কিছু অজানা বাদ্যযন্ত্র

যা অপনি আগে হয়তো কখনো শোনেননি

গান-বাজনা, সঙ্গীত আমাদের্ দৈনন্দিন জীবনের ই যে একটা অংশ বর্তমান তা না বললেই নয়। আর সঙ্গীত পছন্দ করে না এমন মানুষ আজ খুজে পাওয়া খুব দুঃসাধ্যের ব্যাপার।
গান বাজনা সঙ্গীত এর মাধ্যমে আমরা কোথাও না কোথাও যেন নিজেদের কে খুজে পাই, উপভোগ করি প্রতিটি কথা, সুর ও ধ্বনি। তবে ধ্বনি ও সুর গুলি যে সব বাদ্যযন্ত্র দিয়ে তৈরি করা হয় তার সম্পর্কে অধিকাংশ মানুষ ই অত্যন্ত সিমীত জ্ঞান সম্পন্ন বা জানলেও গুটি কয়েক।
এমন কিছু সুর যন্ত্র এর ছবি ও বিবরন নিয়েই আমাদের আজকের ব্যবস্থাপনা যেগুলর সুর আমরা কখোনো না কখোনো নিশ্চয়ই শুনেছি কিন্তু তাদের নাম বা কিরম দেখতে সেসম্বন্ধে কোনো ধারনা নেই। যাদের সুর নিঃসন্দেহেই মনে অসীম শান্তির স্রোত তরঙ্গ সৃষ্টি করে।

জলতরঙ্গ

নাম শুনলেই ধারনা হয়ে যায় যন্ত্রটির কার্যকারিতা এর ব্যাপারে। বিভিন্ন মাপের কিছু পাত্র যার ভিতরে তরল আর বিভিন্ন মাপে চামচের মতো দন্ড দিয়ে সেই তরলপূর্ণ পাএ এর গায়ে আঘাত করতে হয়। ও তার সাথে সাথে বেরিয়ে আসে পিয়ানো ও ক্রিশমাস বেল মেশানো এক মিষ্টিময় সুরধবনি। শুনতে এত মিষ্টি হলে ও যন্ত্র পরিচালনা করতে যে যথেষ্ট দক্ষতা দরকার তা হয়তো সন্দেহীন।

মেলোডিকা

1da2ee64 4595 4d47 86c4 cd34d683eeae 1920 1080
দেখতে অনেকটা হার্মোনিয়াম এর মতো হলেও হার্মোনিয়াম নয় আদৌ। তবে কার্য নীতি হার্মোনিয়াম এর মতোই খনিকটা। হার্মোনিয়াম মতো সাদা কালো রঙের রিড দিয়ে তৈরি একটি যন্ত্র যার মধ্যে হাওয়া ভরতে হয় মুখ দিয়ে তার পর বাকিটা হারমায়োনিয়াম এর মতোই। তবে যে শব্দ বেরিয়ে আসে তা মনে শান্তি র এক সাবেগ সৃষ্টি করে।

হাং

1 2
প্রথম দেখাতে উল্টানো গামলা বলে হয়েতো ধারনা জনমাতে পারে কিন্তু বাস্তবে তা নয়। তা একবার আঘাত করলে স্পষ্ট হোয়ে উঠতে দেরি নেই । তবলা এর মতো দু হাত দিয়ে এই যন্ত্রের উপর শিল্পী তাদের হাতের শিল্প প্রদর্শিত করে ও যেই সুর আমাদের্ কানে পৌছায় তা শুনলে কোনো ধ্যান মগ্ন সাধুর আশেপাশের পরিবেশ এর মত শুনতে হয়।

সন্তুর

santoor hands 900x434 1
তার জাতীয় বাদ্যযন্ত্র বললেই মাথায় আগে আসে গীটার। কিন্তু গীটার ছাড়া ও যে আরো কতরকম তাড় নির্মিত বাদ্যযন্ত্র আছে তার অধিকাংশ লোকেরা সত্যি জানে না । এই তালিকা র পরের যন্ত্র টি হল সেই দলের ই । সন্তুর ,তাড়ের মধ্যে অনেকটা চামচ এর মতো এক্ টি যন্ত্র দিয়ে আঘাত করলে বেরিয়ে আসে এক্ অভিনব সুর যা অনায়াসে যে কেউ চোখ বন্ধ করে ঘন্টা র পর ঘণ্টা শুনে এক্টুকুও বিরক্ত হবে না ।

হার্প

harp music classical musician
রূপকথা পরীদের গল্প অনেকেই শুনেছি ছোটো বেলায় কিন্ত তাদের হাতে যে তার বাধা জিনিস টা থাকতো তা কি বা কি জন্য থকতো কেউ কি জানে! হা অনেকে ই জানেনা ওটা একটা বাদ্যযন্ত্র যা বর্তমান জগতে ও অস্তিত্ব রয়েছে ।দেখতে অনেকটা ঢেউ খেলানো, সরু সরু লম্বা তার দিয়ে বাধা । অঙ্গুল দিয়ে বাজাতে হয় খনিক টা গিটার ও সেতার এর্ মতই। তবে মাধুর্য্য যে কতটা বেশি তা না শুনলে বিশ্বাস করা কঠিন । এই বাদ্যযন্ত্রের সুর শুনলে এ বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না যে কেনো এটি পরীদের বাজনা হিসাবে পরিচিত।