কি আছে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ওবামার বইতে? ভারতীয় কংগ্রেস কি বিরূপ হল সেই বই পড়ে?
আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বার্যাক ওবামা তাঁর নানা দেশ ভ্রমণ ও সেসবের অভিজ্ঞতার আলোকে প্রচুর বই লিখেছেন। তার মধ্যে ২০২০ সালে লেখা স্মৃতিগ্রন্থ “আ প্রমিসড ল্যান্ড ( A Promised Land https://www.penguinrandomhouse.com/books/562882/a-promised-land-by-barack-obama/)” প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই আমেরিকা ও কানাডার বাজারে ৮,৯০,০০০ কপি বিক্রি হয়ে গেছে।
বইটি প্রকাশের পর বেশ কিছু প্রতিক্রিয়া পাওয়া যায় সারা বিশ্ব জুড়ে। বইটির বেশ কিছু জায়গায় ভারতের জাতীয় কংগ্রেস নিয়ে বার্যাক ওবামার মন্তব্য বিতর্কের জন্ম দেয়। উত্তরপ্রদেশের প্রতাপগড়ের এক আইনজীবী জ্ঞানপ্রকাশ শুক্লা বইতে জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও মনমোহন সিং সম্পর্কে বক্তব্যের পরিপ্রেক্ষিতে ‘সিভিল স্যুট’ অর্থাৎ দেওয়ানি মামলা করেন। মামলার সাথে সাথে তিনি এফ.আই.আর.এরও দাবী করেন এবং বলেন দেশের সার্বভৌমত্ত্ব, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রতি অপমান ও অসম্মানজনক মন্তব্যের জন্য ওবামাকে ক্ষমা চেয়ে বইয়ে সংশোধন করতে হবে।
কিন্তু কি ছিল এমন মন্তব্য যার জন্য এমন আদরণীয় আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বার্যাক ওবামাকে এত সমালোচনার সম্মুখীন হতে হল? আসুন দেখে নেই কি ছিল বিতর্কের সূত্রধর—
“Rahul Gandhi has a nervous, unformed quality about him, as if he were a student who’d done the coursework and was eager to impress the teacher but deep down lacked either the aptitude or the passion to master the subject.”
বার্যাক ওবামা তাঁর বইতে এও উল্লেখ করেন যে মনমোহন সিং-কে তিনি “man with uncommon wisdom” অর্থাৎ আশ্চর্য প্রবীণত্ব সম্পন্ন ব্যাক্তি হিসেবে মনে রাখবেন। ওবামা বইতে এও বলেন যে সোনিয়া গান্ধী কংগ্রেসের নির্বাচন জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে না বেছে মনমোহন সিং-কে দায়িত্বাভার দেন কারণ তাঁর মনে হয়েছিল মনমোহন সিংয়ের দিক থেকে কোনও অমঙ্গলের সংকেতের আশঙ্কা নেই। এই মন্তব্যের আক্ষরিক ও অন্তর্বর্তী অর্থ কি তবে পৃথক? সমালোচনার ঝড় এই ভাষার অর্থকে কেন্দ্র করেই মূলত শুরু হয়।
কংগ্রেস ও সোনিয়া গান্ধীর কর্তৃত্ব নিয়ে এ হেন জোরালো আক্রমণের পর স্বাভাবিকভাবেই ভারতের জাতীয় কংগ্রেস ক্ষুণ্ণ হয়। কংগ্রেস ‘স্পোক পার্সেন’ উদিত রাজ এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে বিবৃতি দেন যে, “Mr. Obama no one can know the personality of any person in five to ten minutes…….You will bite the dust just wait for some time.”
দুই দেশের মধ্যে সুসম্পর্ক বার্যাক ওবামার রাষ্ট্রপতি হিসেবে থাকাকালীনই বৃদ্ধি পেয়েছিল। এই বিতর্ক সেই সম্পর্কে মাটি চাপা দিল কি?
ওবামার সাথে কংগ্রেসের সম্পর্কই শুধু নয় ভাঁটা পরেছে রাহুল গান্ধীর সাথে দলের অন্তর্বর্তী সম্পর্কও। বরাবরই গান্ধী পরিবারের এই সন্তান উপেক্ষিত ও সমালোচিত হয়েছে মিডিয়ায় নানা ছোট বড়ো কারণে। ক্ষমতার শীর্ষে না থাকার জন্য ও ক্ষমতার শীর্ষে আসলে ভারতের কেন্দ্রীয় আসন গান্ধী পরিবারের কুক্ষিগত হয়ে যাবে এ বিষয়েও বহু বিতর্ক দেখা গেছে। এবারে তা একেবারে আন্তর্জাতিক স্তরে। এই ঝড় সামলে রাহুল গান্ধী নিজের দলের কোণ থেকে বেরিয়ে আসতে পারেন কিনা এখন শুধু সেটাই দেখার।
এই রকম দেশ বিদেশের আরও নানা তরতাজা খবরের জন্য বাংলা খবরের পাতায় চোখ রাখুন আর পড়তে থাকুন তথ্য সমৃদ্ধ খবর।