করোনা আবহে কেরলে আতঙ্ক ছড়াচ্ছে শিগেলা নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কোঝিকোড়ের পর কোচিতে দেখা মিলল শিগেলার। এক ৫৬ বছরের মহিলার শরীরে মিলেছে সংক্রমণ। দুসপ্তাহ আগে কোঝিকোড়ের এক ১১ বছর বয়সী বালকের মৃত্যু হয় এই সংক্রমণে। পরে অন্তত ৩৬ জনের শিগেলায় আক্রান্তের খবর মিলেছে। পরে সপ্তাখানেকের মধ্যে তারা সুস্থ হয়ে যান।
এবার আক্রান্ত হয়েছেন কোচির এক পৌঢ়া। জেলার কালেক্টর জানিয়েছেন আক্রান্তকে পর্যবেক্ষণ রাখা হয়েছে। আক্রান্তের এলাকা জীবাণুমুক্ত করার কাজ চলছে। এখন আক্রান্তদের এলাকায় অ্যান্টি ব্যাকটেরিয়াল পিল বিতরণ করা হচ্ছে। কোনোভাবেই যাতে সংক্রমণ ছড়িয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। প্রসঙ্গত, কোঝিকোড়ের ছেলেটিকে নিপা ভাইরাসে আক্রান্ত ভাবা হয়েছিল। ডাইরিয়ার সাথে অসহ্য পেটে ব্যথা হওয়ায় ছেলেটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায় শিগেলায় আক্রান্ত হয়েছিল ছেলেটি।
বিশেষজ্ঞরা বলছে, শিগেলা খুব ভয়ানক নয়, তবে কোনো ব্যক্তির কো-মর্বিডিটি থাকলে সমস্যা হতে পারে। জল ও বাসি খাবার থেকে ব্যকটেরিয়া শরীরের ক্ষুদ্রান্ত্রে আক্রমণ করে। এই রোগের সাধারণ উপর্সগ হল ডায়েরিয়া ও জ্বর। দশ বছরের কমবয়সিদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
শিগেলার হানায় চিন্তিত কেরল প্রশাসন। স্বাস্থ্য দপ্তর থেকে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছে। বাসস্থানের পাশাপাশি এলাকা পরিচ্ছন্ন রাখার নির্দেশ ও দেওয়া হয়েছে ।
[…] […]