ইংরেজিতে কথা বলতে চাইছেন, কোর্স ও করেছেন কিন্তু কিছুতেই সড়গড় হতে পারছেন না। কাউকে ইংরেজিতে কথা বলতে দেখে ভয় করছে, কনফিডেন্স আনতে পারছেন না, তাহলে এই লেখাটি আপনার জন্য। আমরা সবাই কম বেশি ইংরেজি সম্বন্ধে জ্ঞান রেখে থাকি। কিন্তু বলার সময়ই আমাদের কনফিডেন্স লেভেল অনেকাংশে কমে যায়, তার উপর বিপরীত পক্ষের মানুষ যদি গড়গড় করে ইংরেজিতে কথা বলে তাহলেতো কথাই নেই। সে ক্ষেত্রে কিভাবে নিজের দক্ষতা বাড়াবেন তা একবার দেখে নিন।

১. অডিও ভিডিও এর ব্যবহারঃ

ইংরেজিতে কথা
LASC

অনেক সময় আমাদের ইংরেজি লেখার ক্ষেত্রে কোনো রকম সমস্যায় পড়তে হয় না কিন্তু বলার ক্ষেত্রে অনেক রকম সমস্যা চলে আসে। তাই বলার আগে শোনা অভ্যাস করুন। এক্ষেত্রে সবথেকে বেশি ফলদায়ক কাজ হল যেকোনো অডিও বা ভিডিও দেখছেন বা শুনছেন তা ইংরেজিতে শোনা ও দেখা শুরু করুন। এর ফলে আপনি ইংরেজি শব্দ শুনতে অভ্যস্ত হবেন ও আপনার সামনে কেউ ইংরেজি বললে আপনার কনফিডেন্স কমে যাওয়ার সম্ভাবনাও কম হবে। এছাড়াও আপনি অনেক নতুন ইংরেজী শব্দ শিখতে পারবেন। গান, সিনেমা আমাদের স্মৃতিতে বহু সময় পর্যন্ত স্থায়ী হয়। বেশিরভাগ সময়ই আমরা বইয়ে পড়া জিনিস ভুলে গিয়ে থাকি কিন্তু চোখে দেখা ও কানে শোনা এমন অনেক কিছুই আমাদের মনে থেকে যায়। ঠিক এই কারণেই অনেক শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের ইংরেজি শেখার জন্য ইংরেজি সিনেমা ইংরেজি গান প্রভৃতি শুনতে ও দেখতে বলে থাকেন।

২. ইংরেজিতে কথোপকথন করতে হবেঃ

ইংরেজিতে কথা
Resume Genius

ইংরেজিতে কথা বলার দক্ষতার জন্য ইংরেজিতে কথোপকথন করা প্রয়োজন। চেষ্টা করুন দিনের কোন একটা নির্দিষ্ট সময়ে ইংরেজিতে কথোপকথন করবার। আপনি চাইলে আপনার কোন বন্ধুর সাহায্য নিতে পারেন কিন্তু যদি ভুল বলার ভয় থেকে থাকে তাহলে এক চেষ্টা করতে পারেন। কিন্তু একা চেষ্টা করার একটি অপকারী দিক হল আপনার ভুলটি সংশোধনের কোনরকম সম্ভাবনা থাকবে না। তার থেকে বরং আপনার কোন বন্ধুর সাহায্য নেওয়া উচিত। তার সঙ্গে কথোপকথনে আপনি ভুল বললে আপনার ভুল সংশোধন করে দেয়ার জন্য তিনি প্রস্তুত থাকবেন। মনে রাখবেন ভুল না বলে বা ভুল না করে কেউ কোনদিন কিছু শিখতে পারে না। তাই সে প্রথমে ভুল বলতে শিখুন তারপর ভুল সংশোধন করে ঠিক বলুন।

৩. টেন্স নিয়ে গন্ডগোলঃ

ইংরেজিতে কথা
Coactive Health

কথা বলার সময় এতগুলি টেন্স নিয়ে গণ্ডগোল এ পড়েন। বলার সময় বুঝতে পারেন না কোন টেন্স কিভাবে কাজে লাগাবেন। এই সমস্যার সবথেকে সহজ সমাধান হলো একটি। ইংরেজি লেখার সময় যতগুলি টেন্স আপনি ব্যবহার করছেন করুন কিন্তু বলার সময় চেষ্টা করবেন প্রধান তিনটি ব্যবহার করার।

  1. সিম্পল প্রেজেন্ট টেন্স।
  2. সিম্পল পাস্ট টেন্স।
  3. সিম্পল ফিউচার টেন্স।

যখনই বর্তমান সময় নিয়ে কথা বলছেন তখনই চেষ্টা করুন সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করার। যখনই অতীত নিয়ে কথা বলছেন তখনই চেষ্টা করুন সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করার এবং যখনই ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন তখনই সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করুন। আগে এই তিনটি টেন্স ভালো করে মাথার মধ্যে সেট করে নিন যাতে পরবর্তী সময়ে কথা বলার জন্য আপনার টেন্স এর গন্ডগোল না হয়ে যায়। যখন আপনি এই তিনটি টেন্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন ঠিক তার পরপরই আপনি অন্যান্য টেন্স গুলি ঠিকঠাক ব্যবহার করতে পারবেন।

৪. বই পড়ার অভ্যাস রাখাঃ

ইংরেজিতে কথা
Entrepreneur

ইংরেজি শোনা ও দেখার সাথে সাথেই ইংরেজি বই পড়ার অভ্যাস রাখা অত্যন্ত জরুরী। ঠিক তার সাথে সাথেই মাথায় রাখতে হবে আস্তে আস্তে নয় গলা উঁচু করে জোরে জোরে পড়তে হবে। ঠিক যেমন ছোটবেলায় পড়তেন। জোরে জোরে পড়ার ফলে ইংরেজি শব্দ গুলি আপনার কান অবধি এসে পৌঁছাবে যার ফলে আপনি ওই শব্দ গুলির সাথে পরিচিত হবেন। জোরে জোরে পড়ার ফলে আপনার কনফিডেন্স লেভেলও কিছু টা বাড়বে। শুধু বই নয় ইংরেজি পেপার, ইংরেজি ম্যাগাজিন, ইন্টারনেটে ইংরেজি ব্লগ প্রভৃতি পড়ার অভ্যাস রাখতে হবে।

৫. শব্দকোষ তৈরি রাখাঃ

ইংরেজিতে কথা
Ginger Software

ইংরেজিতে কথা বলার জন্য নিজের ভোকাবুলারি অর্থাৎ শব্দকোষকে তৈরি রাখতে হবে। শুধু নতুন নতুন শব্দ জানলেই হল না সেই শব্দগুলির মানেও জানা অত্যন্ত প্রয়োজন। এখনকার সময়ে কোন শব্দের মানে জানা খুব একটা কঠিন কাজ নয়। এখন আর আপনাকে শব্দের মানে জানার জন্য আগেকার দিনের মতো মোটা মোটা ডিকশনারি খুলে বসে থাকতে হবে না। ইন্টারনেটের মাধ্যমেই আপনি এখন যে কোন শব্দের মানে খুব সহজেই পেয়ে যাবেন। যে সমস্ত নতুন নতুন শব্দ আপনি খুঁজে পাচ্ছেন সেগুলিকে একটি জায়গায় লিখে রাখুন ও পরে সব শব্দের মানে খুঁজে বের করুন। এর থেকে শুধুমাত্র আপনার মানে খোঁজাই হলো না সাথে আপনার শব্দভাণ্ডারো সমৃদ্ধ থাকলো।

এই উপরের পাঁচটি উপায় দিয়ে নিজের ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। সাথে সাথেই বিভিন্ন রকম ইংরেজির কোর্সও জয়েন করতে পারেন। আশা রাখছি এই উপায়গুলি দিয়ে আপনার ইংরেজিতে কথা বলার ইচ্ছে কিছুটা হলেও পূরণ হবে ও সাথে আপনার কনফিডেন্স লেভেলও বাড়বে। কমেন্ট বক্সে অবশ্যই জানান এই উপায় গুলির মধ্যে কোনটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। সাথে এও জানাতে পারেন ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানোর জন্য আর কি কি করে থাকেন।

ব্যবসা করতে চাইছেন? তাহলে অবশ্যই এই 5 টি টিপস্ জেনে রাখুন