২০০০ সালের পর থেকেই একটা নীরব বিপ্লব ঘটে গেছে সমাজে ইন্টারনেট আসার পর থেকে | জীবনের প্রায় সবকিছুই এখন অনলাইন | যা চাই তা বাড়িতে এসে যাচ্ছে মোবাইলে একবার অর্ডার করলেই | রোমান্স আর সেক্স ও যে আসবে সে আর আশ্চর্য্য কি ? আর সব কিছুর মত জীবনের সম্পর্ক এসে যাচ্ছে অনলাইনে মোবাইলের একটা ক্লিক এ |
ইন্টারনেট এনে দিয়েছে সম্পর্ক গড়ে দেবার ও ভেঙ্গে দেবার ক্ষেত্রে এক নীরব কিন্তু বিশাল এক পরিবর্তন | অনলাইনে রোমান্স ও সেক্স এর জন্যে আছে এখন অগুন্তি সাইট | যেখান থেকে বিয়ে থেকে ডেটিং সব কিছুই আপনি করতে পারেন | মানুষের চাহিদা মত ইন্টারনেট এনে দিছে দ্রুত সেক্স, পরকিয়া করার অথবা সারা জীবনের জন্য সঙ্গিনী বা সঙ্গী পাবার সুযোগ | ইন্টারনেট আমাদের ইচ্ছা অনুযায়ী লোকের সাথে যোগযোগ করার সুযোগ কে বহু গুন বাড়িয়ে দিয়েছে | আপনার পছন্দ মত ঠিক লোককে ঠিক জায়গায় পেয়ে যাচ্ছেন আগের চেয়ে অনেক সহজে |
অনলাইন রোমান্স ও সেক্স এর ব্যাপারটা মোটামুটি ৬টি ভাগে ভাগ করা যায় |
১) অনলাইন ম্যাট্রিমনি বা বিয়ের জন্য ওয়েব সাইট
যদিও বিয়ের সাইট কে ঠিক সেক্স ও রোমান্স এর মধ্যে অনেকে ধরবেন না তবুও এখান থেকে প্রেম ভালবাসা হবার পর বিয়ের সংখ্যা খুব কম নয় | এর সুবিধে হলো এর পুরোটাই হয় বাড়ির সম্মতি নিয়ে | তাই এর সামাজিক স্বীকৃতি সবচেয়ে সহজ | সমস্ত ট্রাডিশন মেনে , আর্থিক ও সামাজিক মিল গুলো দেখে আপনি পাবেন আপনার জীবন সঙ্গী|
২) সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকের মত সামাজিক বন্ধুত্বের পোর্টাল :
ফেসবুক এনে দিয়েছে এমন বহু লোকের সঙ্গে আলাপ করার সুযোগ যেটা আগে স্বপ্নেও ভাবা যেত না | এক এক জনের চারশো, পাঁচশ বন্ধু থাকা খুবই সাধারণ ঘটনা | আপনি পছন্দ মত লোকের সঙ্গে আলাপ করতে পারেন বা আলাপের জন্যে আবেদন করতে পারেন | একবার আলাপ হলে সেখান থেকে সম্পর্ক এগিয়ে যাওয়া খুবই স্বাভাবিক | সেটা প্রেম, বিয়ে বা সেক্স যা খুশি হতে পারে | তবে এখানে কেউ কেউ নকল পরিচয় ব্যবহার করেন তাই সব কিছুতেই সতর্ক থাকা উচিত |
৩) চ্যাট সাইট
চ্যাট সাইটে নাম ধাম বয়স গোপন করে অন্য লোকের সঙ্গে প্রচুর গল্প করা যায় | অনেক ক্ষেত্রেই সেটা যৌন আলোচনায় দাঁড়ায় | এর একটা সুবিধে হলো বাস্তব জীবনের ছোঁয়া বাঁচিয়ে নিজের মনের গোপন অভিপ্রায় গুলো মুখোসের আড়ালে মিটিয়ে নেওয়া যায় | এখানে আছে আছে শুধু কথায় পরকিয়া বা আরো অন্য সব যৌন ক্ষুধা মেটাবার নিরাপদ সুযোগ | তবে এখান থেকেও যে বাস্তব জীবনে সম্পর্ক গড়ে ওঠে না তা নয় |
৪) বাস্তব জীবনে যোগাযোগের জন্য সাইট
যাঁরা আর একটু সাহসী তাঁরা চান বাস্তব জীবনে যোগযোগ | এঁদের জন্যে রয়েছে টিন্ডার জাতীয় সাইট । ফটো দেখে আর অবস্থান অনুযায়ী আপনি পেয়ে যাবেন অনেক পছন্দের লোক | ছবিকে ডান দিকে বা বাঁ দিকে আঙ্গুল দিয়ে সরিয়ে আপনি জানিয়ে দেবেন আপনার পছন্দ বা অপছন্দের কথা । যার ছবিতে সম্মতি দিচ্ছেন তিনিও যদি সম্মতি জানান তবে শুরু হবে কথাবার্তা । সেটা যেমন এগোবে সেই মত আপনাদের দেখা হতে পারে ও এগিয়ে যেতে পারে সেক্স বা রোমান্স এর দিকে । পাশ্চাত্যের দেশ গুলিতে এটা খুবই জনপ্রিয় | আমাদের দেশেও আসতে আসতে গড়ে উঠছে এর জনপ্রিয়তা | লোকেরা পাচ্ছেন বাস্তব জীবনে রোমান্স ও সেক্স করার দ্রুত সুযোগ |
৫) বিশেষ চাহিদা অনুযায়ী সাইট
কিছু কিছু সাইট তৈরী হয়েছে বিশেষ বিশেষ গোষ্ঠির জন্যে | অ্যাশলি ম্যাডিসন এর মত পোর্টাল রয়েছে যেটা শুধু পরকিয়া প্রেম যারা করতে চান তাঁদের জন্য । ‘গ্রাইন্ডার’ শুধু সমকামী দের জন্যে |
৬) পর্নোগ্রাফি
যারা বাস্তবে কারুর সঙ্গে যোগযোগ না করে যৌনতা উপভোগ করতে চান তাদের জন্য রয়েছে ইন্টারনেটে পর্নোগ্রাফির সুবিশাল ভান্ডার | পর্নোগ্রাফি চিরদিনই ছিল | কিন্তু ইন্টারনেট সেটাকে সবার কাছে ভীষণ সহজলভ্য করে তুলেছে | এবং তা থেকে এসেছে নানা রকম বিকৃত মানসিকতার চাহিদা পুরনের সুযোগ | আগে যে গুলো বিকৃত বলে পরিগণিত হত তা এখন ‘সাধারণ’ বলে পরিগণিত হচ্ছে | বাস্তবেও এই সব বিকৃতির প্রয়োগ করার চেষ্টা করছে অনেকে |
অনলাইন রোমান্সের একটা বড় সুবিধে যে এটা সম মানসিকতার অনেক লোকের সঙ্গে আলাপ করতে সাহায্য করছে | এবং পছন্দ অপছন্দ আগের থেকে জানা থাকায় প্রত্যাখ্যাত হবার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে | সম্পর্ক গড়ে উঠছে অনেক সহজে | উল্টো দিকে সম্পর্ক ভেঙ্গেও যাচ্ছে অনেক সহজে | ব্রেকআপ ব্যাপারটা অত্যন্ত বেড়ে গেছে | এতে লোকের মানসিক আঘাত ও বাড়ছে | সুযোগ অনেক বেশি থাকায় লোক আরো ভালো সঙ্গীর আশায় এক আরেকজনকে খুব সহজেই পরিত্যাগ করছেন | প্রেমের ক্ষেত্রে মানুষ কে অনেক বেশী প্রতিযোগিতার মধ্যে পড়তে হচ্ছে | প্রেম অনেকটা শপিং বা বাজারে জিনিষ কেনার মত হয়ে দাঁড়াচ্ছে |
তবে অনলাইন রোমান্স ও সেক্স এখন খুব শক্তভাবে ঘাঁটি গেড়েছে | আগামী প্রজন্মে এর ব্যবহার আরো সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে পড়বে | এখনি সমাজের যুগান্তকারী পরিবর্তন ঘটে গেছে | ভবিষ্যতে এটা কোন দিকে মানুষ কে ঠেলে দেবে কেউ জানে না |
আরো পড়ুন : ক্রিকেট বলিউড প্রেম
[…] আরো পড়ুন : অনলাইন রোমান্স […]