ছোট্ট একটা ভিডিও ক্লিপ। তাতেই ফাঁস হয়ে গেল ঠিক কতটা মেজাজ হারাচ্ছেন তৃণমূলের শীর্ষস্তরের নেতা-মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের তারাতলা ময়দান এলাকায় প্রচারে যান ফিরহাদ। কিন্তু সেখানে কোনও এক ঘটনায় আচমকাই মেজাজ হারান তিনি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি-র নাম নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন তিনি। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘বাংলা খবর’। আজকাল ভুয়ো ভিডিও এরকম দেখা যায়, অন্য কথা বসিয়ে দেওয়া হয়েছে মূল ভিডিওতে। ভিডিয়োটি ভুয়ো বলে দাবি করেছেন ফিরহাদও। এর আগে একবার ফিরহাদের মুখে ‘মিনি পাকিস্থান’ মন্তব্য ঘিরে বিতর্ক হয়েছিল।
আরও পড়ুন: দিল্লির পর কি বাংলাতে লকডাউন হবে?
সংবাদমাধ্যমে ফিরহাদ হাকিমের অভিযোগ, তাঁকে এবং তাঁর দলকে নিয়ে অশ্লীল মন্তব্য করছিল এক BJP কর্মী। তাঁর মুখে যা বসানো হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। কিন্তু ভিডিওটি যদি সত্যি হয় তাহলে আসছে নানা প্রশ্ন। কলকাতা বন্দর থেকে এবারও ভোটে দাঁড়িয়েছেন ফিরহাদ হাকিম। তৃণমূলের হিসেব এবং নির্বাচনী অঙ্ক মেনে এই কলকাতা বন্দর তৃণমূলের একেবারে সেফ সিট।
গত বিধানসভায় এই কেন্দ্রে কংগ্রেসের রাকেশ সিংকে সাড়ে ২৬ হাজারেরও বেশি ভোটে হারিয়ে ছিলেন ফিরহাদ। ২০১৯ লোকসভায় গোটা রাজ্যে দারুণ ফল করলেও সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে বিজেপি অনেকটাই পিছিয়ে ছিল। বিজেপি-র থেকে তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে ছিল ৩৬ হাজারের বেশি ভোটে। সোজা চোখে দেখলে ফিরহাদের টেনশন নেওয়ার মত কোনও ব্যাপারই নেই। কিন্তু এরপরেও কেন এভাবে মেজাজ হারাচ্ছেন রাজ্যের পূর্তমন্ত্রী? কলকাতা বন্দর কেন্দ্রে ফিরহাদের প্রতিপক্ষ বিজেপি-র অবদকিশোর গুপ্ত। এই ভিডিও নিয়ে ফিরহাদ বলছেন, সবটাই ভুয়ো। বিজেপি কিন্তু এই ইস্যুতে ফিরহাদের বিরুদ্ধে বড় অভিযোগ করছে।