InsideSport

আইপিএল টেনে তুলেছে অনেক গুলি নতুন মুখ যাঁরা ভারতের ক্রিকেট কে সমৃদ্ধ করেছেন | এঁদের মধ্যে প্রায় প্রত্যেকেই জাতীয় দলে খেলেছেন ও ভালো প্রদর্শন করেছেন | বলতে গেলে আইপিএল থেকে আগত এই সব প্রতিভার জন্যেই ভারত ক্রিকেটে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে |

হার্দিক পান্ডিয়া

Hardik Pandya PTI
New Indian Express

হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান দলের একজন বিশিষ্ট সদস্য | তাঁর মারকুটে ব্যাটিং এখন পৃথিবী বিখ্যাত | এছাড়া তিনি ভালো ফাস্ট মিডিয়াম  পেস বল ও করেন | ফিল্ডার হিসেবেও তিনি দুর্দ্দান্ত | আই পিএল থেকে ইংল্যান্ড এর বিরুদ্ধে টেস্ট এ খেলতে এসে তিনি নিজের নাম উজ্জ্বল করেছেন | আই পি এলে তিনি ৮০ টি ম্যাচ খেলে ১৫৯ স্ট্রাইক রেটে ১৩৪৯ রান করেছেন ও ৪২ টি উইকেট নিয়েছেন ৯.০৬ ইকনমি রেটে |

যশপ্রীত বুমরা

boom 1200
The Indian Express

এই মুহূর্তে ভারতের সচেয়ে ধারালো ও কার্য্যকরি পেস অস্ত্র যশপ্রীত বুমরা | তিনি কিন্তু সকলের নজরে আসেন আই পি এল  খেলেই | তাঁর বোলিং এর ধার দেখেই তাঁকে ভারতীয় দলে নেওয়া হয় ও সেখানে তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন |  টি–20 ওয়ান ডে তে তাঁর বলে শেষের ডেথ ওভার গুলি তে রান নেওয়া প্রায় অসম্ভব | বুমরা আই পি এলে ৯২টি ম্যাচ খেলে ১০৯ টি উইকেট পেয়েছেন ৭.৪১ ইকনমি রেটে |

যুজবেন্দ্র চাহাল

Yuzvendra Chahal
StarsUnfolded

ভারতীয় ওয়ান ডে ও টি–20 দলের এখন অন্যতম লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল | তাঁর উত্থান আইপিএল থেকেই | রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের এই দুর্দান্ত পারফরমান্স দেখেই তাঁকে ভারতীয় দলে নেওয়া হয় ও তখন থেকেই তিনি ভারতের অন্যতম সফল স্পিনার হিসেবে দলে জায়গা পাকা করে নিয়েছেন | চাহাল আইপিএল এ ৯৯ টি ম্যাচ খেলে ৭.৬৭ ইকনমি রেটে ১২১ টি উইকেট নিয়েছেন |

কুলদীপ যাদব

Kuldeep Yadav jumps
InsideSport

কুলদীপ যাদব চাহালের সঙ্গে জুটি বেঁধে ওয়ান ডে ও টি -20 ভারতের অন্যতম সফল বোলার | তিনি বাঁ হাতি রিষ্ট স্পিনার মানে চায়নাম্যান বোলার | ডান দিকে ও বাঁ দিকে তিনি অনায়াসেই বল ঘোরাতে পারেন | তাই তাঁর বল বুঝে খেলা বেশ কষ্টকর | কুলদীপ বেশ কয়েকটি টেস্ট খেলেও খুব সফল | আইপিএলে তিনি এখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন | ৪৫ টি ম্যাচ খেলে ৮.২৭ ইকনমি রেটে তাঁর নেওয়া উইকেটের সংখ্যা ৪০ |

মনীষ পান্ডে

file76uzhj46qyoquqc57mu 763467 1603180070
Deccan Herald

মনীষ পান্ডে আইপিএল খেলছেন ২০০৮ থেকে | তাঁর দুর্দান্ত ব্যাটিং ও ফিল্ডিং সবারই নজর কাড়ে যদিও ভারতীয় দলে নিয়মিত জায়গা করে নিতে তাঁর বেশ একটু দেরী হয় | কিন্তু এই মুহুর্তে তিনি ভারতের ওয়ান ডে ও টি-20 দলের এক নিয়মিত সদস্য | তিনি এ পর্যন্ত আইপিএলে ১৪৬ টি ম্যাচ খেলে ৩২৬৮ রান করেছেন ১২৭.৬২ স্ট্রাইক রেটে | এর মধ্যে একটি সেঞ্চুরিও আছে |

সন্জু স্যামসন

78356941
Times of India

আইপিএলে একজন অন্যতম মারকুটে হিটার সন্জু স্যামসন | ছয় মারতে তাঁর জুড়ি নেই | তিনি অনেক দিন ধরে আইপিএল খেলছেন এবং শেষ পর্য্যন্ত ভারতীয় দলের টি-20 দলে জায়গা করে নিতে স্বক্ষম হয়েছেন | স্যামসন একজন ভালো উইকেট কিপারও | রাজস্থান রয়ালের এই খেলোয়াড় আইপিএল এ  ১০৭ ম্যাচ খেলে ২৫৮৪ রান করেছেন ১৩৩.৭৪ স্ট্রাইক রেটে | এর মধ্যে আছে দুটি সেঞ্চুরি |

ক্রূনাল পান্ডিয়া

000 NP5HS
The National

হার্দিক পানডিয়ার ভাই ক্রুনাল পানডিয়াও একজন কার্য্যকরী অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন | তিনি বাঁ হাতে ব্যাট ও বল করেন | তিনিও ভারতের টি-20 দলের প্রায় নিয়মিত সদস্য | আইপিএলে ৭১টী ম্যাচ খেলে ১৪২.৪৫ স্ট্রাইক রেটে ১০০০ রান ও ৭.২৬ ইকনমি রেটে ৪৬ টি উইকেট পেয়েছেন |

শ্রেয়াস আয়ার

Shreyas Iyer CSK DC IPL
SportsCafe

শ্রেয়াস আয়ার অনেক দিন ধরেই রঞ্জি ট্রফি ও আইপিএল এ খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছেন | এবছর তিনি ছিলেন ডেলহি কাপিটালস এর অধিনায়ক | অত্যন্ত নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান যেমন দরকার মত মেরে খেলতে পারেন আবার দরকার মত ধীরে সুস্থে খেলে ইনিংস কে দাঁড় করাতে পারেন | বেশ কিছু দিন হলো তিনি ভারতীয় ওয়ান ডে ও টি-20 দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন | আইপিএল এ ৭৯ টি ম্যাচে তিনি ১২৬.০৭ স্ট্রাইক রেটে ২২০০ রান করেছেন |

নাভদীপ সাইনি

cricket windies india 1st t20i 20cc4aba b75c 11e9 8601 ae4f2ce17a49
Hindustan Times

গত দুবছর ধরে এবং বিশেষত এই বছরে (২০২০) ব্যাঙ্গালোরের পেস বোলিং এর সবচেয়ে ধারোলো অস্ত্র ছিলেন নাভদীপ | ১৪০ কিমি গতির উর্ধে একনাগাড়ে বল করে গেছেন বলের লাইন ও লেন্থের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে | পুরস্কার স্বরূপ তিনি এইবার অস্ট্রেলিয়াগামী ভারত সফরে জায়গা পেয়েছেন টেস্ট সহ সব কোটি দলেই | আশা করা যাচ্ছে ভারতের ফাস্ট বোলার অস্ত্রাগারে আর একটি নতুন সংযোজন হলো | আইপিএল এ 26 টি ম্যাচ খেলে তিনি ১৭ টি উইকেট পেয়েছেন ৮.২৮ ইকনমি রেটে |

সূর্য্য কুমার যাদব

olagjrjg suryakumar yadav bcci
NDTV Sports

ধারাবাহিক ভাবে অনেক বছর ভালো খেলেও যিনি এখনো জাতীয় দলে স্থান পান নি তিনি হলেন সূর্য্য কুমার যাদব | বিশেষত এই বছরে (২০২০) মুম্বাইয়ের তিনি অসাধারণ খেলেছেন | যেহেতু ভারতীয় দলের ব্যাটিং শক্তি খুব বেশি তাই দলে জায়গা করে নিতে পারেন নি এই তরুণ| ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী তাঁকে হতাশ না হয়ে অপেক্ষা করতে বলেছেন | আশা করা যায় কিছু দিনের মধ্যেই তিনি ভারতের জাতীয় দলে জায়গা করে নেবেন |  ১০১ টি ম্যাচ খেলে তাঁর রান ২০২৪, ১৩৪.৫৭ স্ট্রাইক রেটে |

আইপিএল এ এরাই কি আপনার পছন্দের সেরা ১০ আবিষ্কার ? আপনার নিজস্ব বাছাই ১০ জনের নাম কমেন্টে জানান |