নিজস্ব সংবাদদাতাঃ ফরচুন রাইস ব্র্যান কুকিং অয়েলের অনেক বিজ্ঞাপন সরিয়ে নিলেন আদানি উইলমার। জনপ্রিয় ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলীর স্বল্পমাত্রার হার্টঅ্যাটাকের পর থেকেই ফরচুন গ্রুপের ওপর বেশকিছুটা চাপ সৃষ্টি হয় । সৌরভ হাসপাতালে ভর্তি হবার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ফরচুন অয়েলকে নিয়ে নানারকম ট্রল আসতে থাকে। একাধিক মিম ও বিরোধী অ্যাড ক্যাম্পেইনের মূল বক্তব্য ছিল- ফর্চুনের তেল হার্টের পক্ষে যে আসলে কতটা স্বাস্থ্যকর তার প্রমাণ মিলেছে !
কারণটা অবশ্যই স্পষ্ট । বেশ কয়েক দিন ধরে ফরচুন অয়েল এর সমস্ত বিজ্ঞাপনের মুখ ছিলেন সৌরভ গাঙ্গুলী । সেখানে একের পর এক বিজ্ঞাপনে সৌরভ গাঙ্গুলী নিজের মুখে ফরচুন তেলের গুণাগুণ প্রচার করেছেন। হার্টের স্বাস্থ্য বজায় রাখতে নাকি ফরচুন অয়েল এর বিকল্প নেই; তবে স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্টের হূদযন্ত্রের এমন দুরবস্থা হলো কি করে? নেটিজেনদের এই কটাক্ষ নিয়েই অপ্রস্তুত ফরচুন গোষ্ঠী।
হয়ত বেশ খানিকটা ধাক্কা খেল ফরচুন তেলের বাজার, এমনটাও আশঙ্কা করছেন মার্কেটিং বিশেষজ্ঞরা। সৌরভ গাঙ্গুলি অভিনীত ফরচুনের সমস্ত বিজ্ঞাপন তুলে নেবার পর ক্রিয়েটিভ বিজ্ঞাপন সংস্থারা এখন ফরচুন ব্র্যান্ডের তেলের জন্য উপযুক্ত ট্যাগলাইন সমেত নতুন বিজ্ঞাপন তৈরীর করার উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে খুব শিগগিরই ফরচুন অয়েলের নতুন বিজ্ঞাপন বাজারে আসতে চলেছে বলে সূত্রের খবর।
[…] […]