নিজস্ব সংবাদদাতা- চাকরির দাবিতে আইএনটিটিইউসির বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল শিলিগুড়িতে। এখানকার টি পার্কের নিকটবর্তী স্থলবন্দরের কাছে একটি বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছিল। স্থানীয় আইএনটিটিইউসি নেতৃত্বের দাবি তাদের কথামতো লোকজনকে কাজে নিতে হবে। যদিও শাসকদলের শ্রমিক সংগঠনের নেতৃত্বের বক্তব্য তারা স্থানীয় যুবকদের আগে কাজে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন।
সূত্র মারফত জানা গিয়েছে বিক্ষোভ চলাকালীন গোটা পরিস্থিতি হঠাৎই শ্রমিক সংগঠনের নেতৃত্বের হাতের বাইরে বেরিয়ে যায়। বিক্ষোভকারীরা আচমকা উত্তেজিত হয়ে ওই বেসরকারি সংস্থাটির কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে। জানা গিয়েছে বিক্ষোভকারীদের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে সংস্থাটিতে। বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে যাবতীয় জিনিসপত্র ভেঙে চুরে চুরমার করে দেয়। সংস্থাটির দাবি প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের।
বেসরকারি সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে বিক্ষোভকারীদের আলোচনার প্রস্তাব দিলেও তারা তা শুনতে চায়নি, এরপরই ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। বেসরকারি সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে নির্দিষ্ট নিয়ম মেনেই তারা নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছিল।
সূত্র মারফত জানা গিয়েছে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকে ভাঙচুর করতে শুরু করলে সংস্থার নিরাপত্তারক্ষীরা শূন্যে প্রায় চার রাউন্ড গুলি চালিয়েছে। হঠাৎই গুলি চলতে শুরু করলে বিক্ষোভকারীরা ভয় পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ এসে ব্যাপক লাঠিচার্জ করে সবাইকে ঘটনাস্থল থেকে হটিয়ে দিয়েছে। যদিও সংস্থাটির পক্ষ থেকে নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর বিষয়টি অস্বীকার করা হয়।
এলাকাবাসীর অভিযোগ এর আগে বেশ কয়েকবার সংস্থাটি কর্মী নিয়োগ নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিলেও তা কখনওই বাস্তবায়িত হয়নি। আইএনটিটিইউসি নেতারা বলছেন বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় বেসরকারি সংস্থাটির বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভ জমা হচ্ছিল। তাই আজ তারা আবার আলোচনায় বসার প্রতিশ্রুতি দিলেও মানুষ আর তা বিশ্বাস করনি। এর ফলেই ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।