু হচ্ছে আনলক ফাইভ বা পঞ্চম পর্যায়ের আনলক ব্যবস্থা|কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর অনুযায়ী এই পর্যায়ে আরও বেশ কিছু বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে|সূত্রের দাবি আসন্ন উৎসবের মরসুমে আরো কিছু বিশেষ ছাড় দেওয়া হতে পারে|চলুন দেখে নেওয়া যাক কি কি বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে –
শিক্ষাব্যবস্থা : গত 21 এ সেপ্টেম্বর থেকে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছিল সমস্ত বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত খোলার কথা কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে বিদ্যালয় গুলি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনলাইনে ক্লাস করাতে পারবে|এই আবহে গত সপ্তাহে সারা ভারত বর্ষ জুড়ে জয়েন্ট এন্ট্রান্স মেইন এবং নিট পরীক্ষা নেওয়া হয়েছে|বিশ্ববিদ্যালয়গুলি কে বলা হচ্ছে অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে তাদের সমস্ত পরীক্ষাপদ্ধতি অনলাইনে শেষ করতে হবে|এ বছরেই শিক্ষাবর্ষের সময়সীমা কমে ৯ মাসে গিয়ে দাঁড়িয়েছে|তাই সিলেবাস শেষ করার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কাছেই একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে|আগামী দিনে শিক্ষাব্যবস্থা কোন পথে কিভাবে অগ্রসর হয় সেই নিয়ে আমাদের নজর থাকবে|
বিনোদন এবং তথ্য সংস্কৃতি : আগামী পয়লা অক্টোবর থেকে ছয় মাস বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে চালু হতে চলেছে দেশের বিভিন্ন সিনেমা হল|সূত্রের খবর সর্বাধিক 50 জন দর্শক নিয়ে সিনেমা হলগুলো খুলতে পারবে|দুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন যে আমাদের রাজ্যের সিনেমা হল যাত্রা ও নাটকের মঞ্চে সর্বাধিক 50 জন নিয়ে স্বাস্থ্যবিধি মেনে এগুলো চালু করা যাবে|
আমরাও চাই জনজীবন দ্রুত স্বাভাবিক পথে ফিরুক|বাংলা তথা ভারতবর্ষ আবার সেই চেনা পরিচিত ছন্দে ফিরুক|
ঋদ্ধি দাশ