bangla vasa

আজ একুশে ফেব্রুয়ারি , আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার মাতৃভাষা বাংলা এবং বাঙালি হিসেবে আমি গর্বিত যে আমার মাতৃভাষা বাংলা। অনেকের মতে অন্যান্য  ভাষা থেকে বাংলা কিছুটা হলেও জটিল বা সবার বোধগম্য হওয়ার নয়। আরেক দিক থেকে দেখতে গেলে বাংলার মত এত সম্পূর্ণ পরিকাঠামো  আর কোনো ভাষায় নেই।  এত সুন্দর ভাবভঙ্গীর বহিঃপ্রকাশ আর অন্য কোনো ভাষার মাধ্যমে সম্ভব নয় ।

এ ভাষা বিদ্রোহী ভাষা, অভিমানের ভাষা, আত্মত্যাগের ভাষা, বলিদান এর ভাষা। এ ভাষায় ছন্দ বেঁধেছিলেন বিশ্বকবি,  গড়ে তুলেছিলেন জাতীয় সংগীত,  রবীন্দ্র সংগীত। দুখু মিয়া এই ভাষায় ছন্দ বেঁধে গড়েছেন নজরুল গীতি।  এই ভাষার সংরক্ষণের দাবিতে ঝরছে রক্ত। এই ভাষার প্রতি যে ভালোবাসা সাধারণ মানুষ দেখিয়েছে তা আমি অন্য কোন ভাষার ক্ষেত্রে প্রত্যক্ষ করিনি ।

ভাষা

এই ভাষার সঙ্গে সুর এবং তালের সংমিশ্রণ যেন এক অষ্টম আশ্চর্য গড়ে তোলে পৃথিবীতে। সৌন্দর্যের কোনো খামতি নেই এই ভাষায়। জীবনানন্দ বলেছিলেন, ” বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর মুখ খুঁজিতে যাইনা আর”। এই লাইনে  তিনি শুধুমাত্র বাংলা নামক কোনো জায়গার নাম বলেননি। তিনি তার কবিতায় বাংলা ভাষাকেও কোনো-না-কোনোভাবে ইঙ্গিত করেছেন।

” বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে” , এইসব সঙ্গীত পরিবেশনা অথবা ছন্দের উপস্থাপনা দেখেও পরিষ্কার বোঝা যায় বাংলা ভাষার মাধুর্য ঠিক কতখানি। তাই সবশেষে বলি বাংলা আমার মা আমার মাতৃভাষা এবং আমি গর্বিত আমার মাতৃভাষা বাংলা।