নিজস্ব সংবাদদাতা: ভোটের ফলাফল প্রকাশ হতেই বাংলার রাজনৈতিক পরিবেশ নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন নিজের টুইটার একাউন্টে। শেষ অবধি হিংসা ছড়ানোর অভিযোগে তাঁকে ব্যান করে টুইটার কর্তৃপক্ষ। আর এরমধ্যেই এবার করোনায় আক্রান্ত হলেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচলে নিজের বাড়িতে যাবেন বলে কোভিড পরীক্ষা করিয়েছিলেন শুক্রবার। আজ সকালে সেই পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সে খবর নিজেই ইনস্টাগ্রামে জানালেন তিনি।
টুইটার থেকে বিতাড়িত হওয়ার পর অভিনেত্রীর এখন শুধুমাত্র ইনস্টাগ্রামই ভরসা। তিনি সেখানেই নিজের মতামত প্রকাশ করেন। অনুরাগীদের তাঁর যাবতীয় খবরাখবর দেন। শনিবার সকালেও তাই করলেন। কোভিড পজিটিভ হওয়ার খবরটি আজ ইনস্টাগ্রামেই প্রকাশ করলেন কঙ্গনা। তবে এদিনও বিতর্ক থেকে দূরে সরে থাকতে পারলেন না কঙ্গনা। তাঁর বক্তব্য, “এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন”।
অবশ্য করোনাকে সাধারণ ফ্লু বলার যে একেবারে কারণ নেই তা নয়। বিজেপি ঘনিষ্ঠ মিডিয়া গুলিতে করোনা নিয়ে নেগেটিভ প্রচার করা হচ্ছে না। কেন্দ্রের তরফেও বলা হয়েছে মানুষের মধ্যে প্যানিক না ছড়িয়ে ভালো দিকটি তুলে ধরার কথা। বিজেপি ঘনিষ্ঠ কঙ্গনা করোনা আক্রান্ত হওয়ার পরেও তাই মারণ এই ভাইরাসকে সাধারণ ফ্লু বলেছেন। তবে এই ভাইরাস যে রোজ এদেশে প্রায় ৪ হাজার মানুষের প্রাণ কাড়ছে, তা অস্বীকার করার জো নেই।
সূত্রের খবর, গত ২দিন আগে হালকা জ্বর হয়েছিল অভিনেত্রীর। দুর্বল হয়ে পড়েছিলেন। সঙ্গে চোখ জ্বালা করছিল কঙ্গনার। তাই হিমাচলে নিজের বাড়ি ফিরে যাওয়ার আগে পরীক্ষা করিয়েছিলেন। তাতেই শরীরে করোনা ধরা পড়ে। যার ফলে আপাতত তিনি নিভৃতবাসেই রয়েছেন বলে নেটমাধ্যমে জানালেন। কোভিড পজিটিভ হওয়ার খবর দেওয়ার সঙ্গে কঙ্গনা এ কথাও জানিয়ে দিলেন, এই ভাইরাসকে ধ্বংস করবেন তিনিই। মানুষকে তাঁর উপদেশ, “এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভাইরাসে ভয় পান, তবে আমি অন্য ভয় দেখাব আপনাদের”। তবে সেই ‘অন্য’ ভয়টা ঠিক কি বিষয়, সেটাই এখনও বুঝে উঠতে পারেননি নেটিজেনরা।