আইপিএল টেনে তুলেছে অনেক গুলি নতুন মুখ যাঁরা ভারতের ক্রিকেট কে সমৃদ্ধ করেছেন | এঁদের মধ্যে প্রায় প্রত্যেকেই জাতীয় দলে খেলেছেন ও ভালো প্রদর্শন করেছেন | বলতে গেলে আইপিএল থেকে আগত এই সব প্রতিভার জন্যেই ভারত ক্রিকেটে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে |
হার্দিক পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান দলের একজন বিশিষ্ট সদস্য | তাঁর মারকুটে ব্যাটিং এখন পৃথিবী বিখ্যাত | এছাড়া তিনি ভালো ফাস্ট মিডিয়াম পেস বল ও করেন | ফিল্ডার হিসেবেও তিনি দুর্দ্দান্ত | আই পিএল থেকে ইংল্যান্ড এর বিরুদ্ধে টেস্ট এ খেলতে এসে তিনি নিজের নাম উজ্জ্বল করেছেন | আই পি এলে তিনি ৮০ টি ম্যাচ খেলে ১৫৯ স্ট্রাইক রেটে ১৩৪৯ রান করেছেন ও ৪২ টি উইকেট নিয়েছেন ৯.০৬ ইকনমি রেটে |
যশপ্রীত বুমরা
এই মুহূর্তে ভারতের সচেয়ে ধারালো ও কার্য্যকরি পেস অস্ত্র যশপ্রীত বুমরা | তিনি কিন্তু সকলের নজরে আসেন আই পি এল খেলেই | তাঁর বোলিং এর ধার দেখেই তাঁকে ভারতীয় দলে নেওয়া হয় ও সেখানে তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন | টি–20 ওয়ান ডে তে তাঁর বলে শেষের ডেথ ওভার গুলি তে রান নেওয়া প্রায় অসম্ভব | বুমরা আই পি এলে ৯২টি ম্যাচ খেলে ১০৯ টি উইকেট পেয়েছেন ৭.৪১ ইকনমি রেটে |
যুজবেন্দ্র চাহাল
ভারতীয় ওয়ান ডে ও টি–20 দলের এখন অন্যতম লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল | তাঁর উত্থান আইপিএল থেকেই | রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের এই দুর্দান্ত পারফরমান্স দেখেই তাঁকে ভারতীয় দলে নেওয়া হয় ও তখন থেকেই তিনি ভারতের অন্যতম সফল স্পিনার হিসেবে দলে জায়গা পাকা করে নিয়েছেন | চাহাল আইপিএল এ ৯৯ টি ম্যাচ খেলে ৭.৬৭ ইকনমি রেটে ১২১ টি উইকেট নিয়েছেন |
কুলদীপ যাদব
কুলদীপ যাদব চাহালের সঙ্গে জুটি বেঁধে ওয়ান ডে ও টি -20 ভারতের অন্যতম সফল বোলার | তিনি বাঁ হাতি রিষ্ট স্পিনার মানে চায়নাম্যান বোলার | ডান দিকে ও বাঁ দিকে তিনি অনায়াসেই বল ঘোরাতে পারেন | তাই তাঁর বল বুঝে খেলা বেশ কষ্টকর | কুলদীপ বেশ কয়েকটি টেস্ট খেলেও খুব সফল | আইপিএলে তিনি এখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন | ৪৫ টি ম্যাচ খেলে ৮.২৭ ইকনমি রেটে তাঁর নেওয়া উইকেটের সংখ্যা ৪০ |
মনীষ পান্ডে
মনীষ পান্ডে আইপিএল খেলছেন ২০০৮ থেকে | তাঁর দুর্দান্ত ব্যাটিং ও ফিল্ডিং সবারই নজর কাড়ে যদিও ভারতীয় দলে নিয়মিত জায়গা করে নিতে তাঁর বেশ একটু দেরী হয় | কিন্তু এই মুহুর্তে তিনি ভারতের ওয়ান ডে ও টি-20 দলের এক নিয়মিত সদস্য | তিনি এ পর্যন্ত আইপিএলে ১৪৬ টি ম্যাচ খেলে ৩২৬৮ রান করেছেন ১২৭.৬২ স্ট্রাইক রেটে | এর মধ্যে একটি সেঞ্চুরিও আছে |
সন্জু স্যামসন
আইপিএলে একজন অন্যতম মারকুটে হিটার সন্জু স্যামসন | ছয় মারতে তাঁর জুড়ি নেই | তিনি অনেক দিন ধরে আইপিএল খেলছেন এবং শেষ পর্য্যন্ত ভারতীয় দলের টি-20 দলে জায়গা করে নিতে স্বক্ষম হয়েছেন | স্যামসন একজন ভালো উইকেট কিপারও | রাজস্থান রয়ালের এই খেলোয়াড় আইপিএল এ ১০৭ ম্যাচ খেলে ২৫৮৪ রান করেছেন ১৩৩.৭৪ স্ট্রাইক রেটে | এর মধ্যে আছে দুটি সেঞ্চুরি |
ক্রূনাল পান্ডিয়া
হার্দিক পানডিয়ার ভাই ক্রুনাল পানডিয়াও একজন কার্য্যকরী অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন | তিনি বাঁ হাতে ব্যাট ও বল করেন | তিনিও ভারতের টি-20 দলের প্রায় নিয়মিত সদস্য | আইপিএলে ৭১টী ম্যাচ খেলে ১৪২.৪৫ স্ট্রাইক রেটে ১০০০ রান ও ৭.২৬ ইকনমি রেটে ৪৬ টি উইকেট পেয়েছেন |
শ্রেয়াস আয়ার
শ্রেয়াস আয়ার অনেক দিন ধরেই রঞ্জি ট্রফি ও আইপিএল এ খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছেন | এবছর তিনি ছিলেন ডেলহি কাপিটালস এর অধিনায়ক | অত্যন্ত নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান যেমন দরকার মত মেরে খেলতে পারেন আবার দরকার মত ধীরে সুস্থে খেলে ইনিংস কে দাঁড় করাতে পারেন | বেশ কিছু দিন হলো তিনি ভারতীয় ওয়ান ডে ও টি-20 দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন | আইপিএল এ ৭৯ টি ম্যাচে তিনি ১২৬.০৭ স্ট্রাইক রেটে ২২০০ রান করেছেন |
নাভদীপ সাইনি
গত দুবছর ধরে এবং বিশেষত এই বছরে (২০২০) ব্যাঙ্গালোরের পেস বোলিং এর সবচেয়ে ধারোলো অস্ত্র ছিলেন নাভদীপ | ১৪০ কিমি গতির উর্ধে একনাগাড়ে বল করে গেছেন বলের লাইন ও লেন্থের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে | পুরস্কার স্বরূপ তিনি এইবার অস্ট্রেলিয়াগামী ভারত সফরে জায়গা পেয়েছেন টেস্ট সহ সব কোটি দলেই | আশা করা যাচ্ছে ভারতের ফাস্ট বোলার অস্ত্রাগারে আর একটি নতুন সংযোজন হলো | আইপিএল এ 26 টি ম্যাচ খেলে তিনি ১৭ টি উইকেট পেয়েছেন ৮.২৮ ইকনমি রেটে |
সূর্য্য কুমার যাদব
ধারাবাহিক ভাবে অনেক বছর ভালো খেলেও যিনি এখনো জাতীয় দলে স্থান পান নি তিনি হলেন সূর্য্য কুমার যাদব | বিশেষত এই বছরে (২০২০) মুম্বাইয়ের তিনি অসাধারণ খেলেছেন | যেহেতু ভারতীয় দলের ব্যাটিং শক্তি খুব বেশি তাই দলে জায়গা করে নিতে পারেন নি এই তরুণ| ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী তাঁকে হতাশ না হয়ে অপেক্ষা করতে বলেছেন | আশা করা যায় কিছু দিনের মধ্যেই তিনি ভারতের জাতীয় দলে জায়গা করে নেবেন | ১০১ টি ম্যাচ খেলে তাঁর রান ২০২৪, ১৩৪.৫৭ স্ট্রাইক রেটে |
আইপিএল এ এরাই কি আপনার পছন্দের সেরা ১০ আবিষ্কার ? আপনার নিজস্ব বাছাই ১০ জনের নাম কমেন্টে জানান |