facebook

জাতি সংঘে জোরদার ভোটের পর দীর্ঘ ৫৯ বছরের নিষেধাজ্ঞা ভাঙল। অবশেষে বিপদজ্জনক ড্রাগের তালিকা থেকে মুক্তি পেল গাঁজা ও চরস। গত বুধবার রাষ্ট্রসংঘের মাদক বিষয়ক কমিশনের  ৬৩ তম অধিবেশন বসে ছিল। সেই সময় এই ভোটকার্য চলে। মোট ৫৩ টি সদস্য দেশের মধ্যে এই ভোট হয়। বিপদজ্জনক মাদকের তালিকা থেকে গাঁজা ও চরসকে বাদ দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করে ২৫ টি দেশ আর এই প্রস্তাবে সায় দেয় ২৭ টি দেশ। তার মধ্যে ভারত অন্যতম।

গাঁজা খেলে কমবে মাইগ্রেনের ব্যথা!
BDnews 24

২০১৯ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা  (WHO) রাষ্ট্র সংঘের মাদক তালিকা নিয়ে ৬ টি প্রস্তাব দেয়। তার  মধ্যে অন্যতম একটি ছিল কঠিন ড্রাগসের তালিকা থেকে গাঁজা ও চরসকে সরানোর বিষয়টি। মার্চ মাসে এই প্রস্তাবটি রাষ্ট্র সংঘের মাদক বিষয়ক কমিশনের সামনে পেশ করা হয়। কিন্তু সেই সময় সদস্য দেশ গুলি ভোটাভুটিতে আগ্রহ প্রকাশ করে নি। অবশেষে সেই ভোট হল । কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হল? এই বিষয়ে রাষ্ট্র সংঘের বক্তব্য, এই ধরনের মাদক অধিকাংশ ক্ষেত্রে বেআইনি হলেও সাধারণ ভাবেই এর ব্যাবহার করা হয়। এবার এগুলিকে ওষুধ হিসাবে ব্যাবহারের অগ্রাধিকার দেওয়া হল। এই ভোট কে ঐতিহাসিক ভোট বলেও অ্যাখ্যা দিয়েছে রাষ্ট্র সংঘ।

গাঁজা খেয়ে বলতে হবে মান কেমন, বেতন মাসে ২ লাখ ৫৪ হাজার টাকা
jagonews24

প্রসঙ্গত উল্লেখ্য বিপদজ্জনক মাদকের চার নম্বর তালিকা থেকে থেকে বাদ দেওয়া হলেও এক নম্বর তালিকা থেকে সরানো হয়নি গাঁজা ও চরসকে। এই তালিকায় নথিভুক্ত মাদকগুলিকে কম বিপদজ্জনক বলে গণ্য করা হয়। রাষ্ট্র সংঘের এই সিদ্ধান্তের ফল আগামী দিনগুলিকে প্রভাবিত করবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের একাংশের।