নিজস্ব সংবাদদাতা: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন তিনি। বিরূপ সমালোচনা সত্ত্বেও দমে যায় নি তাঁর প্রতিবাদী কন্ঠস্বর। দমেনি আত্মবিশ্বাস। দিন কয়েক আগে নিজেকে টম ক্রুজের চেয়েও প্রতিভাবান অভিনেতা হিসেবে দাবি করেছিলেন তিনি। আজ নিন্দুকদের মুখের উপর জবাব দিয়ে জাতীয় পুরস্কার লাভ করলেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত।
সোমবার প্রকাশিত হয়েছে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা প্রকাশিত হয়েছে। আর তাতেই উঠে আসতে দেখা গেছে কঙ্গনা রানাওয়াতের নাম। মণিকর্ণিকা এবং পাঙ্গা সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। বলিউডের এই ঠোঁটকাটা ‘ক্যুইন’-এর পুরস্কার প্রাপ্তি নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা মহল থেকে উঠে আসছে একাধিক প্রশ্ন। এর কারণ যে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া তাঁর নেতিবাচক জনপ্রিয়তা, তা বুঝে নিতে অসুবিধা হয় না।
কঙ্গনা রানাওয়াত একজন আদ্যপান্ত নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ ব্যক্তিত্ব। সোশ্যাল মিডিয়ায় গেরুয়া দলের প্রতি তাঁর সমর্থনে কোনোরকম রাখঢাক দেখা যায় না। সম্প্রতি তিনি ঘোষণাও করেছেন, “নরেন্দ্র মোদী মানুষ নন, তিনি ভারতের জনগণের আবেগের অপর নাম।” শুধু তাই নয়, আগামী দিনে প্রতিবেশী পাকিস্তানেও বিজেপি সরকার গঠিত হবে বলে দাবি করেছিলেন তিনি। বিতর্কের সঙ্গে ওঠাবসা করা অভিনেত্রীর সমালোচনায় পাত্তা দেন না ঠিকই, তবে নিন্দুক মহল কঙ্গনা রানাওয়াতের জাতীয় পুরস্কারের জন্য খানিক ভ্রু কুচকে তাকাচ্ছে। তাঁদের প্রশ্ন, প্রধানমন্ত্রী ঘনিষ্ঠতাই সেরা অভিনেত্রীর পুরস্কারের পথ প্রশস্ত করল না তো?
উল্লেখ্য , কঙ্গনা রানাওয়াত ছাড়াও ৬৭তম জাতীয় পুরস্কার তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী এবং ধনুশ। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তাঁরা। এছাড়া সেরা বাংলা সিনেমার পুরস্কারটি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত গুমনামি। সেরা স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ডও পেয়েছে এই ছবি। বলিউডে সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোরে’।