উরফি আরও একবার কটাক্ষের উপযুক্ত জবাব দিলেন

মঙ্গলবার বিমানবন্দরে উরফির এক নতুন রূপ যেন আবিষ্কার করলেন নেটাগরিক দল। সাদা সালোয়ার কামিজের উপর ফিনফিনে নীল ওড়নায় একবারে চেনাই যাচ্ছিলনা উরফিকে।

এক চিত্রগ্রাহক জিজ্ঞেস করে বসলেন, ” আপনার কি শরীর খারাপ ” ?

উরফি জবাবে বলেন সেদিন তাঁর পিরিয়ডের প্রথমদিন।

আরেক চিত্রগ্রাহক বলে বসলেন, ” ঋতুস্রাব চলাকালীন নারীরা কি ছোঁয়ার অযোগ্য হয়ে ওঠেন “?

উরফি এগিয়ে গিয়ে ছুঁয়ে দেন তাকে। বললেন, ” এটা দশম শতক নাকি? কোন যুগে বাস করেন? এখনকার বিশ্বে এ সব ধারণার অস্তিত্ব নেই। “

উরফি

তাঁর এই বক্তব্যে কিছু মানুষজন ছি ছি রব তুলেছেন। কিছু মানুষ তাঁর পোশাকের গুনগান গাইছেন।

তার কিছুক্ষন পরেই ইনস্টাগ্রামে এসে সোচ্চার হন তিনি। অনেকের মুখে তাঁকে শুনতে হয়েছে তাঁর মৃত্যু কামনা। সিধু মুসে ওয়ালার মৃত্যুর পর অনেকে বলেছিল, ” মুসে ওয়ালাকে খুন করা হলো, উরফিকে কেন খুন করা হলোনা “? তবে যে যাই বলুক তিনি দমবার পাত্রী নন। তিনি বলেছেন, ” অত সহজ নয়! আমি বাঁচতে এসেছি। আপনাদের প্রার্থনায় জোর কম “।