একদিকে করোনার ভ্রুকুটি। অন্যদিকে, চাঁদি ফাটানো গরম। তার মাঝেই চলছে রাজ্যে চলছে সপ্তম দফার ভোট। অবাক করা কথা হল, করোনার মাঝে যখন মৃত্যু মিছিল চলছে, দেশের নানা প্রান্তে যখন রোগী ভর্তির জায়গার অভাব পড়েছে, তখনও আমাদের রাজ্যে ভোটে অশান্তি চলছেই।
বালিগঞ্জে বিজেপি নেতাকে গ্রেফতারের প্রতিবাদ, পুলিশের সঙ্গে বচসা বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়ের। ভোটের দিনে গার্ডেনরিচে বেআইনি জমায়েত, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি জমায়েতকারীদের। অসুস্থতার কারণে এই প্রথমবার ভোট দিতে পারলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভোটের মাঝে কোভিড পরিস্থিতিতে অক্সিজেন সরবারহ ঠিক রাখতে ২৪ ঘন্টা কন্ট্রোলরুম স্বাস্থ্য ভবনে। যোগাযোগ নম্বরটি হল 7596056443।
আরও পড়ুন: সপ্তম দফার সাত তারকা প্রার্থী
এদিকে, রাজ্যজুড়ে তীব্র গরম। শহর কলকাতায় ভোটের দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আদ্রতাও বেশ অস্বস্তিজনক। শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলায় বেশ গরম পড়েছে।
যেসব আসনে আজ ভোট চলছে (৩৪টি) –
পশ্চিম বর্ধমান (৯টি): পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনী।
দক্ষিণ দিনাজপুর (৪টি)- কুমারগঞ্জ, বালুরঘাট, তপন (এসটি), গঙ্গারামপুর (এসসি), হরিরামপুর।
মালদা (৬টি)- গাজোল (এসসি), হবিবপুর (এসটি), চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া।
মুর্শিদাবাদ (৯টি)- ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম (এসসি)।
কলকাতা (দক্ষিণ) (৪টি)- কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ।