দেশজুড়ে করোনা পরিস্থিতির মধ্যে আনলক ফাইভ বা রি ওপেনিং এর নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার|কেন্দ্রীয় সরকারের সেই নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যগুলি চাইলে আগামী 15 ই অক্টোবর এর পর থেকে বিভিন্ন ধাপে খোলা যাবে স্কুল এবং কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলি|আগামী 15 ই অক্টোবর থেকে সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স গুলি 50% দর্শক নিয়ে খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র|খুলছে সুইমিংপুল এবং রেস্টুরেন্ট|সংক্রমণ এড়িয়ে কিভাবে সেগুলো খোলা থাকবে সেই নির্দেশিকা তৈরির দায়িত্ব দেয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কে|
পশ্চিমবঙ্গ সরকার যে সিদ্ধান্ত কদিন আগে নিয়েছিল মাঝে মাঝে কিছুদিন বিক্ষিপ্ত লকডাউন করার তা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে কেন্দ্রের এই নয়া নির্দেশিকায়|কেন্দ্র জানিয়েছে কনটেইনমেন্ট জোন এর বাইরে লকডাউন করতে হলে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হবে|কেন্দ্রের ব্যাখ্যা এইভাবে হঠাৎ লকডাউন ঘোষণা করলে রাজ্যের আর্থিক গতিবিধিও যেমন ধাক্কা খাচ্ছে তেমনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ বাধাপ্রাপ্ত হচ্ছে|তবে এবারের নির্দেশিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত|গোটা দেশের দৈনিক সংক্রমণ যখন 80-90 হাজার অতিক্রম করছে তখন বিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললে শিশু এবং কিশোরদের যে সংক্রমণের সম্ভাবনা প্রবল তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও মেনে নিচ্ছে|এমত অবস্থায় নির্দেশিকায় জানানো হচ্ছে যে বাধ্যতামূলকভাবে কোন পড়ুয়াকে স্কুলে উপস্থিত থাকতে বলতে পারবেনা স্কুল কর্তৃপক্ষ|
বিদ্যালয় যাওয়া সম্পূর্ণভাবে নির্ভর করবে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকের সিদ্ধান্তের ওপর|কেন্দ্র রাজ্যগুলিকে আরো জানিয়েছে স্বাস্থ্যবিধি তৈরি করে সেগুলিকে বিদ্যালয় এ রাখতে হবে|
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্য স্কুল খোলার ব্যাপারে কালীপুজোর পরে সিদ্ধান্ত নেবে সরকার|এই অতিমারির পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সচল করা যায় এবং সে ব্যাপারে সরকার কী পদক্ষেপ নেয় সে দিকে আমাদের নজর থাকবে|
ঋদ্ধি দাশ